GT vs CSK: একেবারে ফ্রিতেও দেখতে পাবেন এবারের আইপিএল, কোথায় কখন দেখবেন ওপেনিং ম্যাচ

Last Updated:

GT vs CSK: গুজরাত টাইটান্স গত মরশুমেই আইপিএলে আত্মপ্রকাশ করে চ্যাম্পিয়ন হয়েছে , তাই সিএসকে-র সঙ্গে এখনও অবধি ২ টি ম্যাচই খেলেছে তারা৷ দুটিতেই সিএসকেকে হারিয়েছে গুজরাত টাইটান্স৷

মুখোমুখি গুজরাত ও চেন্নাই
মুখোমুখি গুজরাত ও চেন্নাই
কলকাতা: আইপিএল ২০২৩-র ওপেনিং ম্যাচ আজই৷ প্রতীক্ষার অবসান আবার ক্রিকেটের মিলিয়ন ডলার টুর্নামেন্ট এক মাস ধরে সকলের মন মাতাবে৷ শুক্রবার গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে খেতাব রক্ষার লড়াইতে নামা হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স ও চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস৷
দুই দলের এই ম্যাচের সঙ্গেই আইপিএলের ১৬তম মরশুমের সূচনা হবে৷ দুই দলের পাশাপাশি দুই অধিনায়কেরও অর্থাৎ হার্দিক পান্ডিয়া বনাম মহেন্দ্র সিং ধোনির লড়াই হবে বাইশ গজে৷ হার্দিক পান্ডিয়া মহেন্দ্র সিং ধোনিকে নিজের গুরু মানেন৷ তিনি বারবারই বলেছেন তিনি মাহির থেকে অনেক কিছু শিখেছেন৷ এদিকে ধোনিও আইপিএলের আগে চোট কাটিয়ে উঠেছেন৷ আশা করা যাচ্ছে ওপেনিং ম্যাচে তিনি ফের হলুদ জার্সিতে কামাল করবেন৷
advertisement
advertisement
জেনে নিন আইপিএল ২০২৩ -র প্রথম ম্যাচের সব খুঁটিনাটি
Q. কবে রয়েছে গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের ওপেনিং ম্যাচ?
advertisement
A. গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ শুক্রবার ৩১ মার্চ খেলা হবে৷
Q. গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ কোথায় খেলা হবে?
A. গুজরাত বনাম চেন্নাই ম্যাচ খেলা হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে৷
Q. গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ কটার সময় খেলা হবে?
A. গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ ভারতীয় সময় অনুযায়ী সাড়ে সাতটায় খেলা হবে আর টস হবে সন্ধ্যা সাতটায়৷
advertisement
Q. গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিং ম্যাচ কোথায় লাইভ দেখতে পাবেন?
A. হার্দিক পান্ডিয়া বনাম মহেন্দ্র সিং ধোনির ম্যাচের লাইভ টেলিকাস্ট হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে৷
Q. ফোন-ল্যাপটপ-ট্যাবে কী করে ফ্রিতে দেখতে পাবেন আইপিএলের লাইভ ম্যাচ?
A. এবারের আইপিএলের অনলাইন স্ট্রিমিং হবে জিও সিনেমা অ্যাপে৷ যেকোনও ডিভাইসে যে কোনও ইন্টারনেট কানেকশন থাকলেই একদম ফ্রিতে লাইভ ম্যাচ দেখতে পাবেন৷ আর আইপিএল সংক্রান্ত যেকোনও খবরের লেটেস্ট আপডেট পেতে নজর রাখুন  https://bengali.news18.com/ এর পাতায়৷
advertisement
Q. প্রথম ম্যাচের দুই প্রতিপক্ষের মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে রয়েছে?
A. গুজরাত টাইটান্স গত মরশুমেই আইপিএলে আত্মপ্রকাশ করে চ্যাম্পিয়ন হয়েছে , তাই সিএসকে-র সঙ্গে এখনও অবধি ২ টি ম্যাচই খেলেছে তারা৷ দুটিতেই সিএসকেকে হারিয়েছে গুজরাত টাইটান্স৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
GT vs CSK: একেবারে ফ্রিতেও দেখতে পাবেন এবারের আইপিএল, কোথায় কখন দেখবেন ওপেনিং ম্যাচ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement