KKR vs GT: ঘরে ঢুকে কেকেআরকে দুরমুশ করল গুজরাত, রইল নাইটদের হারের ৫ প্রধান কারণ

Last Updated:

KKR vs GT: ৪ ম্যাচ হারের পর আরসিবির বিরুদ্ধে জয় কিছুটা আশা জাগিয়েছিল কেকেআর ফ্যানেদের মনে। কিন্তু ঘরের মাঠে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হার। সেভাবে কোনও লড়াই দিতে পারেনি নাইটরা। ৭ উইকেটে ম্যাচ জিতে প্রথম পর্বের হারের বদলা নিল হার্দিক পান্ডিয়ার দল।

কলকাতা: ৪ ম্যাচ হারের পর আরসিবির বিরুদ্ধে জয় কিছুটা আশা জাগিয়েছিল কেকেআর ফ্যানেদের মনে। কিন্তু ঘরের মাঠে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে লজ্জার হার নাইটদের। সেভাবে কোনও লড়াই দিতে পারেনি কেকেআর। ৭ উইকেটে ম্যাচ জিতে প্রথম পর্বের হারের বদলা নিল হার্দিক পান্ডিয়ার দল। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৯ রান করে কেকেআর। যা ইডেনের উইকেটে খুব বড় স্কোর নয়। রহমানউল্লাহ গুরবাজে ৮১ ও আন্দ্রে রাসেলের ৩৪ রানের ইনিংস ছাড়া কেউ দাগ কাটতে পারেনি। রান তাড়া করতে নেমে ১৭.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় পায় গুজরাত। সর্বোচ্চ ৫১ রান করেন বিজয় শঙ্কর। এছাড়া শুভমান গিল ৪৯, ডেভিড মিলার ৩২ ও হার্দিক পান্ডিয়া ২৬ রান করেন। এই ম্যাচ হারের ফলে প্লে অফের যাওয়ার রাস্তা অনিশ্চিৎ অনেকটাই কঠিন হয়ে গেলে কেকেআরের। ইডেনে কোন কোন কারণে হারতে হল কেকেআরকে রইল ৫টি কারণ।
১. গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কেকেআরেরে হারের অন্যতম প্রধান কারণ হল অধিনায়ক নীতিশ রানার 'অদ্ভূত' অধিনায়কত্ব ও চন্দ্রকান্ত পণ্ডিতের কোচিং। কেন দলের ব্যাটিং অর্ডার নিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে এত পরীক্ষা-নীরিক্ষা। হঠাৎ কেন শার্দুল ঠাকুরকে প্রথম ডাউনের মত গুরুত্বপূর্ণ জায়গায় নামানো হল তার কারণ বোঝা যায়নি। যার ফল শার্দুল ঠাকুর ৪ বল খেলে শূন্য। আগে ব্যাটিং নামালেও পুরো ম্যাচে বোলার শার্দুলকে ব্যবহারই করা হল না। অলরাউন্ডার ডেভিড উইজা খেললেও তাঁকে দিয়ে বল করানো হয়নি। নীতিশ রানা নিজেও এদিন রান পাননি। এছাড়া বোলিং পরিবর্তন নিয়েও প্রশ্ন রয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, শ্রেয়স আইয়রের জায়গায় ঘাটতি যে একেবারেই পূরণ করতে পারেননি নীতিশ রানা।
advertisement
২. নারায়ণ জগদীশান একের পর এক ম্যাচে সুযোগ পাচ্ছেন কিন্তু কোনও ম্যাচে উল্লেখযোগ্য কোনও পারফরম্যান্স ডান হাতি ব্যাটাের কাছ থেকে এখনও পাওয়া যায়নি। ৬ ম্যাচ খেলে জগদীশানের সংগ্রহ মাত্র ৮৯ রান। আর কটা ম্যাচ নারায়ন জগদীশানকে সুযোগ দেবে, কেনই বা এত সুযোগ পাচ্ছেন জগদীশান তা নিয়েও উঠছে প্রশ্ন।
advertisement
৩. কেকেআরের বোলিং বিভাগের ধারাবাহিকতার অভাব এই মরসুমের প্রথম থেকেই দেখা গিয়েছে। গত ম্যাচে আরসিবির বিরুদ্ধে ভেঙ্কটেশ আইয়ক ভালো বল করেছিলেন। কিন্তু গুজরাতের বিরুদ্ধে পুরোপুরি ব্যর্থ। এছাড়া সুনীল নারিনের েসই ধার একেবারেই নেই। সুয়াশ শর্মাকে প্রথম দিকে রহস্যময় মনে হলেও এখন ততটা কার্যকরী মনে হচ্ছে না। পেস বোলি বিভাগও মরসুমের প্রথম থেকে সেরাটা দিতে পারেনি।
advertisement
৪. গুজরাতের বিরুদ্ধে কেকেআরের হারের আরও একটি কারণ হল খারাপ ফিল্ডিং। টি-২০ ক্রিকেটে গুরুত্বপূর্ণ সময় ক্যাচ মিস মানে ম্যাচ মিস। এদিন ইডেনে যখন ২৯ বলে ৫১ রান বাকি গুজরাতের তখন রাসেলের বলে ক্যাচ দিয়েছিলেন ডেভিড মিলার। সেই সহজ ক্যাচ মিস করেন সূয়াশ শর্মা। মিলার সেই সময় ফিরে গেলে ম্যাচের ফল অন্যরকম হতেই পারত।
advertisement
৫. রিজার্ভ বেঞ্চের প্লেয়ারের অভাব কেকেআরের হারের অন্যতম কারণ। সেই কারণে জগদীশান, নারিন, রাসেলরা সেরা ফর্মে না থাকলেও টানা সুযোগ পাচ্ছেন। একাধিক বিভাগে একাধিক অপশনের অভাব রয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্টের কাছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KKR vs GT: ঘরে ঢুকে কেকেআরকে দুরমুশ করল গুজরাত, রইল নাইটদের হারের ৫ প্রধান কারণ
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement