Viral Video: হার্দিক পান্ডিয়ার মাথায় সজোরে লাগল বাউন্সার, গ্যালারিতে স্ত্রী যা করলেন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
দেখে নিন হার্দিক পান্ডিয়ার মাথায় চোট লাগার সময় কীরকমভাবে আতঙ্কিত হয়ে পড়েছিলেন তাঁর স্ত্রী, দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷
#মুম্বই: আইপিএল ২০২২ -এ (IPL 2022) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গুজরাত টাইটান্স (GT) অধিনায়ক হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দিনটা মোটেই ভাল গেল না৷ একে তো দলের হার অন্যদিকে হেলমেটে বলের সজোরে আঘাতে কেঁপে উঠলেন৷ হতে পারত বড় বিপত্তিও, একদম একচুলের জন্য বড়সড় বিপদ এড়ালেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)৷ উমরান মালিকের এক বাউন্সার সরাসরি পান্ডিয়ার হেলমেটে লাগে৷ এই দৃশ্য দেখে তাঁর স্ত্রী (Hardik Pandya Wife) নাতাশা স্ট্যানকোভিচ একেবারে স্তম্ভিত হয়ে পড়েন৷ নাতাশা এদিন স্বামীর ম্যাচের সময় স্ট্যান্ডে হাজির ছিলেন৷ আসলে উমরান মালিকের একটি বাউন্সার সরাসরি হার্দিক পান্ডিয়াক হেলমেটে লাগে৷ প্রবল দ্রুতগতিতে আসা বলে পান্ডিয়া পুরো নড়ে যান৷ স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন তাঁর স্ত্রী৷
এরপরেই ড্রেসিং রুম থেকে দ্রুত ফিজিও মাঠে আসেন৷ এরপর হার্দিক পান্ডিয়া তাঁকে ফেরত পাঠিয়ে দেন৷ পুরো ঘটনায় নাতাশা স্ট্যানকোভিচের আতঙ্ক কাটতে সময় নেয়৷ এর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়৷ এর কয়েক মিনিট বাদে হার্দিক পান্ডিয়া ঠিক হয়ে যাওয়ার ইশারা দেন তারপর ফের ব্যাটিং শুরু করে দেন৷
advertisement
advertisement
দেখে নিন হার্দিক পান্ডিয়ার মাথায় চোট লাগার সময় কীরকমভাবে আতঙ্কিত হয়ে পড়েছিলেন তাঁর স্ত্রী, দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷
#UmranMalik bouncer hits #HardikPandya on helmet!#IPL2022 #SRHvsGT pic.twitter.com/ySafNpLPAi
— Raj (@Raj93465898) April 11, 2022
গুজরাতের বিরুদ্ধে উমরান লাগাতার ১৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টার বেশি গতিতে বল করছিলেন৷ ম্যাচের কথা উঠলে প্রথমে ব্যাট করে গুজরাত সানরাইজার্সকে ৬ উইকেটে ১৬৩ রানের লক্ষ্য দেয়৷ যা কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ ২ উইকেট খুইয়ে এবং ৫ বল বাকি থাকতেই পেয়ে যায়৷
advertisement
আরও পড়ুন - IPL 2022: পাড়ার মোড়ে বাবার ছোট্ট সেলুন, পাঁচ ভাইবোনের সংসারে বড় ভাই, চেনেন কি এই গেমচেঞ্জারকে
গুজরাতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৪২ বলে ৫০ রানের ইনিংস খেলেন৷ অন্যদিকে অভিনব মনোহর ২১ বলে ৩৫ রান করে৷ সেখানে হায়দরাবাদের উইলিয়ামসন ৪৬ বলে ৫৭ রান করেন৷ নিকোলাস পুরান ১৮ বলে ৩৪ রান করতে হয়৷ অভিষেক শর্মা ৩২ বলে ৪২ রান করেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 12, 2022 2:20 PM IST