IPL 2022: প্রথম একাদশে দুই দলেই রয়েছে ব্যালান্স, মুম্বই বনাম দিল্লি ম্যাচে মাঠে হাজির সচিন

Last Updated:

আইপিএলের (IPL-2022) ইতিহাসে দ্বিতীয় ম্যাচে রবিবার এই দুই দলের লড়াই৷ আইপিএলে এই দুই দল ৩০ বার মুখোমুখি হয়েছে৷ মুম্বই জিতেছে ১৬ বার আর দিল্লি জিতেছে ১৪ বার৷

MI vs DC, Sachin Tendulkar is with Mumbai Idians team- Photo Courtesy- Sachin Tendulkar/Twitter
MI vs DC, Sachin Tendulkar is with Mumbai Idians team- Photo Courtesy- Sachin Tendulkar/Twitter
#মুম্বই:  রবিবার মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে নিজেদের আইপিএল ২০২২ (IPL-2022) অভিযান শুরু করল মুম্বই ইন্ডিয়ান্স ৷ প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটাল্স৷ দিল্লি ক্যাপিটাল্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স  (DC v MI)  ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটাল্সের অধিনায়ক ঋষভ পন্থ৷
আইপিএলের রবিবাসরীয় টসে মুখোমুখি হন অভিজ্ঞতম অধিনায়ক রোহিত শর্মা ও তরুণ ঋষভ পন্থ৷
advertisement
advertisement
এদিনও মুম্বইতে দিল্লি বনাম মুম্বই  (DC v MI)  ম্যাচের সময় আকাশ পরিষ্কার থাকবে৷ ফলে মাঠে হাজির দর্শক থেকে টিভির দর্শক সকলেই আনন্দ নিতে পারবেন ম্যাচের৷ গত মরশুমে প্লে অফের টিকিট পায়নি আইপিএল ইতিহাসের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স৷ তাই এবার ফের একবার সব দিয়ে ঝাঁপাচ্ছে মুম্বই৷ অন্যদিকে তারুণ্যে ভরা অধিনায়ককে নিয়ে দূরের স্বপ্ন দেখে মাঠে নেমেছ দিল্লি ক্যাপিটাল্স৷
advertisement
এদিন মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে টিম বাসে ছবি শেয়ার করেন সচিন তেন্ডুলকর৷
advertisement
দেখে নিন মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ
ইশান কিষাণ (I Kishan) (উইকেটকিপার), রোহিত শর্মা (R Sharma) (অধিনায়ক), এ সিং (A Singh),  টি ভর্মা (T Varma),  টি ডেভিড (T David), কে পোলার্ড (K Pollard), ডি স্যামস (D Sams) , এম অশ্বিন (M Ashwin), জে বুমরাহ  (J Bumrah), টি মিলস (T Mills),  বি থাম্পি (B Thampi)
advertisement
দেখে নিন দিল্লি ক্যাপিটাল্সের প্রথম একাদশ
পৃথ্বী শ (P Shaw), টি সেইফার্ট (T Seifert), এম সিং (M Singh), ঋষভ পন্থ ( R Pant)  (অধিনায়ক/উইকেটরক্ষক), আর পাওয়েল (R Powell), এল যাদব (L Yadav), অকসর প্যাটেল (A Patel), শার্দুল ঠাকুর (S Thakur),  কে নাগারকোটি (K Nagarkoti),  কে যাদব (K Yadav), খলিল আহমেদ (K Ahmed)
advertisement
আইপিএলের (IPL-2022)  ইতিহাসে দ্বিতীয় ম্যাচে রবিবার এই দুই দলের লড়াই৷ আইপিএলে এই দুই দল ৩০ বার মুখোমুখি হয়েছে৷ মুম্বই জিতেছে ১৬ বার আর দিল্লি জিতেছে ১৪ বার৷
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022: প্রথম একাদশে দুই দলেই রয়েছে ব্যালান্স, মুম্বই বনাম দিল্লি ম্যাচে মাঠে হাজির সচিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement