IPL 2021 Points Table: জমে ক্ষীর IPL-র পয়েন্ট টেবল, KKR ম্যাচের আগে জানুন অঙ্ক
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IPL 2021: আজ বিকেলে মেগা ম্যাচ, কলকাতার মুখোমুখি দিল্লি (KKR vs DC),তার আগে বুঝে নিন প্লে অফে যাওয়ার জন্য পয়েন্ট টেবলের ( IPL Points Table) অঙ্ক৷
#কলকাতা: আইপিএল ২০২১ (IPL 2021) রীতিমতো রোমাঞ্চকর জায়গায় দাঁড়িয়ে৷ চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটাল্স এখন যেখানে দাঁড়িয়ে তাতে তারা প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত করে ফেলেছে৷ কিন্তু আর দুটি কোন দল যাবে তা নির্ধারণ করার জন্য বাকি ৬ টি দলের মধ্যে কাঁটায় কাঁটায় টক্কর হচ্ছে৷ আইপিএল ২০২১ (IPL 2021 ) ৪০ তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারায়৷ এরপরেই পয়েন্ট টেবল (IPL 2021 Points Table) চূড়ান্ত রোমাঞ্চকর জায়গায় দাঁড়িয়ে রয়েছে৷ রাজস্থান যদি এই ম্যাচে জিতত তাহলে তারা পয়েন্ট টেবলের টপ ফোরে পৌঁছতে পারত৷ কিন্ত তারা সানরাইজার্স হায়দরাবদের কাছে হেরে যায় ফলে ১০ ম্যাচের পর এখন চারটি দলেরই একই ৮ পয়েন্ট রয়েছে৷
advertisement
পয়েন্ট টেবলের (IPL 2021 Points Table) একদম এক নম্বর পজিশনে রয়েছে চেন্নাই সুপার কিংস৷ তারা ১০ ম্যাচে ৮ টি জয় ও ২ টি হারের সঙ্গে ১৬ পয়েন্ট পেয়েছে৷ দিল্লি ক্যাপিটাল্স ১০ টি ম্যাচের ৮ টিতে জিতে ৮ পয়েন্টের মালিক৷ কিন্তু তারা নেট রানরেটে চেন্নাইয়ের থেকে পিছনে রয়েছে৷ ব্যাঙ্গালোর ১০ ম্যাচের ৬ টি তে জয় সহ তিন নম্বরে রয়েছে৷ কিন্তু চার থেকে ৭ নম্বরে যে দলগুলি রয়েছে তাদের সকলেরই ৮ করে পয়েন্ট রয়েছে৷ ফলে প্লে অফের লড়াই সোজা কথায় জমে ক্ষীর হয়ে গেছে৷
advertisement
আইপিএল (IPL 2021) পয়েন্ট টেবলের (IPL 2021 Points Table) রোমাঞ্চ

রাজস্থানের হারের পর এখন কলকাতা নাইট রাইডার্স (KKR), পঞ্জাব কিংস, মুম্বই ইন্ডিয়ান্স ১০ টি করে ম্যাচ খেলে ৮ করে পয়েন্ট পেয়েছে৷ রানরেট ভালো হওয়ায় কলকাতা চার নম্বরে রয়েছে৷ পঞ্জাব কিংস রয়েছে পাঁচ নম্বরে, রাজস্থান রয়্যালস রয়েছে ছ নম্বরে এবং মুম্বই ইন্ডিয়ান্স রয়েছে ৭ নম্বরে৷ পয়েন্ট টেবলের একদম তলানিতে রয়েছে অষ্টম স্থানে৷ উল্লেখ্য সানরাইজার্স হায়দরাবাদ ১০ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট পেলেও যদি নিজেদের বাকি সবকটি ম্যাচ জেতে তাহলে তারাও প্লে অফে জিততে পারে৷ আসলে আইপিএল যেমন যেমন এগোচ্ছে ততই পয়েন্ট তালিকা আরও আকর্ষক হয়ে উঠছে৷
advertisement
এর আগে আইপিএল ২০২১ -র (IPL 2021) ৪০ তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের জয়ের পরে জেসন রয় ও অধিনায়ক কেন উইলিয়ামসন স্টার ছিলেন ম্যাচের৷ দুজনেই ম্যাচে অর্ধশতরান করেন৷ যার জন্য রাজস্থান আর ম্যাচ জিততে পারেনি৷ জেসন রয় হায়দরাবাদের জন্য অভিষেক ঘটান এদিন৷ তিনি ৬০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন৷ উইলিয়ামসন ৫১ রান করেন৷ রাজস্থানের জার্সিতে অধিনায়ক সঞ্জু স্যামসন ৮২ রান করলেও বোলাররা বিশেষ দাগ কাটতে পারেননি৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 28, 2021 9:21 AM IST