IPL 2022: আইপিএলে এবার কোচের ভূমিকায়, তার আগেই ‘পুষ্পা’ স্টাইলে হাজির স্টেইন, ভাইরাল ভিডিও

Last Updated:

দেখে নিন ডেল স্টেইনদের(Dale Steyn) পুষ্পা (Pushpa) নাচের ভাইরাল ভিডিও (Viral Video)

IPL 2022: watch viral video dale steyn pushpa dance in srh advt shoot ahead of ipl
IPL 2022: watch viral video dale steyn pushpa dance in srh advt shoot ahead of ipl
#হায়দরাবাদ: আইপিএল ২০২২ (IPL 2022)  -র ১৫ তম মরশুমের জন্য সব ক্রিকেট দলই নিজেদের প্রস্তুতি ক্যাম্প শুরু করে দিয়েছে৷ সমস্ত ফ্রাঞ্চাইজিই নিজেদের প্লেয়ারদের নিয়ে ক্যাম্প চালানোর পাশাপাশি শ্যুটিংও করছে৷ অনেকেই নিজেদের প্লেয়ারদের সঙ্গে বিজ্ঞাপন শ্যুট করছেন৷ সানরাইজার্স হায়দরাবাদের নিজেদের বোলিং কোচ দক্ষিণ আফ্রিকার তারকা জোরে বোলার ডেল স্টেইন (Dale Steyn) ভারতে এসে গেছেন৷ সানরাইজার্স হায়দরাবাদের অ্যাড শ্যুটিংয়ের সময়ে দারুণ মস্তি করেন৷ এই সময়ে তিনিও ভাসেন পুষ্পা  (Pushpa)  ট্রেন্ডে৷ আল্লু অর্জুনের অভিনীত পুষ্পা  (Pushpa) এখন সব দেশ কালের গণ্ডি ছাড়িয়েছে৷ সানরাইজার্সের কোচ করে ফেললেন পুষ্পার ফেমাস স্টেপ৷ সানরাইজার্স হায়দরাবাদের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেল থেকে এই  ভাইরাল ভিডিও (Viral Video)  পোস্টও করেছেন৷
ভিডিওতে ডেল স্টেইন (Dale Steyn)  ছাড়া অন্য ক্রিকেটারদেরও দেখা যাচ্ছে৷ ফটোশ্যুটের সময় বিভিন্ন ক্রিকেটাররাই বিভিন্ন ডান্স মুভ করেন৷ কেন উইলিয়ামসনের অধিনায়কত্বে সানরাইজার্স হায়দরাবাদের দল এবার তরুণদের ওপর আস্থা রাখেন৷ এই ভিডিওতে নাচ করতে দেখা গেছে অভিষেক শর্মা, উমরান মলিক. আব্দুল সমদ, টি নটরাজন, জগদীশ সূচিতের মতো ক্রিকেটাররা রয়েছেন৷
advertisement
advertisement
দেখে নিন ডেল স্টেইনদের(Dale Steyn)  পুষ্পা  (Pushpa) নাচের ভাইরাল ভিডিও (Viral Video)
সানরাইজার্সের জন্য আইপিএলের (IPL 2022) গত মরশুম বেশ খারাপ গেছে৷ ৮ দলের মধ্যে সানরাইজার্স হায়দরাবাদ শেষ দল হয়েছিল৷ আইপিএল খেতাবের একবারের বিজয়ী সানরাইজার্স হায়দরাবাদের বিস্ফোরক ওপেনার ডেভিড ওয়ার্নারকে নিয়ে গত মরশুমে গণ্ডগোলও হয়েছিল৷ ডেভি়ড ওয়ার্নারকে অনেক ম্যাচেই প্লেয়িং ইলেভেনে রাখা হয়নি৷ গত মরশুমের খারাপর পারফরম্যান্সের পর কোচ সাইমন ক্যাটিচ এবং ডেভিড ওয়ার্নারকেও দলে রাখেনি হায়দরাবাদ৷
advertisement
সানরাইজার্স হায়দরাবাদের দল আইপিএলের ১৫ তম মরশুমে অভিযান শুরু করবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে৷ ২৯ মার্চ তাদের প্রথম ম্যাচ খেলা হবে৷ সন্ধ্যা সাড়ে সাতটায় এই খেলা হবে৷ ডেল স্টেইন ক্রিকেটার হিসেবে আইপিএলে নিজের পারফরম্যান্সের ছাপ রেখেছেন৷ তিনি ৯৫ ম্যাচে ৯৭ উইকেট নিয়েছেন তিনি৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সানরাইজার্স হায়দরাবাদ, ডেকান চার্জার্সের হয়ে খেলেছেন ৷ তবে এবার তাঁকে দেখা যাবে কোচের ভূমিকায়৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022: আইপিএলে এবার কোচের ভূমিকায়, তার আগেই ‘পুষ্পা’ স্টাইলে হাজির স্টেইন, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement