IPL 2022: কেকেআর বনাম এলএসজি ম্যাচে Dream Eleven দল কেমন হতে পারে

Last Updated:

কেকেআরের মরণ বাঁচন লড়াই৷ তার আগে এই হাইপ্রোফাইল টক্করের জন্য ড্রিম ইলেভেন দল সাজাবেন কী করে?

 KKR vs LSG: dream 11
KKR vs LSG: dream 11
#মুম্বই: আইপিএল ২০২২ এ আজ রাতে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ন্টস ম্যাচ৷ দুই দলের মধ্যে বাইশ গজের এই লড়াই হবে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে৷ প্লে অফে জায়গা পাওয়ার জন্য কেকেআরের মরণ বাঁচন লড়াই৷  তার আগে এই হাইপ্রোফাইল টক্করের জন্য ড্রিম ইলেভেন দল সাজাবেন কী করে?
KKR vs LSG (কেকেআর বনাম এলএসজি) Dream 11 Prediction (ড্রিম ইলেভেন ১১)
অধিনায়ক - কেএল রাহুল (১৩ ম্যাচে ৪৬৯ রান)
advertisement
সহ অধিনায়ক- আন্দ্রে রাসেল (১৩ ম্যাচ ৩৩০ রান, ১৭ উইকেট)
উইকেটকিপার - কুইন্টন ডি কক
ক্রিকেটার- দীপক হুডা, নীতিশ রাণা, শ্রেয়স আইয়ার
অলরাউন্ডার - মার্কস স্টোয়ানিস, ক্রুণাল পান্ডিয়া
advertisement
বোলার- টিম সাউদি, উমেশ যাদব, আবেশ খান
দুই দলের মধ্যের এই ম্যাচে কেকেআরকে যেমন বড় ব্যবধানে জিততে হবে, ঠিক তেমনিই  রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটাল্সকে নিজের নিজের ম্যাচ হারতে হবে৷
advertisement
দ্বিতীয় দিকে লখনউ সুপার জায়ন্টসের প্লে অফের জায়গা পাকা৷ এই ম্যাচে কেকেআরকে হারিয়ে ২ পয়েন্ট পেতে চায়৷ শ্রেয়স আইয়ারের দলের জন্য এটা শেষ সুযোগ৷  এই অবস্থায় কেকেআর দল প্লেঅফে কোয়ালিফাই করার জন্য পুরো শক্তি দিতে হবে৷  নাইট ফ্যানদের জন্য মেগা ম্যাচের আগে জেনে নিন পিচ রিপোর্ট, ওয়েদার রিপোর্ট, দুই দলের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন৷
advertisement
কেকেআরের প্লে অফের যোগ্যতা অর্জন করার সম্ভবনা প্রায় নেই৷ শ্রেয়স আইয়ার ১৫ তম মরশুমে এখনও অবধি ১৩ ম্যাচ খেলেছে৷ যেখানে ৬ টি ম্যাচ জিতেছে৷ ৭ টি ম্যাচে হেরেছে৷ ১২ পয়েন্টের সঙ্গে তারা ছ নম্বর স্থানে রয়েছে৷ প্লে অফে কেকেআরকে লখনউকে ভারী ব্যবধ্যানে হারাতে হবে৷ এছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ক্যাপিটাল্সকে নিজের নিজের ম্যাচ হারতে হবে৷ তখন কেকেআর প্লে অফে তাদের চান্স বাকি থাকবে৷
advertisement
ওয়েদার ডট কম অনুযায়ি ১৮ মে দিনে মুম্বইয়ের তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে৷ রাতে এই তাপমাত্রা খানিকটা নেমে যাবে৷  তা প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াস হয়৷ দিনে আকাশে মেঘ ঢাকা থাকবে৷ কিন্তু রাতে আকাশ পরিষ্কার থাকবে৷ বৃষ্টির পূর্বাভাস অনুযায়ি মাত্র ৫ শতাংশ৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৬৪ শতাংশ৷ রাতে তা আরও বেড়ে অস্বস্তিজনক ৮০ শতাংশ৷
advertisement
মুম্বইয়ের  ডিওয়াই পাতিল স্টেডিয়ামে পিচে ব্যাটসম্যান ও বোলার দুপক্ষই নিজেদের ফায়দা তুলতে পারবেন৷ এই ময়দানে হামেশাই আইপিএল ম্যাচ খেলা হয়৷ এই মাঠে আইপিএলে তাও ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়৷ প্রথম ব্যাটিং করা ১৬০-১৭০ স্কোর হচ্ছে৷ তাই এটাকেই ভাল স্কোর ধরা হচ্ছে৷
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022: কেকেআর বনাম এলএসজি ম্যাচে Dream Eleven দল কেমন হতে পারে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement