#নয়াদিল্লি: চিনে এক বিশাল বড় প্লেন অ্যাক্সিডেন্টের খবর সামনে এসেছে৷ চিনে বোয়িং ৭৩৭ এয়ারক্রাফট ভেঙে পড়েছে (China Plane Crash) ৷ অ্যাক্সিডেন্টের সময় সেই বোয়িং ৭৩৭ -এ মোট ১৩৩ জন যাত্রী ছিলেন৷ চিনের সংবাদমাধ্যমের খবর অনুযায়ি এই দুর্ঘটনা দক্ষিণ চিন সাগরে হয়েছে৷ অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা গিয়েছে বা কতজন আহত হয়েছ তা নিয়ে কোনও তথ্য সামনে আসেনি৷
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ি চায়না ইস্টার্ন ফ্লাইট MU5735 বিমানবন্দরের কর্মচারীরা হবালা দিতে গিয়ে সোমবার দুপুরে ১টা-র সময় কুনমিংগ শহর থেকে বিমান উড়ান শুরুর পর গুয়াংঝাউতে নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে পারেনি৷ সেখানে উদ্ধারকারী দল পৌঁছে যায়৷
#BREAKING: On footage from social networks - presumably crashed in southern #China Boeing 737. There were 133 people on board, according to Chinese television. pic.twitter.com/uE2gmfA8dh
— Newsistaan (@newsistaan) March 21, 2022
চিনা সংবাদমাধ্যম অনুযায়ি MU 5735 প্লেম দক্ষিণ পশ্চিম চিনের ইউনান প্রদেশের Kunming শহরের Changshui এয়ারপোর্ট থেকে উড়ান শুরু করে৷ স্থানীয় সময় ৩টা অবধি Guangdong প্রান্ত থেকে Guangzhou পৌঁছনোর ছিল৷ কিন্তু এর আগে এই অ্যাক্সিডেন্ট হয়ে যায়৷ যেখানে এই অ্যাক্সিডেন্ট হয় সেখানে খারাপ ভাবে আগুন লেগে যায়৷
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে যা খবর হচ্ছে তাতে মৃত্যুর সংখ্যা প্রচুর হয়েছে৷ বলার যে বোয়িং ৭৩৭ মডেলের বিমান এর আগেও এরকম দুর্ঘটনার মুখোমুখি হয়েছে৷
যা বিমান অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে তা মাত্র সাড়ে ছ বছরের পুরনো বিমান৷ জুনের ২০১৫ তে এয়ারলাইন্স এই বিমানটি নিয়েছে৷ MU 5735 তে মোট ১৬২ টি সিট ছিল৷ তারমধ্যে ১২ টি বিজনেস ক্লাস ও ১৫০ টি ইকনমি ক্লাসের সিট রয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: China, Plane, Plane Crash