IPL 2021: KKR vs RCB ম্যাচে হারের পর সোজাসাপ্টা উত্তর Virat Kohli-র
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
আইপিএলের(IPL) ইতিহাসে বিরাট কোহলিই (Virat Kohli) প্রথম এবং এখনও অবধি একমাত্র ক্রিকেটার যিনি এক ফ্রাঞ্চাইজির জার্সিতে ২০০ ম্যাচ খেলার নজির করলেন৷
#আবুধাবি: আইপিএল ২০২১ (IPL 2021) র দ্বিতীয় পর্বে কেকেআর বনাম আরসিবি (KKR vs RCB) ম্যাচে হার দিয়ে অভি়যান শুরু করল বিরাট কোহলির (Virat Kohli ) আরসিবি৷ প্রথমে ব্যাট করে কেকেআরের বিরুদ্ধে ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯২ করেছিল আরসিবি৷ ব্যাটসম্যানদের সার্বিক ব্যর্থতার পর বোলাররাও বিশেষ কোনও প্রভাব খাটাতে পারেননি ফলে ১০ ওভারে বাকি থাকতে একটি মাত্র উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কেকেআর৷ অধিনায়ক বিরাট কোহলি -র ব্যাট হাতে অবদান ছিল ৪ বলে ৫৷
তবে ব্যক্তিগত খারাপ পারফরম্যান্স ও দলগত খারাপ পারফরম্যান্স কোনওটি নিয়ে মাথা ঘামাতে নারাজ আরসিবি অধিনায়ক বিরাট কোহলি৷ তাঁর মতে এই ধরণের লিগের টুর্নামেন্টে যেকোনও একটা দিন খারাপ যেতেই পারে৷ আর সোমবার কেকেআর বনাম আরসিবি (KKR vs RCB) ম্যাচে - আরসিবি-র সেরকমই একটি দিন ছিল৷ আট ম্যাচের পাঁচটি জয় থাকা আরসিবি এই মুহূর্তে পয়েন্ট টেবলের তিন নম্বরে রয়েছে৷ বিরাট আশাবাদী প্রথম হারের ধাক্কা দ্রুত কাটিয়ে উঠবে তার দল৷
advertisement
advertisement
এদিকে নিজের রান না পাওয়া নিয়ে বিশেষ হতাশ শোনায়নি বিরাটকে এমনকি দিন কয়েক আগে টেস্ট খেলে একেবারে টি টোয়েন্টি খেলতে আসার জন্য এই হাল এটা মানতেও নারাজ তারকা ক্রিকেটার৷ তাঁর সাফ বক্তব্য আন্তর্জাতিক মানের ক্রিকেটারদের ফর্ম্যাট বদলে পারফরম্যান্সে প্রভাব পড়ে না ৷ তাঁর মতে এটি শুধুমাত্র একটি খারাপ পারফরম্যান্সের দিন৷
advertisement
আরও দেখুন - Bangladeshi Hilsa| দুর্যোগের মধ্যেও সুখবর, ওপার বাংলা থেকে প্রায় ২০৮০ মেট্রিক টন ইলিশ আসছে বাংলায়, Video
৪১ রানে ২ উইকেট থেকে পরপর পাঁচটি উইকেট দ্রুত হারানো আরসিবির এদিনের হারের মূল কারণ এমনটাই মত বিরাট কোহলির (Virat Kohli )৷
এদিকে এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে এদিন তিনি আইপিএলে এক নতুন নজির করে ফেললেন৷ আইপিএলের ইতিহাসে তিনিই প্রথম এবং এখনও অবধি একমাত্র ক্রিকেটার যিনি এক ফ্রাঞ্চাইজির জার্সিতে ২০০ ম্যাচ খেলার নজির করলেন৷ একদিন আগেই কোহলি জানিয়ে দিয়েছেন এই মরশুমের পর আর আইপিএলে আরসিবি-র অধিনায়কত্ব করবেন না৷ আবুধাবিতে কেকেআর বনাম আরসিবি (KKR vs RCB) ম্যাচে সেই নজির গড়ে ফেললেন বিরাট কোহলি৷
advertisement
এদিকে বিরাটের এদিন ব্যর্থতার পরে তাঁর সমর্থকরা ট্যুইটারে তাঁর সমর্থণে তাঁর পাশে দাঁড়ান৷
Don't worry virat well in next match . I am always fan's of u. ❤#Kohli #ViratKohli pic.twitter.com/bMd3g4qqfN
— Gaurav rajpurohit (@Gauravrazz1220) September 20, 2021
Highest winning percentage as the captain of India
(Min 20 wins) Virat Kohli 70.43% MS Dhoni 59.52% Rahul Dravid 56% bUt KoHLi iS nOt a GoOd cAptAiN #Kohli#IndiasPrideViratKohli pic.twitter.com/SOA2BPd5yP — Carry... (@yadavbandhu__) September 18, 2021
advertisement
২০০৮ এ আইপিএল শুরু থেকে আরসিবি-র জার্সিতে খেলছেন বিরাট কোহলি (Virat Kohli )৷ তিনি ১৯২ ইনিংসে ৬০৮১ রান করেছেন৷ তাঁর ব্যাটিং গড় ৩৭.৯৭, স্ট্রাইক রেট ১৩০.৪১৷ তিনি পাঁচটি শতরান করেছেন এবং ৪০ টি অর্ধশতরান করেছেন৷ এছাড়া তাঁরই নেতৃত্বে ২০০৯, ২০১১ ও ২০১৬ সালে আরসিবি আইপিএল ফাইনালে পৌঁছয়৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 20, 2021 11:41 PM IST