'ভারতের অধিনায়ক হিসেবে রোহিতকে দেখলে লজ্জা লাগে'! কপিলের মন্তব্যে নতুন বিতর্ক

Last Updated:

Rohit Sharma as a captain should be more fit physically says Kapil Dev. ভারতের অধিনায়ক হিসেবে রোহিতকে দেখলে লজ্জা লাগে! কপিলের মন্তব্যে বিতর্ক

রোহিতকে রোগা হওয়ার পরামর্শ কপিলের
রোহিতকে রোগা হওয়ার পরামর্শ কপিলের
দিল্লি: কপিল দেব শুধুমাত্র ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক নন, এই দেশের ইতিহাসে ১০০ বছরের সেরা ক্রিকেটার। তার থেকে বড় অলরাউন্ডার আসেনি ভারতের ক্রিকেটে। যতদিন ক্রিকেট খেলেছেন নিজের চেহারা ধরে রেখেছিলেন। ফিটনেস ছিল দুর্দান্ত। চোটের কারণে বাদ পড়েছেন এমন খুব একটা হয়নি। এমনকি ফাস্ট বোলার হিসেবে এখনকার দিনের ছেলেরা যতটা চোট প্রবণ হয়ে পড়েছে, কপিল তার দীর্ঘ ক্যারিয়ারে এত চোট পাননি।
আরও পড়ুন - শেখ হাসিনার সঙ্গে সস্ত্রীক দীর্ঘক্ষণ কথা সৌরভের, খেলা থেকে রাজনীতি আলোচনা বিভিন্ন ব্যাপারে
তাই দেখে অবাক হয়ে যান আজকালকার ক্রিকেটারদের এত চোটের বাহানা। কিংবদন্তি এই অলরাউন্ডার বলেন, দলের অধিনায়কের ফিট থাকা খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য রোহিতকে কঠোর পরিশ্রম করতে বলেছেন কপিল, রোহিত শর্মাকে তার ফিটনেস নিয়ে কাজ করতে হবে। ফিট থাকাটা দলের অধিনায়কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি ফিট না হলে এটা লজ্জার।
advertisement
সে একজন দুর্দান্ত ব্যাটসম্যান। সারাদিন টিভির সামনে বসে ওর ব্যাটিং দেখতে পারি। কিন্তু আপনি যখন তার ফিটনেস নিয়ে কথা বলেন, তার শরীরে অতিরিক্ত ওজন আছে মনে হয়। অন্তত টিভিতে তাই দেখায়। ভারতের টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মার ফিটনেস নিয়ে সমালোচনা অনেক দিনের।
advertisement
advertisement
বিরাট কোহলির পেটানো শরীরের বিপরীতে রোহিত অনেকটাই মেহবহুল দেহ নিয়ে ক্রিকেট খেলেন। যদিও তার ব্যাটিংয়ে এর প্রভাব পড়ে না। ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব অবশ্য রোহিতের ফিটনেস নিয়ে সন্তুষ্ট নন। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে প্রায় ১১ মাস পর ভারতীয় টেস্ট দলে ফিরেছেন রোহিত।
আঙুলের চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে তিনি খেলতে পারেননি। এই মুহূর্তে ব্যাট হাতে তিনি দারুণ ছন্দে আছেন। তবে এই নিয়ে রোহিত তার নিজের জবাব দেননি। তিনি ব্যস্ত ইন্দরে তৃতীয় টেস্টের প্ল্যানিং করতে।
বাংলা খবর/ খবর/খেলা/
'ভারতের অধিনায়ক হিসেবে রোহিতকে দেখলে লজ্জা লাগে'! কপিলের মন্তব্যে নতুন বিতর্ক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement