#গোয়া: একটা সময় চলতি আইএসএলে পরপর দুটো ম্যাচ বাতিল হয়েছিল এটিকে মোহনবাগানের। করোনা সংক্রমনের জেরে মানসিকভাবে পিছিয়ে পড়েছিল গতবারের রানার্স-আপ দলটা। হঠাৎ করে সংশয় তৈরি হয়েছিল গোটা শিবিরে। সেই পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। প্রায় ১৭ দিন পর মাঠে নেমে প্রতিযোগিতামূলক নাচ খেলল এটিকে মোহনবাগান, যা মোটেই সহজ নয়। দীর্ঘ বিরতির পর ওড়িশা এফসির বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবল খেলেও ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে এটিকে মোহনবাগানকে।
অসংখ্য সুযোগ তৈরি হলেও গোল করতে পারেনি দলটি। তবে দ্বিতীয়ার্ধে রয় কৃষ্ণর উঠে যাওয়া নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছিল! আশঙ্কা এসেছিল, তবে কি ডার্বিতে অনিশ্চিত রয়? কারণ সাধারণত ৬০ মিনিটের মাথায় রয় কৃষ্ণকে তুলে নেওয়া হয় না। জানা গিয়েছে, কুঁচকির পেশিতে চোট থাকলেও তা খুবই সামান্য। ফলে ডার্বিতে রয় কৃষ্ণর নামা নিয়ে কোনও সন্দেহ নেই।
এদিকে অনুশীলনে নেমে পড়েছেন সন্দেশ ঝিঙ্গানও। করোনা থেকে মুক্ত হয়ে মঙ্গলবার অনুশীলনে নেমে পড়েছেন সন্দেশ। তবে ২৯ জানুয়ারি ডার্বির আগে সন্দেশকে ম্যাচ ফিট করা নিয়ে তোড়জোড় শুরু করেছে এটিকে মোহনবাগানের ফিজিওরা। যা সম্ভাবনা, ডার্বিতে ১৮ জনের দলে থাকবেন সন্দেশ। ক্রোয়েশিয়া থেকে ফিরে এসে মোহনবাগানে যোগ দিয়েছেন দেশের অন্যতম সেরা ডিফেন্ডার। তাকে পেয়ে সবুজ মেরুন ব্রিগেডের শক্তি বাড়বে সন্দেহ নেই।
এদিকে বাকি সব ফুটবলারের আরটি-পিসিআর টেস্ট নেগেটিভ এসেছে। ফলে বলাই যায়, কলকাতা ডার্বির আগে সকল খেলোয়াড়কেই পাবেন কোচ হুয়ান ফেরান্ডো। ডার্বির গুরুত্ব বুঝে ওড়িশা ম্যাচের পর কোনও ছুটি দেননি স্প্যানিশ কোচ। সোমবার থেকেই অনুশীলনে নেমে পড়েছে এটিকে মোহনবাগান। আরও বড় খবর হল, নির্বাসন কাটিয়ে দলে ফিরছেন হুগো বুমু।
এই ফরাসি ফুটবলার মাঠে থাকলে ডিফেন্স চেড়া পাস বাড়াতে পারেন ফরওয়ার্ডদের জন্য। ফলে বলাই যায়, এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কলকাতা ডার্বিতে একেবারে পূর্ণশক্তির দল নিয়ে নামবে এটিকে মোহনবাগান। এদিকে সোমবার রাতে হায়দারাবাদের কাছে চার গোল হজম করতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। যা আবার শঙ্কা বাড়িয়ে দিয়েছে লাল-হলুদ সমর্থকদের মনে।
তবে এটিকে মোহনবাগান কোচ ফেরান্ডো মনে করেন কলকাতা ডার্বি অন্য ম্যাচ। এর সঙ্গে আগের ফলাফলের যোগাযোগ থাকে না। ইস্টবেঙ্গল মরিয়া হয়ে লড়াই করবে। সম্মানের ম্যাচে সমর্থকদের জন্য জিততে চাইবে তারা। তবে নিজের দলের ফুটবলারদের যোগ্যতার ওপর ভরসা রয়েছে মোহনবাগানের স্প্যানিশ কোচের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ATK Mohubagan, ISL 2021-22