এই ঘটনাটি হয়েছিল সারু সেকশন রোড -জামনগরে৷ রিভাবা গাড়ি চালাচ্ছিলেন সেই গাড়ি গিয়ে একটি টু হুইলারকে ধাক্কা মারে, সেটি একটি পুলিশ কনস্টেবলের (Police Assult)গাড়ি ছিল৷ প্রত্যক্ষদর্শীর দাবি যে সঙ্গে সঙ্গে সেই পুলিশ কনস্টেবল তাঁকে মারতে উদ্যত হয়৷ এমনকি রবীন্দ্র জাদেজার স্ত্রী (Ravindra Jadeja Wife )রিভাভাকে (Rivava) খারাপভাবে মারে৷