Ravi Bishnoi IPL: আইপিএলে এবার সবচেয়ে বেশি উইকেট নিতে চান কুম্বলের ভাবশিষ্য রবি বিষ্ণই
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
IPL 2022 Ravi Bishnoi targets highest wicket taker in IPL. আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নিতে চান কুম্বলের ভাবশিষ্য রবি বিষ্ণই
এই তরুণ প্রতিভাকে নেওয়ার জন্য ২০২০ আই পি এলে নিলামে রীতিমত প্রতিযোগিতা চলেছিল পঞ্জাব এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে। অবশেষে দু কোটি টাকার বিশাল অঙ্কে তাকে দলে নিয়েছিল পঞ্জাব কিংস, শুরুতে তার মূল্য অথবা বেস প্রাইজ ছিল মাত্র কুড়ি লাখ টাকা। পঞ্জাব কিংসের মেন্টর এবং প্রশিক্ষকরা কোনো গাফিলতি করেননি এরকম প্রতিভার বিকাশ ঘটাতে।
advertisement
advertisement
দলে থেকে তিনি ২৩ ম্যাচ খেলে ২৪ উইকেট তোলেন এবং ইকোনমি রেট রাখেন ৬.৯৬। বর্তমানে তিনি জাতীয় দলের নির্বাচকদের নজরেও আছেন। এবার তাকে চার কোটি টাকায় নতুন দল লখনউ। তিনি বলেন, এটি একটি গর্বের মুহূর্ত তার ,পরিবার এবং প্রশিক্ষক সবার কাছেই। বিশ্বের শ্রেষ্ঠ প্লেয়ারদের মধ্যে থেকে তিনি নির্বাচিত হয়েছেন মেগা অকশনের আগেই। তাই জন্য তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন।
advertisement
এমনকি তিনি মনে করেন লখনউতে তার জায়গা পাওয়ার পিছনে কে এল রাহুলের ভূমিকা আছে।রাহুল তার জন্য সুপারিশ করেছে নতুন দলের কাছে। তাই এখন তার মূল লক্ষ্য নতুন দলের হয়ে আই পি এলে বড় অবদান রাখা এবং রাহুলের সম্মান রক্ষা করা।আইপিএল এ তিনি শুধুমাত্র অংশ নিতে নয় ভাল পারফরম্যান্স দিতে চান। নতুন দল তার ওপর ভরসা রেখে তাকে কিনেছে। তাই নিজের সেরাটা দিতে চান তিনি।
advertisement
রবি বিষ্ণই বললেন কিংবদন্তি লেগ স্পিনার অনিল কুম্বলের থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। বর্তমানে কুম্বলে পঞ্জাব দলের কোচ। পঞ্জাবে থাকাকালীন কুম্বলের থেকে তিনি অনেক সমর্থন এবং প্রশিক্ষণ পেয়েছেন। তিনি কৃতজ্ঞ বোধ করছেন তার প্রাক্তন দলের কাছে তাকে প্রথম একাদশে খেলানোর সুযোগ করে দেওয়ার জন্য। একজন তরুণ বোলার হয়ে এত বড় মঞ্চের সম্মুখীন হওয়া, কে এল রাহুল ও কুম্বলের সমর্থন তার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে অনেকটাই।
advertisement
তিনি মনে করছেন টাকা পয়সা প্রয়োজনীয় কিন্তু তার প্রতিভার সঠিক প্রদর্শনের সুযোগ পাওয়া আরো বেশি প্রয়োজনীয় তার কাছে। পাশাপাশি একমাত্র লক্ষ্য চলতি আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়া। ব্যক্তিগত লক্ষ্য সেটাই দেখেছেন রবি বিষ্ণই। অনিল কুম্বলে তার সবচেয়ে বড় মোটিভেশন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 25, 2022 8:34 PM IST