#মুম্বই: আইপিএল 2022 প্লে অফের ৪টি ম্যাচের তারিখ এবং ভেন্যু অবশেষে বিসিসিআই ঘোষণা করেছে। টি-২০ লিগের (IPL 2022 Final) ১৫ তম মরসুমের ফাইনাল ম্যাচটি ২৯ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
কোয়ালিফায়ার-২-এর ম্যাচটিও ২৭ মে আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। এদিকে, কলকাতার ইডেন গার্ডেন্সে ২৪ এবং ২৫ মে এলিমিনেটর এবং কোয়ালিফায়ার-ওয়ান- এর ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি লিগের চলতি মরসুমে খেলছে ১০টি দল। করোনার কারণে মহারাষ্ট্রের ৪টি ভেন্যুতে লিগ রাউন্ডের ৭০টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।
আরও পড়ুন- শরীরে নেই এক ফোঁটাও বাড়তি মেদ, নতুন ফিটনেস মন্ত্রে ঘাম ঝরাচ্ছেন বিরাট
সংবাদ সংস্থা এএনআই-কে বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, আইপিএল প্লে-অফ ম্যাচগুলি হবে ইডেনে। ভারতীয় ক্রিকেট বোর্ড ক্লোজিং সেরেমনি-র প্রস্তুতিতে ব্যস্ত। আহমেদাবাদে অনুষ্ঠানের আয়োজন করা হবে। জয় শাহ মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ নিয়েও একটি বড় ঘোষণা করেছেন। করোনার কারণে গত মরসুমে মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ আয়োজন করা হয়নি।
২৩ থেকে ২৮ মে পুনেতে মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। এটি টুর্নামেন্টের চতুর্থ আসর। ৩টি দল খেলবে এবং মোট ৪টি ম্যাচ হবে। ২৩, ২৪ এবং ২৫ মে লিগ রাউন্ডের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ মে। শেষবার টুর্নামেন্টটি খেলা হয়েছিল ২০২০ সালে। ট্রেইলব্লেজার দল প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে।
আরও পড়ুন- পুজোর ঢাকে কাঠি, পাড়ার ক্লাবে এ বার থিমে সৌরভ! পুরো পরিকল্পনা দেখলে চমকে যাবেন
বিসিসিআই পরের মরসুম থেকে মহিলাদের আইপিএল পরিচালনার প্রস্তুতিতে ব্যস্ত। মোট ৬টি দল সুযোগ পেতে পারে। আইপিএলের চলতি মরসুমে দলের সংখ্যা বাড়ানোর পর মহিলাদের আইপিএলের চাহিদা বেড়েছে। দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় মেয়েদের টি-টোয়েন্টি লিগের আয়োজন করে। এবার তাই ভারতীয় বোর্ডও এমন টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি শুরু করেছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BCCI, Indian Premier League, IPL 2022, Jay Shah