IPL 2022: প্রথম একাদশে থাকতে পারেন কোন কোন ক্রিকেটার, CSK vs KKR ম্যাচে কি হতে চলেছে

Last Updated:

আইপিএল ২০২২ -র (IPL 2022) মেগা নিলাম থেকে একেবারে নিজেদের খোলনলচে বদলে নিয়েছে কেকেআর (KKR)৷

IPL 2022: Know probable playing 11 of KKR in KKR vs CSK match- Photo- KKR/Twitter
IPL 2022: Know probable playing 11 of KKR in KKR vs CSK match- Photo- KKR/Twitter
#কলকাতা:  আর কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই শুরু হচ্ছে আইপিএলের ১৫ তম মরশুম৷  আইপিএল ২০২২ - এ (IPL 2022) নিজেদের খেলা শুরু করবে কেকেআর উদ্বোধনী ম্যাচেই৷ প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন  সিএসকে৷ আগের মরশুমের ফাইনালে সিএসকে-র কাছে হেরেছিল এবার তারাই এনকাউন্টারে মুখোমুখি হবে৷ আইপিএল ২০২২ -র (IPL 2022) মেগা নিলাম থেকে একেবারে নিজেদের খোলনলচে বদলে নিয়েছে কেকেআর (KKR)৷
কেকেআরের সম্ভাব্য ১১ (KKR Playing 11) - ভেঙ্কটেশ আইয়ার , নীতিশ রাণা, শ্রেয়স আইয়ার, স্যাম বিলিংস, আন্দ্রে রাসেল, শেলডন জ্যাকসন (উইকেটকিপার), শিভম মাভি, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, প্যাট কামিন্স, রিঙ্কু সিং এবং অজিঙ্ক রাহানে
advertisement
advertisement
কলকাতা নাইট রাইডার্সের ফুল স্কোয়াড (Kolkata Night Riders Full Squad): আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারিন, শিবম মাভি, প্যাট কামিন্স, নীতিশ রাণা, শ্রেয়স আইয়ার, শেল্ডন জ্যাকসন, অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিং, অনুকূল রায়, রসিক ডার, চমিকা করুণারত্ন, অভিজিত তোমার, প্রথম সিং, বাবা ইন্দ্রজিৎ, অশোক শর্মা, স্যাম বিলিংস, অ্যালেক্স হেলস, মহম্মদ নবী, উমেশ যাদব, আমন খান, রমেশ কুমার৷
advertisement
কেকেআরের (KKR) অধিনায়কত্ব এখন তরুণ ভারতীয় ক্রিকেটার শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) ওপর৷ এছাড়া আইপিএলের ১৫ তম মরশুমে ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) ধামাল মাচানোর জন্য তৈরি৷ টিমে প্যাট কামিন্সের মতো খতরনাক বোলার৷ আন্দ্রে রাসেল, সুনীল নারিনের মতো বিস্ফোরক অলরাউন্ডার আছে৷ কেকেআরের দল গত বারের তুলনায় অনেক শক্তিশালী দেখাচ্ছে৷
advertisement
কলকাতা নাইট রাইডার্সের (KKR) মালিক এবার শ্রেয়স আইয়ার এবং ভেঙ্কটেশ আইয়ারের ওপর অনেক আশা রয়েছে৷ তাঁদের দুজনেরই প্রথম একাদশে জায়গা পাকা৷ সেখানে ভেঙ্কটেশ আইয়ার ২০২১ খুঁজছে৷ আইপিএল নিজের পারফরম্যান্সের দমে ভারতের জার্সিতেও খেলছেন৷ তাঁকে স্টার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার বিকল্প মানা হচ্ছে৷
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022: প্রথম একাদশে থাকতে পারেন কোন কোন ক্রিকেটার, CSK vs KKR ম্যাচে কি হতে চলেছে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement