সোশ্যাল মিডিয়ায় কেশব মহারাজ লিখেছেন, 'অসাধারণ সিরিজ খেলে উঠলাম। আমি এই দলকে নিয়ে গর্বিত। আমরা এতদূর এসেছি নিজেদের পরিশ্রমের জন্য। এবার রিচার্জড হয়ে পরবর্তী সিরিজের জন্য প্রস্তুত হওয়ার সময়। জয় শ্রীরাম। কেশব' মহারাজ ভারতীয়। তিনি ভারতীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। (Keshav Maharaj Instagram)