IPL 2022: সিনিয়রদের থেকে তরুণ তুর্কি জুনিয়দের কোটি কোটি টাকা বেশি মাইনে!

Last Updated:

IPL 2022: সিনিয়র প্লেয়াররা যাঁরা বহু বছরের অভিজ্ঞা তাঁদের চেয়ে তরুণ উঠতি ক্রিকেটাররা কোটি কোটি টাকা বেশি মাইনে (Salary) পেয়েছেন৷

IPL 2022: young bloods are getting much money than seniors- Photo-AP
IPL 2022: young bloods are getting much money than seniors- Photo-AP
#মুম্বই: আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়ে দিয়েছেন এ বছরের আইপিএল ২০২২ (IPL 2022) শুরু হচ্ছে ২৬ মার্চ থেকে আর চলবে ২৯ মে অবধি৷ তবে এর মধ্যেও তারিখের চেয়েও বেশি সকলের নজর কাড়ছে তা হল প্লেয়ারদের মাইনে! সিনিয়র প্লেয়াররা যাঁরা বহু বছরের অভিজ্ঞা তাঁদের চেয়ে তরুণ উঠতি ক্রিকেটাররা কোটি কোটি টাকা  বেশি মাইনে (Salary) পেয়েছেন৷
ভারতীয় ক্রিকেটের দুই তারকা  বিরাট কোহলি (Virat Kohli ), মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ৷ এই দুই তারকাই ভারতীয় দল এবং আইপিএলের হয়ে অসংখ্য সাফল্যের পারফরম্যান্স অনেকেরই৷ কিন্তু তাঁরা ইশান কিষাণ (Ishan Kishan) এবং রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)৷
আইপিএ ২০২২ মেগা নিলামে পঞ্জাব কিংস প্রচুর প্রচুর টাকা দিয়ে একাধিক ক্রিকেটারকে তুলে নিয়েছে৷ পঞ্জাব কিংস ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোনকে সাড়ে এগারো কোটিতে কিনেছে৷  তাছাড়াও দক্ষিণ আফ্রিকার বোলার কাগিসিও রাবাদা ৯ কোটিতে , আনক্যাপড ভারতীয় প্লেয়ার শাহরুখ খান ৮.২৫ কোটি টাকা এবং শিখর ধাওয়ান ৬.৭৫ কোটি টাকায় জনি বেয়রোস্ত এবং ৫.২৫ কোটি টাকায় রাহুল চাহারকে কিনেছে৷ পঞ্জাব কিংস ১৪ কোটিতে অধিনায়ক তুলেছে৷
advertisement
advertisement
লখনউ সুপার জায়ন্টস কেএল রাহুলকে ১৭ কোটিতে তুলেছে৷ ফ্রাঞ্চাইজিরা ১০ কোটি টাকা দিয়ে আবেশ খানকে তুলে নিয়েছে৷ এছাড়া ৮.৭৫ কোটি টাকায় জেসন হোল্ডার, ক্রুণাল পান্ডিয়া ৮.২৫ কোটি টাকা, মার্ক উড ৭.৫০ কোটি টাকায় কিনেছে৷ কুইন্টন ডি কককে কিনেছে ৬.৭৫ কোটি টাকা৷ এছাড়া অস্ট্রেলিয়ার মার্কাস স্টোনিস ৯.২০ কোটি টাকায় দলে এসেছেন৷
advertisement
আইপিএল ২০২২ ( IPL 2022) -র বেতন (Salary of players) -
কেএ রাহুল (KL Rahul)- ১৭ কোটি টাকা, লখনউ সুপার জায়ন্টস  (Lucknow Super Giants)
রোহিত শর্মা (Rohit Sharma ) - ১৬ কোটি টাকা, মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)
advertisement
রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) - ১৬ কোটি টাকা, চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)
ঋষভ পন্থ (Rishabh Pant) - ১৬ কোটি টাকা, দিল্লি ক্যাপিটাল্স (Delhi Capitals)
হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) - ১৫ কোটি টাকা, গুজরাত টাইটান্স (Gujarat Titans)
বিরাট কোহলি (Virat Kohli) -১৫ কোটি টাকা, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)
advertisement
মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) - ১২ কোটি টাকা, চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022: সিনিয়রদের থেকে তরুণ তুর্কি জুনিয়দের কোটি কোটি টাকা বেশি মাইনে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement