#হায়দরাবাদ: আইপিএল ২০২২ (IPL 2022) -র ১৫ তম মরশুমের জন্য সব ক্রিকেট দলই নিজেদের প্রস্তুতি ক্যাম্প শুরু করে দিয়েছে৷ সমস্ত ফ্রাঞ্চাইজিই নিজেদের প্লেয়ারদের নিয়ে ক্যাম্প চালানোর পাশাপাশি শ্যুটিংও করছে৷ অনেকেই নিজেদের প্লেয়ারদের সঙ্গে বিজ্ঞাপন শ্যুট করছেন৷ সানরাইজার্স হায়দরাবাদের নিজেদের বোলিং কোচ দক্ষিণ আফ্রিকার তারকা জোরে বোলার ডেল স্টেইন (Dale Steyn) ভারতে এসে গেছেন৷ সানরাইজার্স হায়দরাবাদের অ্যাড শ্যুটিংয়ের সময়ে দারুণ মস্তি করেন৷ এই সময়ে তিনিও ভাসেন পুষ্পা (Pushpa) ট্রেন্ডে৷ আল্লু অর্জুনের অভিনীত পুষ্পা (Pushpa) এখন সব দেশ কালের গণ্ডি ছাড়িয়েছে৷ সানরাইজার্সের কোচ করে ফেললেন পুষ্পার ফেমাস স্টেপ৷ সানরাইজার্স হায়দরাবাদের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেল থেকে এই ভাইরাল ভিডিও (Viral Video) পোস্টও করেছেন৷
ভিডিওতে ডেল স্টেইন (Dale Steyn) ছাড়া অন্য ক্রিকেটারদেরও দেখা যাচ্ছে৷ ফটোশ্যুটের সময় বিভিন্ন ক্রিকেটাররাই বিভিন্ন ডান্স মুভ করেন৷ কেন উইলিয়ামসনের অধিনায়কত্বে সানরাইজার্স হায়দরাবাদের দল এবার তরুণদের ওপর আস্থা রাখেন৷ এই ভিডিওতে নাচ করতে দেখা গেছে অভিষেক শর্মা, উমরান মলিক. আব্দুল সমদ, টি নটরাজন, জগদীশ সূচিতের মতো ক্রিকেটাররা রয়েছেন৷
আরও পড়ুন - China Plane Crash: গন্তব্যে পৌঁছনোর আগেই ১৩৩ যাত্রী সহ ভেঙে পড়ল বোয়িং ৭৩৭, লেটেস্ট আপডেট
দেখে নিন ডেল স্টেইনদের(Dale Steyn) পুষ্পা (Pushpa) নাচের ভাইরাল ভিডিও (Viral Video)
.@StayWrogn looking for models? #TATAIPL #OrangeArmy #ReadyToRise pic.twitter.com/p9jRTlwreP
— SunRisers Hyderabad (@SunRisers) March 19, 2022
সানরাইজার্সের জন্য আইপিএলের (IPL 2022) গত মরশুম বেশ খারাপ গেছে৷ ৮ দলের মধ্যে সানরাইজার্স হায়দরাবাদ শেষ দল হয়েছিল৷ আইপিএল খেতাবের একবারের বিজয়ী সানরাইজার্স হায়দরাবাদের বিস্ফোরক ওপেনার ডেভিড ওয়ার্নারকে নিয়ে গত মরশুমে গণ্ডগোলও হয়েছিল৷ ডেভি়ড ওয়ার্নারকে অনেক ম্যাচেই প্লেয়িং ইলেভেনে রাখা হয়নি৷ গত মরশুমের খারাপর পারফরম্যান্সের পর কোচ সাইমন ক্যাটিচ এবং ডেভিড ওয়ার্নারকেও দলে রাখেনি হায়দরাবাদ৷
সানরাইজার্স হায়দরাবাদের দল আইপিএলের ১৫ তম মরশুমে অভিযান শুরু করবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে৷ ২৯ মার্চ তাদের প্রথম ম্যাচ খেলা হবে৷ সন্ধ্যা সাড়ে সাতটায় এই খেলা হবে৷ ডেল স্টেইন ক্রিকেটার হিসেবে আইপিএলে নিজের পারফরম্যান্সের ছাপ রেখেছেন৷ তিনি ৯৫ ম্যাচে ৯৭ উইকেট নিয়েছেন তিনি৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সানরাইজার্স হায়দরাবাদ, ডেকান চার্জার্সের হয়ে খেলেছেন ৷ তবে এবার তাঁকে দেখা যাবে কোচের ভূমিকায়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2022, Pushpa, Viral Video