Job Vacancy: IOCL মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ

Last Updated:

Job Vacancy: IOCL Recruitment 2022: প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১৩৭টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

Job Vacancy: iocl recruitment 2022: applications invited for 137 assistant posts check vacancy details
Job Vacancy: iocl recruitment 2022: applications invited for 137 assistant posts check vacancy details
#নয়াদিল্লি: সম্প্রতি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের (Indian Oil Corporation Ltd.) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে নন একজিকিউটিভ পদে নিয়োগের (Job Vacancy) জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে https://iocl.com/latest-job-opening খোঁজ নিতে পারেন।
IOCL Recruitment 2022: গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইন আবেদন শুরু- জানুয়ারি ২০২২ থেকে
অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি, ২০২২
advertisement
IOCL নন-একজিকিউটিভ অ্যাডমিট কার্ড ১৭ মার্চ, ২০২২-এর মধ্যে বের হয়ে যাবে
IOCL নন একজিকিউটিভ পরীক্ষা ২৭ মার্চ, ২০২২-এ অনুষ্ঠিত হবে
IOCL নন একজিকিউটিভ SPPT ১ এপ্রিল, ২০২২-এ বের হবে
advertisement
এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
IOCL Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১৩৭টি শূন্যপদ (Job Vacancy) রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (Indian Oil Corporation Ltd.)
পদের নামনন একজিকিউটিভ
শূন্যপদের সংখ্যা ১৩৭
কাজের স্থানভারত
কাজের ধরনকিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতিকিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরুজানুয়ারি, ২০২২
শিক্ষাগত যোগ্যতা নির্দিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা ডিগ্রি
বেতনক্রমকিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতিঅনলাইন
advertisement
IOCL Recruitment 2022: আবেদন পদ্ধতি
প্রার্থীদের IOCL নন-একজিকিউটিভ রিক্রুটমেন্ট ওয়েবসাইট - plapps.indianoil.in-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে
হোমপেজে, "Register Now"বোতামে ক্লিক করে প্রয়োজনীয় বিবরণ পূরণ করতে হবে
advertisement
প্রার্থীদের তাদের নিজস্ব পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং আবেদন পূরণের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশাবলী পড়তে হবে
শংসাপত্র দ্বারা লগইন করে আবেদন জমা দেওয়ার দ্বিতীয় ধাপটি পূরণ করতে হবে
প্রদত্ত স্পেসিফিকেশন অনুযায়ী প্রার্থীদের ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে
চূড়ান্ত ফর্মটি জমা দেওয়ার আগে সম্পূর্ণ আবেদনপত্রের পূর্বরূপ দেখতে এবং যাচাই করতে ‘Preview Tab’-এ ক্লিক করতে হবে
advertisement
'ফাইনাল সাবমিশন'-এ ক্লিক করার পূর্বে ফটোগ্রাফ, আপলোড করা স্বাক্ষর এবং পূরণ করা অন্যান্য বিবরণন সঠিক আছে কিনা তা যাচাই করে সাবমিট করতে হবে
IOCL Recruitment 2022: আবেদনের যোগ্যতা
নির্দিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Vacancy: IOCL মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement