IPL 2022: আইপিএলের এই মরশুমে কোন দলের অধিনায়ক কে, কেকেআরে তো এখনও হয়নি সিদ্ধান্ত

Last Updated:

IPL 2022: আরসিবি (RCB), কেকেআর (KKR) এবং পঞ্জাব কিংস (PK) এখনও কোনও অধিনায়ক নির্বাচন করেনি৷ এবারের আইপিএল মেগা নিলামের (IPL 2022 Mega Auction) মঞ্চ থেকে তাঁরা নিজের নিজের দলের অধিনায়ক বেছে নেবে৷

IPL 2022: know who will be captain which team in IPL 2022- Photo-File
IPL 2022: know who will be captain which team in IPL 2022- Photo-File
#কলকাতা: চিরকালীন প্রবাদ অ ক্যাপ্টেন ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ টিম- অর্থাৎ একজন অধিনায়ক তাঁর দলের মতোই ভাল-তবুও একজন সুযোগ্য অধিনায়কের হাতে দল পড়ে তাহলে সেই দল একদম তুফান মাচিয়ে দিতে পারে৷ তার প্রমাণ আইপিএলের (IPL)  মঞ্চে একাধিক দল রেখেছে৷ শেন ওয়ার্ন থেকে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) , কিম্বা রোহিত শর্মা  (Rohit Sharma) তারই জ্বলন্ত নিদর্শন৷ এবারের আইপিএল ২০২২ (IPL 2020) কোন কোন দল কাকে কাকে অধিনায়ক হিসেবে পাবে৷  আরসিবি (RCB), কেকেআর (KKR) এবং পঞ্জাব কিংস (PK) এখনও কোনও অধিনায়ক নির্বাচন করেনি৷ এবারের আইপিএল মেগা নিলামের (IPL 2022 Mega Auction) মঞ্চ থেকে তাঁরা নিজের নিজের দলের অধিনায়ক বেছে নেবে৷
চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অধিনায়ক হবেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)৷ ২০০৮ আইপিএল শুরু হওয়া থেকে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনি৷ অবশ্য ম্যাচ ফিক্সিং সংক্রান্ত বিতর্কে সিএসকে ২ বছর আইপিএল থেকে সাসপেন্ড থাকায় ধোনি তখন পুনে ওয়ারিয়র্সে খেলছেন৷ তবে ফের ২০১৮ তে আইপিএলে ফিরে তিনি চেন্নাইয়ের অধিনায়কত্ব সামলান৷ এদিকে হয়ত এটাই অধিনায়ক হিসেবে আইপিএলে মহেন্দ্র সিং ধোনির শেষ মরশুম হতে পারে৷ ধোনির নেতৃত্বে ২০১০, ২০১১, ২০১৮,২০২১ সিএসকে আইপিএল ট্রফি জিতেছে৷
advertisement
advertisement
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রয়েছেন রোহিত শর্মা৷ তিনি আইপিএলের ইতিহাসের সফলতম অধিনায়ক৷ প্রথম তিনটি মরশুমে তিনি ডেকান চার্জার্সের জার্সিতে খেলতেন৷ কিন্তু সেই দলই এখন নেই৷ ২০১১ মুম্বই ইন্ডিয়ান্স নিলাম থেকে তাঁকে তুলে নেয়৷ তাঁর নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০ তে আইপিএল খেতাব জেতেন তিনি৷
advertisement
দিল্লি ক্যাপিটাল্সের অধিনায়কত্ব তরুণ ঋষভ পন্থের৷ ২০২১ সালে তিনি অধিনায়কত্ব পান৷ এর আগে শ্রেয়স আইয়ারের কাছে অধিনায়কত্বের ব্যাটন ছিল৷ কিন্তু গত মরশুমে আইপিএলের সময়ে করোনা আক্রান্ত হওয়ায় পন্থ অধিনায়ক হন৷ দিল্লি ক্যাপিটাল্সের নেতৃত্ব দিয়ে কোয়ালিফায়ারে পন্থের দল কেকেআরের কাছে হেরেছিল৷
advertisement
আইপিএলে আরও এক নতুন অধিনায়ক হলেন সঞ্জু স্যামসন৷ গত মরশুমেই তিনি দলের অধিনায়কত্ব পেয়েছেন৷
সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব কেন উইলিয়ামসনের ২০১৬ তে একমাত্র আইপিএল খেতাব জিতিয়েছিলেন ডেভিড ওয়ার্নার৷ কিন্তু এরপর বল বিকৃতির কারণে তিনি দুটি মরশুম খেলেননি৷ তার জন্য কেন উইলিয়ামসন অধিনায়ক হন৷ ওয়ার্নার ফিকে আসার পর ফের অধিনায়ক হন৷ কিন্তু গত মরশুমে সানরাইজার্স হায়দরাবাদের খারাপ পারফরম্যান্স চলতে থাকায় কেন উইলিয়ামসন অধিনায়ক হন৷
advertisement
কেএল রাহুল এ মরশুমে নতুন দল লখনউ সুপার জায়ন্টসের অধিনায়ক হয়েছেন৷
আরেক নতুন ফ্রাঞ্চাইজি আহমেদাবাদের অধিনায়ক হার্দিক পান্ডিয়া৷
এদিকে
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022: আইপিএলের এই মরশুমে কোন দলের অধিনায়ক কে, কেকেআরে তো এখনও হয়নি সিদ্ধান্ত
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement