Viral Video: হার্দিক পান্ডিয়ার মাথায় সজোরে লাগল বাউন্সার, গ্যালারিতে স্ত্রী যা করলেন

Last Updated:

দেখে নিন হার্দিক পান্ডিয়ার মাথায় চোট লাগার সময় কীরকমভাবে আতঙ্কিত হয়ে পড়েছিলেন তাঁর স্ত্রী, দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷

IPL 2022: Umran Malik bouncer hit on Hardik Pandya helmet -Photo Courtesy- Twitter
IPL 2022: Umran Malik bouncer hit on Hardik Pandya helmet -Photo Courtesy- Twitter
#মুম্বই:  আইপিএল ২০২২ -এ (IPL 2022) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গুজরাত টাইটান্স (GT) অধিনায়ক হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দিনটা মোটেই ভাল গেল না৷ একে তো দলের হার অন্যদিকে হেলমেটে বলের সজোরে আঘাতে কেঁপে উঠলেন৷ হতে পারত বড় বিপত্তিও, একদম একচুলের জন্য বড়সড় বিপদ এড়ালেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)৷ উমরান মালিকের এক বাউন্সার সরাসরি পান্ডিয়ার হেলমেটে লাগে৷ এই দৃশ্য দেখে তাঁর স্ত্রী (Hardik Pandya Wife) নাতাশা স্ট্যানকোভিচ একেবারে স্তম্ভিত হয়ে পড়েন৷ নাতাশা এদিন স্বামীর ম্যাচের সময় স্ট্যান্ডে হাজির ছিলেন৷ আসলে উমরান মালিকের একটি বাউন্সার সরাসরি হার্দিক পান্ডিয়াক হেলমেটে লাগে৷ প্রবল দ্রুতগতিতে আসা বলে  পান্ডিয়া পুরো নড়ে যান৷ স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন তাঁর স্ত্রী৷
এরপরেই ড্রেসিং রুম থেকে দ্রুত ফিজিও মাঠে আসেন৷ এরপর হার্দিক পান্ডিয়া তাঁকে ফেরত পাঠিয়ে দেন৷ পুরো ঘটনায় নাতাশা স্ট্যানকোভিচের আতঙ্ক কাটতে সময় নেয়৷ এর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়৷ এর কয়েক মিনিট বাদে হার্দিক পান্ডিয়া ঠিক হয়ে যাওয়ার ইশারা দেন তারপর ফের ব্যাটিং শুরু করে দেন৷
advertisement
advertisement
দেখে নিন হার্দিক পান্ডিয়ার মাথায় চোট লাগার সময় কীরকমভাবে আতঙ্কিত হয়ে পড়েছিলেন তাঁর স্ত্রী, দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷
গুজরাতের বিরুদ্ধে উমরান লাগাতার ১৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টার বেশি গতিতে বল করছিলেন৷ ম্যাচের কথা উঠলে প্রথমে ব্যাট করে গুজরাত সানরাইজার্সকে ৬ উইকেটে ১৬৩ রানের লক্ষ্য দেয়৷ যা কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ ২ উইকেট খুইয়ে এবং ৫ বল বাকি থাকতেই পেয়ে যায়৷
advertisement
গুজরাতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৪২ বলে ৫০ রানের ইনিংস খেলেন৷ অন্যদিকে অভিনব মনোহর ২১ বলে ৩৫ রান করে৷ সেখানে হায়দরাবাদের উইলিয়ামসন ৪৬ বলে ৫৭ রান করেন৷ নিকোলাস পুরান ১৮ বলে ৩৪ রান করতে হয়৷ অভিষেক শর্মা ৩২ বলে ৪২ রান করেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: হার্দিক পান্ডিয়ার মাথায় সজোরে লাগল বাউন্সার, গ্যালারিতে স্ত্রী যা করলেন
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement