IPL 2022: মশার কামড়ে ঘুমনো যেত না, এখন রাত কাটে পাঁচ তারায়, বদলে গেল মাঠের কর্মচারীদের জীবন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
আইপিএল ২০২২ -এ ক্যাডবেরি কোম্পানি গ্রাউন্ড স্টাফকে সম্মানিত করে ফাইভ স্টার হোটেলে থাকার ব্যবস্থা করে৷
#মুম্বই: আইপিএল ২০২২ (IPL 2022) শুধু ক্রিকেটারদের নয় এমনকি গ্রাউন্ডসম্যানদের জীবনও বদলে দিয়েছে৷ এখন শুধু ক্রিকেটাররাই নয় পাঁচতারা হোটেলে থাকেন ময়দানের কর্মচারীরাও৷ মাঠে কাজ করা সাপোর্ট স্টাফরাও এখন লাক্সারি হোটেলের বিলাসে থাকছেন৷ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৫৭ বছরের গ্রাউন্ডসম্যান বসন্ত মোহিতের জীবন আইপিএল ১৫ মরশুমে পুরো বদলে গেল৷ মোহিতের কাছে সমুদ্রের ধারে লাক্সারি হোটেলে থাকার স্বপ্ন এখন সত্যি৷
আইপিএল ২০২২ -এ ক্যাডবেরি কোম্পানি গ্রাউন্ড স্টাফকে সম্মানিত করে ফাইভ স্টার হোটেলে থাকার ব্যবস্থা করে৷ ইংরাজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ি বসন্ত মোহিতে সেলিব্রিটি ডিজাইনার মাসাবা -র দ্বারা ডিজাইন করা ড্রেস পরছেন৷ এছাড়াও ভাল খাবার মাঠে আসার জন্য বাসের সুবিধা পাচ্ছেন৷ নিজের বদলে যাওয়া জীবনের বিষয়ে মোহিত বলেছেন যে মরশুমের শুরুতে তিনি বেশ ঘাবড়ে ছিলেন৷ তিনি ভাবছিলেন যে ফাইভ স্টার হোটেলে থাকতে হবে, এই বিষয়টা পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না তাঁর৷
advertisement
advertisement
মোহিত আরও জানেয়ছেন. ‘‘একদিন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (MCA) আমাদের জানিয়েছিল ক্যাডবেরি এই মরশুমে আমাদের ঘরের ব্যবস্থা করবে৷ ওরা আমাদের আইপিএলের আগামী ’ মাসের জন্য খাবার ও জামাকাপড় দেবেন৷’’ বসন্ত আরও বলেছেন সমুদ্রের ধারে সিংহাসনে বসে আছি বলে মনে হচ্ছে৷ এটা যেন একটা ম্যাজিক৷
advertisement
ঘরে মশার উৎপাতে ঘুম আসে না...
বসন্ত আরও বলেছেন যে আগে পরিস্থিতি অন্যরকম ছিল৷ মুশকিলে ভরা পরিস্থিতি ছিল৷ তিনি বলেছেন যে আগে ম্যাচ অনেক সময়েই দেরিতে শেষ হত৷ ওঁদের শিফট ম্যাচের পরেও চতে থাকে৷ ফলে অনেক সময়েই তাঁরা আর বাড়ি ফিরতে পারতেন না৷ এরজন্যে স্টেডিয়ামের একটি ছোট ঘরেই রাত কাটাতে হত৷ সেখানে মশার কামড়ে ঘুম আসত না৷ ‘‘মশার কামড়ে অসহ্য লাগত৷ ম্যাচের পর আমাদের কোথাও যাওয়ার থাকত না, কারণ ট্রেন পরিষেবা বন্ধ থাকে৷ আমাদের মাটিতে শুতে হত৷ আর যদি ম্যাচ না থাকে তাহলে আমাদের মাঠে ৯ টায় স্টেডিয়ামে পৌঁছতে হত৷ ফের সন্ধ্যা ৬ টায় ছুটি হয়৷ ম্যাচের দিন তাড়াতাড়ি আসতে হয়, কাজ করতে হয়৷ এরজন্য এমসিএ দ্বিগুণ টাকা দেয়৷’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 06, 2022 1:54 PM IST