#কলকাতা: অনেক অনেক অপেক্ষার অবসান৷ আইপিএল তথা ক্রিকেটফ্যানদের জন্য ক্রিকেটের ডোজ নিয়ে তৈরি আইপিএল ২০২২ (IPL 2022)৷ আইপিএল ২০২২ (IPL 2022) ১৫ তম মরশুম শুরু হচ্ছে ২৬ মার্চ৷ প্রথম ম্যাচে মুখোমুখি হবে কেকেআর ও সিএসকে (KKR vs CSK)৷ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেকেআর বনাম সিএসকে (KKR vs CSK) ম্যাচ খেলা হবে৷ আইপিএলের এই মরশুমে লখনউ সুপার জায়ন্টস এবং গুজরাত টাইটান্স দুটি নতুন দল আইপিএলে খেলছে৷ ১০ দলের টুর্নামেন্টে লিগ রাউন্ডে মোট ৭০ টি ম্যাচ খেলা হবে৷ এই ম্যাচগুলি মুম্বইয়ের ৩ টি ভ্যেনু এবং পুণেতে খেলা হবে৷ আইপিএলের ম্যাচ কোথায় কখন দেখবেন (When and where to watch IPL 2022)?
আইপিএল ২০২২ মোকাবিলা ভারতীয় সময় অনুযায়ি দুপুর ৩.৩০ এ, আর সন্ধ্যা সাড়ে সাতটায়৷ প্রথম ম্যাচের জন্য ৩ টে তে টস (Toss Time) এবং দ্বিতীয় ম্যাচের জন্য ৭ টায় ম্যাচ হবে৷
করোনার কারণে এইবার কোনও দল ঘরোয়া মাঠে ম্যাচ খেলা হবে না৷ মুম্বই ইন্ডিয়ান্স অবশ্য কয়েকটি ম্যাচ ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলবে৷ প্লে অফ ম্যাচের সূচি অবশ্য এখনও ঠিক হয়নি৷
এইবার স্বল্প সংখ্যায় হলেও আইপিএলের রোমাঞ্চ মাঠে থেকে দেখতে স্টেডিয়ামে হাজির থাকবেন অনেকেই৷ এখনও অবধি মহারাষ্ট্র সরকার শুধুমাত্র মাঠের দর্শক ধারণ ক্ষমতার ২৫ শতাংশ দর্শককে ঢোকার অনুমতি দিয়েছে৷
ক্রিকবাজের এক রিপোর্ট অনুযায়ি , ‘‘যেমন যেমন টুর্নামেন্ট এগোবে তত দর্শক সংখ্যায় বৃদ্ধি হবে৷ করোনার কেস এখন অনেকটা কম আছে তাই আশা করা যায় অধিক সংখ্যায় দর্শক আসতে পারবেন৷ ওয়াংখেড়েতে বর্তমান হিসেব অনুযায়ি ১০ হাজার ফ্যান হাজির থাকতে পারবেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CSK, CSK vs KKR, IPL 2022, Kkr