IPL 2022: কেকেআর বনাম এলএসজি ম্যাচে Dream Eleven দল কেমন হতে পারে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
কেকেআরের মরণ বাঁচন লড়াই৷ তার আগে এই হাইপ্রোফাইল টক্করের জন্য ড্রিম ইলেভেন দল সাজাবেন কী করে?
#মুম্বই: আইপিএল ২০২২ এ আজ রাতে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ন্টস ম্যাচ৷ দুই দলের মধ্যে বাইশ গজের এই লড়াই হবে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে৷ প্লে অফে জায়গা পাওয়ার জন্য কেকেআরের মরণ বাঁচন লড়াই৷ তার আগে এই হাইপ্রোফাইল টক্করের জন্য ড্রিম ইলেভেন দল সাজাবেন কী করে?
KKR vs LSG (কেকেআর বনাম এলএসজি) Dream 11 Prediction (ড্রিম ইলেভেন ১১)
অধিনায়ক - কেএল রাহুল (১৩ ম্যাচে ৪৬৯ রান)
advertisement
সহ অধিনায়ক- আন্দ্রে রাসেল (১৩ ম্যাচ ৩৩০ রান, ১৭ উইকেট)
উইকেটকিপার - কুইন্টন ডি কক
ক্রিকেটার- দীপক হুডা, নীতিশ রাণা, শ্রেয়স আইয়ার
অলরাউন্ডার - মার্কস স্টোয়ানিস, ক্রুণাল পান্ডিয়া
advertisement
বোলার- টিম সাউদি, উমেশ যাদব, আবেশ খান
দুই দলের মধ্যের এই ম্যাচে কেকেআরকে যেমন বড় ব্যবধানে জিততে হবে, ঠিক তেমনিই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটাল্সকে নিজের নিজের ম্যাচ হারতে হবে৷
advertisement
দ্বিতীয় দিকে লখনউ সুপার জায়ন্টসের প্লে অফের জায়গা পাকা৷ এই ম্যাচে কেকেআরকে হারিয়ে ২ পয়েন্ট পেতে চায়৷ শ্রেয়স আইয়ারের দলের জন্য এটা শেষ সুযোগ৷ এই অবস্থায় কেকেআর দল প্লেঅফে কোয়ালিফাই করার জন্য পুরো শক্তি দিতে হবে৷ নাইট ফ্যানদের জন্য মেগা ম্যাচের আগে জেনে নিন পিচ রিপোর্ট, ওয়েদার রিপোর্ট, দুই দলের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন৷
advertisement
কেকেআরের প্লে অফের যোগ্যতা অর্জন করার সম্ভবনা প্রায় নেই৷ শ্রেয়স আইয়ার ১৫ তম মরশুমে এখনও অবধি ১৩ ম্যাচ খেলেছে৷ যেখানে ৬ টি ম্যাচ জিতেছে৷ ৭ টি ম্যাচে হেরেছে৷ ১২ পয়েন্টের সঙ্গে তারা ছ নম্বর স্থানে রয়েছে৷ প্লে অফে কেকেআরকে লখনউকে ভারী ব্যবধ্যানে হারাতে হবে৷ এছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ক্যাপিটাল্সকে নিজের নিজের ম্যাচ হারতে হবে৷ তখন কেকেআর প্লে অফে তাদের চান্স বাকি থাকবে৷
advertisement
ওয়েদার ডট কম অনুযায়ি ১৮ মে দিনে মুম্বইয়ের তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে৷ রাতে এই তাপমাত্রা খানিকটা নেমে যাবে৷ তা প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াস হয়৷ দিনে আকাশে মেঘ ঢাকা থাকবে৷ কিন্তু রাতে আকাশ পরিষ্কার থাকবে৷ বৃষ্টির পূর্বাভাস অনুযায়ি মাত্র ৫ শতাংশ৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৬৪ শতাংশ৷ রাতে তা আরও বেড়ে অস্বস্তিজনক ৮০ শতাংশ৷
advertisement
মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে পিচে ব্যাটসম্যান ও বোলার দুপক্ষই নিজেদের ফায়দা তুলতে পারবেন৷ এই ময়দানে হামেশাই আইপিএল ম্যাচ খেলা হয়৷ এই মাঠে আইপিএলে তাও ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়৷ প্রথম ব্যাটিং করা ১৬০-১৭০ স্কোর হচ্ছে৷ তাই এটাকেই ভাল স্কোর ধরা হচ্ছে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 18, 2022 3:22 PM IST