IND vs AUS: এমনিতেই সিরিজের ফল ২-০, ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টের আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া

Last Updated:
India vs Australia: নাগপুরে প্রথম টেস্টে ইনিংসে হার। দিল্লিতে প্রথম ইনিংসে ভালো শুরু করেও লজ্জার হার। বর্ডার গাভাসকর সিরিজে ৪ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে লিড নিয়েছে ভারতীয় দল। প্রথম দুটি টেস্ট হেরে সিরিজ জয়ের সুযোগ ইতিমধ্যেই হাতছাড়া করেছে ব্যাগি গ্রিনদের।
1/6
নাগপুরে প্রথম টেস্টে ইনিংসে হার। দিল্লিতে প্রথম ইনিংসে ভালো শুরু করেও লজ্জার হার।  বর্ডার গাভাসকর সিরিজে ৪ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে লিড নিয়েছে ভারতীয় দল। প্রথম দুটি টেস্ট হেরে সিরিজ জয়ের সুযোগ ইতিমধ্যেই হাতছাড়া করেছে ব্যাগি গ্রিনদের।
নাগপুরে প্রথম টেস্টে ইনিংসে হার। দিল্লিতে প্রথম ইনিংসে ভালো শুরু করেও লজ্জার হার। বর্ডার গাভাসকর সিরিজে ৪ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে লিড নিয়েছে ভারতীয় দল। প্রথম দুটি টেস্ট হেরে সিরিজ জয়ের সুযোগ ইতিমধ্যেই হাতছাড়া করেছে ব্যাগি গ্রিনদের।
advertisement
2/6
দ্বিতীয় টেস্টের পর ব্যক্তিগত কারণে দেশে ফিরে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। পরে জানা যায় মায়ের অসুস্থতার কারমেই দেশে ফিরেছেন অজি অধিনায়ক। জানা গিয়েছিল তৃতীয় টেস্টের আগে দলের সঙ্গে ফের যোগ দেবেন প্যাট কামিন্স।
দ্বিতীয় টেস্টের পর ব্যক্তিগত কারণে দেশে ফিরে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। পরে জানা যায় মায়ের অসুস্থতার কারমেই দেশে ফিরেছেন অজি অধিনায়ক। জানা গিয়েছিল তৃতীয় টেস্টের আগে দলের সঙ্গে ফের যোগ দেবেন প্যাট কামিন্স।
advertisement
3/6
এমনিতেই তৃতীয় ও চতুর্থ টেস্টে চোটের কারণে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। এবার সিরিজের তৃতীয় ম্যাচের আগে আরও বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। অধিনায়ককে ছাড়াই ইনদউরে তৃতীয় টেস্টে নামতে হবে দলকে।
এমনিতেই তৃতীয় ও চতুর্থ টেস্টে চোটের কারণে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। এবার সিরিজের তৃতীয় ম্যাচের আগে আরও বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। অধিনায়ককে ছাড়াই ইনদউরে তৃতীয় টেস্টে নামতে হবে দলকে।
advertisement
4/6
প্যাট কামিন্সের বুধবারই ফিরে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁর মায়ের অসুস্থতা বাড়ায় তিনি এখনই ফিরতে পারছেন না। পরিবারের সঙ্গে থাকতে হবে কামিন্সকে। সেই কারণেই তৃতীয় টেস্টে খেলতে পারবেন মা প্যাট কামিন্স।
প্যাট কামিন্সের বুধবারই ফিরে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁর মায়ের অসুস্থতা বাড়ায় তিনি এখনই ফিরতে পারছেন না। পরিবারের সঙ্গে থাকতে হবে কামিন্সকে। সেই কারণেই তৃতীয় টেস্টে খেলতে পারবেন মা প্যাট কামিন্স।
advertisement
5/6
শুক্রবার কামিন্স বলেন, “আমার মা প্যালেটিভ কেয়ারে রয়েছে। মায়ের অসুস্থতার কারণেই আমার পক্ষে এখন ভারতে যাওয়া সম্ভব হচ্ছে না। আমার মনে হয় এখন পরিবারের সঙ্গে থাকাটা জরুরি। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং আমার সতীর্থদের থেকে যে সাহায্য আমি পেয়েছি, সেটার জন্য কৃতজ্ঞ। আমার অবস্থা বোঝার জন্য ধন্যবাদ।”
শুক্রবার কামিন্স বলেন, “আমার মা প্যালেটিভ কেয়ারে রয়েছে। মায়ের অসুস্থতার কারণেই আমার পক্ষে এখন ভারতে যাওয়া সম্ভব হচ্ছে না। আমার মনে হয় এখন পরিবারের সঙ্গে থাকাটা জরুরি। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং আমার সতীর্থদের থেকে যে সাহায্য আমি পেয়েছি, সেটার জন্য কৃতজ্ঞ। আমার অবস্থা বোঝার জন্য ধন্যবাদ।”
advertisement
6/6
কামিন্স না থাকায় তৃতীয় টেস্টে দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। ১ মার্চ থেকে শুরু হবে বর্ডার-গাভাসকর সিরিজের তৃতীয় ম্যাচ। সিরিজ ড্র করতে হলে শেষ দুটি ম্যাচ জিততেই হবে ব্যাগি গ্রিনদের। তার আগে কামিন্স, ওয়ার্নারদের না থাকা অজিদের সমস্যা বাড়াবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
কামিন্স না থাকায় তৃতীয় টেস্টে দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। ১ মার্চ থেকে শুরু হবে বর্ডার-গাভাসকর সিরিজের তৃতীয় ম্যাচ। সিরিজ ড্র করতে হলে শেষ দুটি ম্যাচ জিততেই হবে ব্যাগি গ্রিনদের। তার আগে কামিন্স, ওয়ার্নারদের না থাকা অজিদের সমস্যা বাড়াবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
advertisement
advertisement
advertisement