IPL 2023: আইপিএলের আগে নিঃশব্দে এনগেজমেন্ট সেরে ফেললেন সৌরভের দলের এক ক্রিকেটার!
- Published by:Debamoy Ghosh
- Reported by: ERON ROY BURMAN
Last Updated:
ভারতীয় দলে এখনও সুযোগ না পেলেও মুকেশ ভারতীয় এ দলের হয়ে অন্যতম সফল বোলার।
গোপালগঞ্জ: নিঃশব্দে এনগেজমেন্ট সেরে ফেললেন বাংলার ক্রিকেটার মুকেশ কুমার। আইপিএল শুরুর আগে ছোটবেলার বান্ধবীর সঙ্গে এনগেজমেন্ট পর্ব মিটিয়ে ফেললেন মুকেশ। বিহারের গোপালগঞ্জে বাগদান পর্ব সম্পন্ন করলেন বাংলা ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য মুকেশ কুমার।
বন্ধুর এনগেজমেন্ট উপলক্ষে উপস্থিত ছিলেন প্রাক্তন অধিনায়ক অভিমুন্য ঈশ্বরণ ও বাংলার প্রাক্তন তথা অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী। রঞ্জি ফাইনাল শেষ করে দিন কয়েক আগেই বিহারের গোপালগঞ্জে নিজের বাড়িতে ফিরেছিলেন মুকেশ কুমার। আপাতত বাগদান পর্ব সম্পূর্ণ করে আইপিএলের দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দেবেন মুকেশ।
advertisement
advertisement
সাড়ে পাঁচ কোটি টাকায় প্রথমবার আইপিএলে খেলার সুযোগ পেয়েছেন মুকেশ কুমার। ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরামর্শে মুকেশ কুমারকে সাড়ে পাঁচ কোটি টাকা দিয়ে কিনেছে দিল্লি। সিএবি পরিচালিত ক্লাব ক্রিকেটেও মুকেশ সৌরভের ক্লাব বড়িশা স্পোর্টিংয়ের হয়ে খেলেন। সৌরভের তৈরি করা ভিশন ২০-২০ প্রোজেক্টের ফসল ছিলেন মুকেশ কুমার।
বিহারের ছেলে হলেও মুকেশের বড় হওয়া কলকাতায়। বাবা ট্যাক্সি চালাতেন। অভাবের মধ্যে থেকেই ক্রিকেটে হাতেখড়ি মুকেশের। রবারের বলে খেলতে খেলতে আচমকাই সিএবির ভিশন ক্যাম্পে এসে পড়েন মুকেশ। তারপর বাকিটা মুকেশের উত্থানের কাহিনি। জুতো কেনার পয়সা না থাকা মুকেশ আজ সাড়ে পাঁচ কোটি টাকায় দিল্লি দলে সুযোগ পেয়েছেন। ইতিমধ্যেই ভারতীয় দলের ড্রেসিংরুমে সুযোগ পেয়েছেন মুকেশ। রাহুল দ্রাবিড়ের দলের হয়ে এখনও অভিষেক না হলেও টি-টোয়েন্টি স্কোয়াডের সদস্য তিনি। সদ্য হওয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন মুকেশ।
advertisement
ভারতীয় দলে এখনও সুযোগ না পেলেও মুকেশ ভারতীয় এ দলের হয়ে অন্যতম সফল বোলার। বাংলার হয়েও বেশ কয়েক বছর ধরে ধারাবাহিক পারফর্ম করছেন। আইপিএলের আগে বাগদান পর্ব সেরে নিলেও এখনই বিয়ের পিঁড়িতে বসছেন না মুকেশ। আইপিএল শেষ করে বিয়ে করবেন বলে খবর। মুকেশের হবু স্ত্রী তার ছোটবেলার বান্ধবী বলে বাংলার টিম ম্যানেজমেন্ট থেকে জানা গিয়েছে। দু জনেই একই জায়গার বাসিন্দা।
advertisement
মুকেশের বাগদান উপলক্ষে বাংলার ক্রিকেটাররা ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন।মুকেশের এনগেজমেন্ট অনুষ্ঠানে তাঁর পরিবারের মা, ভাই, কাকা ও বাছাই করা কিছু বন্ধু উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। ২১ ফেব্রুয়ারি থেকে গোপালগঞ্জে রয়েছেন মুকেশ। ২২ ফেব্রুয়ারি স্থানীয় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে সম্মানিত করা হয়েছিল। বাগদানের পর আইপিএলের জন্য দিল্লি শিবিরে যোগ দেবেন মুকেশ। তবে শনিবার থেকে কলকাতায় শুরু হওয়া দিল্লির শিবিরে তিনি থাকবেন কিনা এখনও চূড়ান্ত নয়।
advertisement
শনিবার থেকে কলকাতায় তিন দিনের ক্যাম্প করছে দিল্লি। ডিরেক্টর সৌরভের পরামর্শতেই কলকাতায় ক্যাম্পের আসর। ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে এই বছরের আইপিএল। ঘরোয়া ক্রিকেটে সফল মুখ মুকেশ আইপিএলেও নিজেকে প্রমাণ করতে মরিয়া।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
February 25, 2023 9:08 AM IST