CSK vs PBKS: চিপকে দুই 'কিংসের' দ্বৈরথ, ধোনির চেন্নাই না ধওয়ানের পঞ্জাব, লড়াইয়ে এগিয়ে কোন দল
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
CSK vs PBKS: সুপার সানডেতে আইপিএলের প্রথম ম্যাচে দুই কিংসের টক্কর। একদিকে এম এস ধোনির চেন্নাই সুপার কিংস, অপরদিক শিখর ধওয়ানের পঞ্জাব কিংস। দুই দলকেই তাদের শেষ ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে। আজ জয়ে ফিরতে মরিয়া দুই দল।
চেন্নাই: সুপার সানডেতে আইপিএলের প্রথম ম্যাচে দুই কিংসের টক্কর। একদিকে এম এস ধোনির চেন্নাই সুপার কিংস, অপরদিক শিখর ধওয়ানের পঞ্জাব কিংস। দুই দলকেই তাদের শেষ ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ অ্যাওয়ে ম্যাচ হেরে লিগ টেবিলের 'সিংহাসন' খোয়াতে এমএস ধোনিকে। বর্তমানে ৮ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট নিয়ে চতু্থ স্থানে সিএসকে। চিপকে আজ ঘরের মাঠে জয়ে ফিরতে বদ্ধপরিকর চেন্নাই। অপরদিকে, শেষ ম্যাচ লখনউয়ের বিরুদ্ধে লজ্জার হারের সম্মুখীন হতে হতে হয়েছিল পঞ্জাবকে। ৮ ম্যাচে ৪ জয় নিয়ে ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে গব্বরের দল। ধোনিদের ডেরায় লড়াই দিতে প্রস্তুত পঞ্জাব দ্য পুত্তররা।
এবার আইপিএলে চিপকে হাইস্কোরিং ম্যাচ হচ্ছে। আজ যে লড়াইটা সিএসকের স্পিন অ্যাটাকা ও পঞ্জাব কিংসের পেস অ্যাটাক হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। চিপকে বরাবরই স্পিন অস্ত্রেই প্রতিপক্ষকে ঘায়েল করে থাকেন এমএস ধোনি। সেক্ষেত্রে আজও বাড়তি দায়িত্ব নিতে হবে মাহেশ থিকসানা, রবীন্দ্র জাদেজা ও মইন আলিদের। এমনিতেই পঞ্জাব কিংস ব্যাটাররাও স্পিনের সামনে খুব একটা স্বস্তিতে থাকে না। শিখর ধাওয়ান এবং লিয়াম লিভিংস্টোনদের মত দলের অভিজ্ঞ, তারকা ব্যাটারদেরও স্পিনারদের বিরুদ্ধে স্ট্রাইক রেট মাত্র ১২৩। তবে এখনও ফিট না হওয়ায় বেন স্টোকস ও দীপক চাহারকে পাবে না সিএসকে। যা কিছুটা ধোনির কাজ কঠিন করছে।
advertisement
সিএসকের স্পিন অ্যাটাক ভালো হলে পঞ্জাব কিংসের পেস অ্যাটাক দুরন্ত। যদিও গত ম্যাচে কাগিসো রাবাডা, স্যাম কারন, অর্শদীপ সিং সমৃদ্ধ পেস অ্যাটাকও লখনউয়ের ঝোড়ো ব্যাটিংকে থামাতে পারেনি। তাই আজ চেন্নাই বিরুদ্ধে ছন্দে ফিরতে চাইবে পঞ্জাবের পেস ব্যাটারি। চিপকে ধোনির দলকে হারানো কতটা কঠিন তা ভালো করেই জানেন পঞ্জাব অধিনায়ক শিখর ধওয়ান। তবে সিএসকের পেস অ্যাটাক খুব একটা অভিজ্ঞতা সম্পন্ন নয়। সেই দুর্বলতাকে কাজে লাগেই চেন্নাই বিরুদ্ধে ২ পয়েন্ট ঘরে তোলার ছক কষছে পঞ্জাব কিংস।
advertisement
advertisement
দুই দলের ব্যাটিং ও বোলিং লাইনের শক্তির তুলনা করলে খুব একটা তফাৎ নেই। তবে সাম্প্রতি ফর্ম বিচার করলে সিএসকে একটি এগিয়ে। কারণ ধোনির দল যে ৩টি ম্যাচ এখও পর্যন্ত হেরেছে তার দুটিই রাজস্থানের বিরুদ্ধে। অপরদিকে, পঞ্জাব কিংসের ফর্ম ওঠানামা করেছে। তবে এবার আইপিএলে যেভাবে হাইস্কোরিং ম্যাচ হচ্ছে তাতে চিপতে আরও একটা থ্রিলাররে সাক্ষী থাকতেই পারে ক্রিকেট প্রেমিরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 30, 2023 9:21 AM IST