#বেঙ্গালুরু: মাত্র ২১ বছরের টেলিভিশন অভিনেত্রীর মৃত্যু৷ মৃতার নাম চেতনা রাজ৷অস্ত্রোপচারের সময় তাঁর মৃত্যু হয়৷ পরিবার চিকিৎসকের গাফিলতির অভিযোগ তুলেছে৷ সোমবার মেয়ের মৃত্যুর খবর পেয়ে পরিবার হাসপাতালে দৌড়ে যায়৷ সেখানেই মেয়ের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন চেতনার মা৷ কিন্তু কেন এভাবে মেদ ঝরানোর অপারেশন করতে গিয়ে মৃত্যু হওয়া কিন্তু হঠাৎ নয়৷ এভাবে দ্রুত মেদ ঝরানোর প্রক্রিয়ার সঙ্গে একটা নির্দিষ্ট পরিমাণের রিস্ক থাকে৷
ওজন কমানোর জন্য লাইপোসাকশন (Liposuction) সার্জারি শরীরের বিভিন্ন জায়গায় জমা হওয়া অতিরিক্ত মেদ বার করে দেওয়া হয়৷ এটা এক্সাসারসাইজ ও ডায়েটিং করে যা কমে না৷ ১৮ থেকে ৬৫ বছর অবধি মানুষ এই কাজ করাতে পারেন৷ হিন্দুস্তান টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে গুরগ্রামের ফর্টিস হাসপাতালের বিশেষজ্ঞ জানিয়েছেন মানুষ এখন শরীরে সামাণ্যতম ফ্যাট জমাও সহ্য করতে পারেন না৷ কিছু মানুষ এই স্থূলতার সঙ্গে লড়াই করার জন্য যা করেন তা একদম সঠিক নয়৷ লাইপোসকাশন একটা জটিল সার্জারি৷ এতে রিস্ক প্রচুর৷ চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হবে৷ কারণ হঠাৎ করেই পরিস্থিতি বিগড়ে যেতে পারে৷ তাই চিকিৎসকের পরামর্শ এভাবে না করে ডায়াটিং, এক্সাসারসাইজ এবং খাওয়া কন্ট্রোলে যা কমে সেভাবেই ফ্যাট বার্ন করা উচিত৷
২১ বছরের সিরিয়াল অভিনেত্রী চেতনা রাজ শেট্টি কসমেটিক হাসপাতালে ফ্যাট সার্জারির জন্য ভর্তি হয়েছিলেন৷ এই ফ্যাট সার্জারির কারণে তাঁর ফুসফুসে জল জমে যায় তারপরেই অবস্থার অবনতি হওয়ায় তাঁর মৃত্যু হয়৷ মাত্র ২১ বছরেই তাঁর মৃত্যুতে দক্ষিণী সিরিয়ালের বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে , এদিকে চেতনা নিজের লাইপোসাকশনের জন্য টাকা নিজেই দিয়েছিলেন৷