ম্যাচ শেষের পার্টিতে মহিলার সঙ্গে যা করলেন দিল্লির ক্রিকেটার, ফতোয়া জারি করল সৌরভের দল

Last Updated:

অভিযোগ ম্যাচ শেষের পর পার্টিতে এক মহিলার সঙ্গে অশালীন আচরণ করেছেন দিল্লির এক ক্রিকেটার। যেই ঘটনা সামনে আসার পর দিল্লি ফ্র্যাঞ্চাইজির ভাবমূর্তি অনেকটাউ নষ্ট হয়। ড্যামেজ কন্ট্রোল করতে এবার দলের ক্রিকেটারদের জন্য আচরণবিধি জারি করল দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্ট।

দিল্লি: প্রথম ৫টি ম্যাচ হেরে এমনিতেই দলের পারফরম্যান্স নিয়ে উঠে গিয়েছিল প্রশ্ন। শেষ দুটি ম্যাচ জেতার পর কিছুটা হলও স্বস্তি ফিরেছিল দিল্লি ক্যাপিটালস শিবিরে। কিন্তু এরই মধ্যে নতুন বিতর্কে নাম জড়িয়েছে দিল্লি ক্যাপিটালসের। অভিযোগ ম্যাচ শেষের পর পার্টিতে এক মহিলার সঙ্গে অশালীন আচরণ করেছেন দিল্লির এক ক্রিকেটার। ঘটনাটি ঘটেছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ জয়ের পর পার্টিতে। যেই ঘটনা সামনে আসার পর দিল্লি ফ্র্যাঞ্চাইজির ভাবমূর্তি অনেকটাউ নষ্ট হয়। ড্যামেজ কন্ট্রোল করতে এবার দলের ক্রিকেটারদের জন্য আচরণবিধি জারি করল দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্ট।
দিল্লি ক্যাপিটালসের তরফে জানানো হয়েছে এবার থেকে আর রাত ১০টার পর নিজেক ঘরে বাইরের কাউকে নিয়ে যেতে পারবেন না ক্রিকেটারেরা। দেখা করতে হলে রেস্তোরাঁ অথবা কফি শপে করতে হবে। তাও দলকে জানাতে হবে কার সঙ্গে দেখা করতে যাচ্ছে ক্রিকেটাররা। এছাড়াও অন্যান্য সময়ও যদি দলের ক্রিকটাররা হোটেলের রুমে কাউকে নিয়ে যেতে চায় তাহলে আগেভাগেই ওই ব্যক্তির সচিত্র পরিচয়পত্র টিম ম্যানেজমেন্টের কাছে জমা দিতে হবে। এই নিয়মের বাইরে কোনও ক্রিকেটার যেতে পারবে না বলেও জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজির তরফে।
advertisement
advertisement
এছাড়া আইপিএলের নিয়ম অনুযায়ী ক্রিকেটাররা তাদের বান্ধবী এবং স্ত্রীদের থাকার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু সেই খরচ বহন করতে হবে ক্রিকেটারদের। পরিবারের সদস্যরা কেউ যদি নতুন করে যোগ দিতে চান তাহলে আগে থেকে দলকে জানাতে হবে। এই সকল নিয়ম না মানসে দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। কোনও ক্রিকেটার এই সকল নিয়ম লঙ্ঘন করলে তাঁর জরিমানা করা হবে। এমনকী ওই খেলোয়াড়ের সঙ্গে চুক্তিও বাতিল করতে পারে দিল্লি ক্যাপিটালস।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ম্যাচ শেষের পার্টিতে মহিলার সঙ্গে যা করলেন দিল্লির ক্রিকেটার, ফতোয়া জারি করল সৌরভের দল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement