কারোর সর্বনাশ কারোর পৌষমাস, পাক সফর বাতিল ECB-র IPL 2021খেলবেন ইংলিশ ক্রিকেটাররা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IPL 2021:ইংল্যান্ড বনাম পাকিস্তান (Pak vs Eng) সিরিজ হঠাৎ বাতিল করল ইসিবি, এবার খুশির হাওয়া আইপিএলে৷
#নয়াদিল্লি: পাকিস্তানের জন্য বড় ধাক্কা৷ নিউজিল্যান্ডের পর এবার পাকিস্তান (England vs Pakistan) সফর বাতিল করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ECB)৷ ইংল্যান্ড পুরুষ ও মহিলা ক্রিকেট দল সামনের মাসে ইংল্যান্ড সফরে আসার কথা ছিল কিন্তু হঠাৎ করেই বাতিল করে দিল সফর৷ তাদের পক্ষ (England Cricketers) থেকে বলা হয়েছে মানসিক চাপ ও বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সফর স্থগিত করে দেওয়া হয়েছে৷ দিন কয়েক আগে নিউজিল্যান্ড প্রথম ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে সিরিজ স্থগিত করে দেয়৷ তারা নিরাপত্তা সংক্রান্ত কারণ দর্শিয়েছিল সিরিজ বন্ধ করে দেওয়ার জন্য৷ এদিকে সিরিজ বাতিল হওয়ায় ইংল্যান্ডের ১০ জনের মধ্যে ৯ জন ফের খেলতে পারবেন আইপিএল ২০২১ (IPL 2021)৷
এদিকে পিসিবি জানিয়ে দিয়েছিল তাঁরা কোনও নিউট্রাল ভ্যেনুতে নিজেদের হোম সিরিজ খেলবে না৷ ইসিবি নিজের বিবৃতিতে জানিয়েছে এই বছর টি টোয়েন্টি বিশ্বকাপ থাকায় অনুশীলন ম্যাচের কথা ভেবে রাজি হয়েছিল পাশাপাশি মহিলা দলেরও অনুশীলন হয়ে যেত সফরে গিয়ে৷ বিবৃতিতে বলা হয়েছে ‘‘ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে৷ বর্তমান পরিস্থিতিতে সেটা খুবই গুরুত্বপূর্ণ৷ আমরা জানি ওখানে যাওয়া নিয়ে সকলের চিন্তা রয়েছে৷ ’’
advertisement
আরও দেখুন - Bangladeshi Hilsa| দুর্যোগের মধ্যেও সুখবর, ওপার বাংলা থেকে প্রায় ২০৮০ মেট্রিক টন ইলিশ আসছে বাংলায়, Video
advertisement
ইসিবি আরও জানিয়েছে ক্রিকেটারদের ওপর চাপ বাড়বে৷ ক্রিকেটাররা প্রাথমিকভাবে করোনা নিয়ে চিন্তিত৷ এই পরিস্থিতিতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে এই ধরণের পরিস্থিতিতে এই প্রস্তুতি কার্যকর হবে না৷ বিশ্বকাপে ভালো পারফর্ম করাই ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাথমিক লক্ষ্য৷ ২০১৯ - এ ইংল্যান্ড একদিনের ওয়ার্ল্ডকাপ জিতেছিল৷ এই পরিস্থিতিতে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপেও তারা ভালো পারফরম্যান্স জারি রাখতে চাইবে৷
advertisement
আরও পড়ুন - Job Vacancy: ৪৫০ পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড! কী ভাবে আবেদন করবেন?
ইংল্যান্ড বনাম পাকিস্তান (England vs Pakistan) সফর বাতিল হওয়ায় বিসিসিআইয়ে স্বস্তির হাওয়া৷ কারণ দ্বিতীয় পর্বের আইপিএল ২০২১ (IPL 2021) এ ইংল্যান্ডের ১০ জনের মধ্যে ৯ জন ক্রিকেটার খেলতে পারছিলেন না পাকিস্তানের বিরুদ্ধে সফর থাকায়৷ তাঁরা প্লে অফে খেলতে পারতেন না৷ এই সমস্ত দলের জন্য চাপ ছিল যাঁদের আইপিএল দলে ইংলিশ ক্রিকেটাররা ছিলেন৷ এখন এঁরা নকআউটে খেলতে পারবেন৷ ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান কেকেআরের অধিনায়ক৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 20, 2021 11:01 PM IST