চেন্নাই: প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে দুরন্ত কামব্যাক করেছে চেন্নাই সুপার কিংস। চিপকে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১২ রানে জয় পেয়েছে এমএস ধোনির দল। প্রায় ৪ বছর পর এমএ চিদম্বরম স্টেডিয়ামে প্রিয় দলের জয় দেখে খুশি ইয়োলো আর্মির ফ্যানেরা। এই ম্যাচে সিএসকে ফ্যানেদের উন্মাদনা তুঙ্গে ছিল তাদের প্রিয় 'থালা' এমএস ধোনিকে দেখার জন্য। আর শেষ ওভারে ব্যাট করতে নেমে ৩ বলে ২টি ছয়ের ঝলকেই ফ্যানেদের 'দিল খুশ' করে দেন মাহি। আর ১২ রানের ইনিংস খেলেই এমন রেকর্ড করলেন ধোনি যা আইপিএল ইতিহাসে নেই কারও।
ম্যাচে ১৯.১ ওভারে ব্যাট করতে নামেন এমএস ধোনি। চিপকের গর্জন স্বাগত জানায় তাদের মহানায়ককে। ধোনিও ভালোবাসা মর্যাদা দিলেন পরপর দুই বলে দুটি ছয় মেরে। মার্ক উডের অফ স্ট্যাম্পের বাইরে করা দ্বিতীয় বলে জোরে কাট মারেন ধোনি। থার্ড ম্যানের ওপর দিয়ে বল বাউন্ডারি পার। তৃতীয় বলে বাউন্সার দেন উড। সেই বল স্কোয়ার লেগের উপর দিয়ে হুক করে বিশাল গগনচুম্বি ছক্কা হাঁকান এমএসডি। চতুর্থ বলেও বিগ হিট করার চেষ্টা করেন। ঠিক মত ব্যাটে-বলে সংযোগ না হওয়ায় ক্যাচ আউট হন ধোনি।
The long awaited glimpse of Thala! 🚁#CSKvLSG #WhistlePodu #Yellove 🦁💛pic.twitter.com/m96Ybqhm6a
— Chennai Super Kings (@ChennaiIPL) April 3, 2023
কিন্তু এই ৩ বলে ২টি ছয় মেরেই আইপিএলের ইতিহাসে অনন্য রেকর্ড নিজের নামে করলেন এমএস ধোনি। আইপিএলের ইতিহাসে পরপর দু বলে দুটি ছয় তৃীয় বলে আউট হওয়া প্রথম ক্রিকেটার হলেন সিএসকে অধিনায়ক। আর বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে চতুর্থ ব্যাটার হিসেবে এই কাণ্ড ঘটালেন ধোনি। এর আগে ২০১৩ সালে কেমার রোচ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে, ২০১৭ সালে আকিল হোসেন সিপিএলে ও ২০১৯ সালে কায়রন পোলার্ড পাকিস্তান সুপার লিগে। আর এবার আইপিএল এমএস ধোনি পরপর দুটি ছয় মেরে তৃতীয় বলে আউট হলেন।
আরও পড়ুনঃ KKR vs RCB: এক ম্যাচ হেরেই দিশেহারা কেকেআর? আরসিবি ম্যাচে দলে হতে পারে বড় পরিবর্তন
প্রসঙ্গত, ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৭ রান করে চেন্নাই সুপার কিংস। সিএসকের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন রুতুরাজ গায়কোয়াড়। এছাড়া ৪৭ রান করেন ডেভন কনওয়ে ও ২৭ রান করেন অম্বাতি রায়ডু। রান তাড়া করতে নেমে হাড্ডাহাড্ডি ম্যাচে ২০ ওভারে ৭ উইকেটে ২০৫ রান করে লখনউ সুপার জায়ান্টস। সর্বোচ্চ ৫৩ রান করেন কাইল মেয়ার্স। সিএসকের হয়ে ৪টি উইকেট নেন মইন আলি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।