IPL 2022: আইপিএলের এই মরশুমে কোন দলের অধিনায়ক কে, কেকেআরে তো এখনও হয়নি সিদ্ধান্ত
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IPL 2022: আরসিবি (RCB), কেকেআর (KKR) এবং পঞ্জাব কিংস (PK) এখনও কোনও অধিনায়ক নির্বাচন করেনি৷ এবারের আইপিএল মেগা নিলামের (IPL 2022 Mega Auction) মঞ্চ থেকে তাঁরা নিজের নিজের দলের অধিনায়ক বেছে নেবে৷
#কলকাতা: চিরকালীন প্রবাদ অ ক্যাপ্টেন ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ টিম- অর্থাৎ একজন অধিনায়ক তাঁর দলের মতোই ভাল-তবুও একজন সুযোগ্য অধিনায়কের হাতে দল পড়ে তাহলে সেই দল একদম তুফান মাচিয়ে দিতে পারে৷ তার প্রমাণ আইপিএলের (IPL) মঞ্চে একাধিক দল রেখেছে৷ শেন ওয়ার্ন থেকে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) , কিম্বা রোহিত শর্মা (Rohit Sharma) তারই জ্বলন্ত নিদর্শন৷ এবারের আইপিএল ২০২২ (IPL 2020) কোন কোন দল কাকে কাকে অধিনায়ক হিসেবে পাবে৷ আরসিবি (RCB), কেকেআর (KKR) এবং পঞ্জাব কিংস (PK) এখনও কোনও অধিনায়ক নির্বাচন করেনি৷ এবারের আইপিএল মেগা নিলামের (IPL 2022 Mega Auction) মঞ্চ থেকে তাঁরা নিজের নিজের দলের অধিনায়ক বেছে নেবে৷
চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অধিনায়ক হবেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)৷ ২০০৮ আইপিএল শুরু হওয়া থেকে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনি৷ অবশ্য ম্যাচ ফিক্সিং সংক্রান্ত বিতর্কে সিএসকে ২ বছর আইপিএল থেকে সাসপেন্ড থাকায় ধোনি তখন পুনে ওয়ারিয়র্সে খেলছেন৷ তবে ফের ২০১৮ তে আইপিএলে ফিরে তিনি চেন্নাইয়ের অধিনায়কত্ব সামলান৷ এদিকে হয়ত এটাই অধিনায়ক হিসেবে আইপিএলে মহেন্দ্র সিং ধোনির শেষ মরশুম হতে পারে৷ ধোনির নেতৃত্বে ২০১০, ২০১১, ২০১৮,২০২১ সিএসকে আইপিএল ট্রফি জিতেছে৷
advertisement
advertisement
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রয়েছেন রোহিত শর্মা৷ তিনি আইপিএলের ইতিহাসের সফলতম অধিনায়ক৷ প্রথম তিনটি মরশুমে তিনি ডেকান চার্জার্সের জার্সিতে খেলতেন৷ কিন্তু সেই দলই এখন নেই৷ ২০১১ মুম্বই ইন্ডিয়ান্স নিলাম থেকে তাঁকে তুলে নেয়৷ তাঁর নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০ তে আইপিএল খেতাব জেতেন তিনি৷
advertisement
দিল্লি ক্যাপিটাল্সের অধিনায়কত্ব তরুণ ঋষভ পন্থের৷ ২০২১ সালে তিনি অধিনায়কত্ব পান৷ এর আগে শ্রেয়স আইয়ারের কাছে অধিনায়কত্বের ব্যাটন ছিল৷ কিন্তু গত মরশুমে আইপিএলের সময়ে করোনা আক্রান্ত হওয়ায় পন্থ অধিনায়ক হন৷ দিল্লি ক্যাপিটাল্সের নেতৃত্ব দিয়ে কোয়ালিফায়ারে পন্থের দল কেকেআরের কাছে হেরেছিল৷
আরও পড়ুন - Viral Video: পুষ্পার গান ও আন্তাভা-র তালে নতুন বউয়ের উদ্দাম নাচ, বরমালা দিতে নিয়ে যেতে হল বরকে
advertisement
আইপিএলে আরও এক নতুন অধিনায়ক হলেন সঞ্জু স্যামসন৷ গত মরশুমেই তিনি দলের অধিনায়কত্ব পেয়েছেন৷
সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব কেন উইলিয়ামসনের ২০১৬ তে একমাত্র আইপিএল খেতাব জিতিয়েছিলেন ডেভিড ওয়ার্নার৷ কিন্তু এরপর বল বিকৃতির কারণে তিনি দুটি মরশুম খেলেননি৷ তার জন্য কেন উইলিয়ামসন অধিনায়ক হন৷ ওয়ার্নার ফিকে আসার পর ফের অধিনায়ক হন৷ কিন্তু গত মরশুমে সানরাইজার্স হায়দরাবাদের খারাপ পারফরম্যান্স চলতে থাকায় কেন উইলিয়ামসন অধিনায়ক হন৷
advertisement
কেএল রাহুল এ মরশুমে নতুন দল লখনউ সুপার জায়ন্টসের অধিনায়ক হয়েছেন৷
আরেক নতুন ফ্রাঞ্চাইজি আহমেদাবাদের অধিনায়ক হার্দিক পান্ডিয়া৷
এদিকে
Location :
First Published :
February 07, 2022 9:01 PM IST