IPL 2021 Points Table: জমে ক্ষীর IPL-র পয়েন্ট টেবল, KKR ম্যাচের আগে জানুন অঙ্ক

Last Updated:

IPL 2021: আজ বিকেলে মেগা ম্যাচ, কলকাতার মুখোমুখি দিল্লি (KKR vs DC),তার আগে বুঝে নিন প্লে অফে যাওয়ার জন্য পয়েন্ট টেবলের ( IPL Points Table) অঙ্ক৷

ipl 2021 points table: kkr pbks rr mi 8 points after 10 matches- Photo-PTI
ipl 2021 points table: kkr pbks rr mi 8 points after 10 matches- Photo-PTI
#কলকাতা: আইপিএল ২০২১ (IPL 2021)  রীতিমতো রোমাঞ্চকর জায়গায় দাঁড়িয়ে৷ চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটাল্স এখন  যেখানে দাঁড়িয়ে তাতে তারা প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত করে ফেলেছে৷  কিন্তু আর দুটি কোন দল যাবে তা নির্ধারণ করার জন্য বাকি ৬ টি দলের মধ্যে কাঁটায় কাঁটায় টক্কর হচ্ছে৷ আইপিএল ২০২১ (IPL 2021 ) ৪০ তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারায়৷ এরপরেই পয়েন্ট টেবল (IPL 2021 Points Table) চূড়ান্ত রোমাঞ্চকর জায়গায় দাঁড়িয়ে রয়েছে৷ রাজস্থান যদি এই ম্যাচে জিতত তাহলে তারা পয়েন্ট টেবলের টপ ফোরে পৌঁছতে পারত৷ কিন্ত তারা সানরাইজার্স হায়দরাবদের কাছে হেরে যায় ফলে ১০ ম্যাচের পর এখন চারটি দলেরই একই ৮ পয়েন্ট রয়েছে৷
advertisement
পয়েন্ট টেবলের (IPL 2021 Points Table) একদম এক নম্বর পজিশনে রয়েছে চেন্নাই সুপার কিংস৷ তারা ১০ ম্যাচে ৮ টি জয় ও ২ টি হারের সঙ্গে ১৬ পয়েন্ট পেয়েছে৷ দিল্লি ক্যাপিটাল্স ১০ টি ম্যাচের ৮ টিতে জিতে ৮ পয়েন্টের মালিক৷ কিন্তু তারা নেট রানরেটে চেন্নাইয়ের থেকে পিছনে রয়েছে৷ ব্যাঙ্গালোর ১০ ম্যাচের ৬ টি তে জয় সহ তিন নম্বরে রয়েছে৷ কিন্তু চার থেকে ৭ নম্বরে যে দলগুলি রয়েছে তাদের সকলেরই ৮ করে পয়েন্ট রয়েছে৷ ফলে প্লে অফের লড়াই সোজা কথায় জমে ক্ষীর হয়ে গেছে৷
advertisement
আইপিএল   (IPL 2021)  পয়েন্ট টেবলের (IPL 2021 Points Table) রোমাঞ্চ
রাজস্থানের হারের পর এখন কলকাতা নাইট রাইডার্স (KKR), পঞ্জাব কিংস, মুম্বই ইন্ডিয়ান্স ১০ টি করে ম্যাচ খেলে ৮ করে পয়েন্ট পেয়েছে৷ রানরেট ভালো হওয়ায় কলকাতা চার নম্বরে রয়েছে৷ পঞ্জাব কিংস রয়েছে পাঁচ নম্বরে, রাজস্থান রয়্যালস রয়েছে ছ নম্বরে এবং মুম্বই ইন্ডিয়ান্স রয়েছে ৭ নম্বরে৷ পয়েন্ট টেবলের একদম তলানিতে রয়েছে অষ্টম স্থানে৷ উল্লেখ্য সানরাইজার্স হায়দরাবাদ ১০ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট পেলেও যদি নিজেদের বাকি সবকটি ম্যাচ জেতে তাহলে তারাও প্লে অফে জিততে পারে৷ আসলে আইপিএল যেমন যেমন এগোচ্ছে ততই পয়েন্ট তালিকা আরও আকর্ষক হয়ে উঠছে৷
advertisement
এর আগে আইপিএল ২০২১ -র  (IPL 2021) ৪০ তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের জয়ের পরে জেসন রয় ও অধিনায়ক কেন উইলিয়ামসন স্টার ছিলেন ম্যাচের৷ দুজনেই ম্যাচে অর্ধশতরান করেন৷ যার জন্য রাজস্থান আর ম্যাচ জিততে পারেনি৷ জেসন রয় হায়দরাবাদের জন্য অভিষেক ঘটান এদিন৷ তিনি ৬০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন৷ উইলিয়ামসন ৫১ রান করেন৷ রাজস্থানের জার্সিতে অধিনায়ক সঞ্জু স্যামসন ৮২ রান করলেও বোলাররা বিশেষ দাগ কাটতে পারেননি৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2021 Points Table: জমে ক্ষীর IPL-র পয়েন্ট টেবল, KKR ম্যাচের আগে জানুন অঙ্ক
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement