কোনওভাবেই আরসিবি প্লেয়ারদের সঙ্গে হাত মিলিও না! দিল্লির প্লেয়ারদের জোর নিষেধ, কিন্ত কেন...

Last Updated:

ম্যাচের আগের আরটিপিসিআর টেস্টে কোনও ক্রিকেটার পজিটিভ না এলেও সোমবারই করোনা পজিটিভ হলেন দিল্লি ক্যাপিটাল্সের ক্রিকেটার৷

Delhi Capitals requested not to shake hands with royal challengers bangalore players due to coronavirus fear
Delhi Capitals requested not to shake hands with royal challengers bangalore players due to coronavirus fear
#মুম্বই:  দিল্লি ক্যাপিটাল্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে আইপিএল ২০২২-র মধ্যে মোকাবিলায় বিসিসিআই ক্রিকেটারদের একটি অনুরোধ করেন৷ ম্যাচের আগে বিসিসিআইয়ের নির্দেশ অনুযায়ি ঋষভ পন্থ দলের ক্রিকেটারদের বলে দেন কোনওভাবেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলাতে৷ আসলে এই অনুরোধ করা হয়েছিল যাতে কোনওভাবে দিল্লি ক্যাপিটাল্সের থেকে আর কোনও শিবির করোনা সংক্রমিত না হয়ে যায়৷ ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ি বোর্ড এরকমই সার্কুলার পাঠিয়েছিল দিল্লি দলকে৷ কারণ সম্প্রতি দিল্লি ক্যাপিটাল্সে করোনা সংক্রমণের খবর সামনে এসেছিল৷
আসলে দিল্লি ক্যাপিটাল্সের ফিজিও প্যাট্রিক ফরহার্ট কোভিড ১৯ পজিটিভ হন৷ যার ফলে পুরো দলকে কোয়ারেন্টাইনে যেতে হয়৷ কিন্তু আর কোনও ক্রিকেটারের আরটিপিসিআর টেস্ট পজিটিভ আসেনি৷ কিন্তু তাও ভারতীয় ক্রিকেট বোর্ড সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নির্দেশিকা জারি করে৷
advertisement
advertisement
করোনা মহামারির কারণে গত মরশুমের আইপিএলে মধ্যেই বন্ধ করে দিতে হয়েছিল টুর্নামেন্ট৷ তাই বিসিসিআই অত্যন্ত চিন্তান্বিত হয়ে পড়েছিল৷ বোর্ড টুর্নামেন্ট মাঝপথে বন্ধ করে কিছুদিন বাদে ফের সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত হয়েছিল টুর্নামেন্ট৷ তবে এ মরশুমে করোনা সংক্রমণ একটু একটু করে বাড়লেও গতবারের মতো এই অবস্থায় যায়নি৷ তবুও কোনওরকম ঢিলে দিতে রাজি নয় আইপিএল আয়োজনকারী বিসিসিআই৷
advertisement
তাই দিল্লি বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে হাত না মেলানো যে সঠিক সিদ্ধান্ত ছিল তা সোমবার সঠিক প্রমাণিত হল৷ কারণ ম্যাচের আগের আরটিপিসিআর টেস্টে কোনও ক্রিকেটার পজিটিভ না এলেও সোমবারই করোনা পজিটিভ হলেন দিল্লি ক্যাপিটাল্সের ক্রিকেটার৷ যার ফলে ১৮ তারিখ ঋষভ পন্থ এন্ড কোংয়ের পুণে যাওয়ার কথা থাকলেও এই মুহূর্তে তা বাতিল হয়েছে৷
advertisement
দিল্লি ক্যাপিটাল্সের নিজের পরের ম্যাচ ২০ এপ্রিল৷ তাদের প্রতিপক্ষ পঞ্জাব কিংস৷ পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে এই খেলা হওয়ার কথা ছিল৷ এই মোকাবিলায় দল ১৮ এপ্রিল পুণের জন্য রওনা হওয়ার কথা৷ কিন্তু করোন সংক্রমণের পর তাঁদের হোটেলেই আটকে দেওয়া হয়৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কোনওভাবেই আরসিবি প্লেয়ারদের সঙ্গে হাত মিলিও না! দিল্লির প্লেয়ারদের জোর নিষেধ, কিন্ত কেন...
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement