Inzamam Ul Haq: পাক তারকার হঠাৎ করেই হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি,তারপর...
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ইনজামাম উল হক (Inzamam Ul Haq) লাহোরে বুকে ব্যাথা অনুভব (Inzamam Ul Haq cardiac arrest) করেন৷ এরপর তাঁকে হাসপাতালে (Inzamam Hospitalized) ভর্তি করা হয়৷
#লাহোর: পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও অন্যতম সর্বকালীন সেরা ক্রিকেটার (Pakistan Cricket) ইনজামাম উল হক (Inzamam Ul Haq) লাহোরে বুকে ব্যাথা অনুভব (Inzamam Ul Haq cardiac arrest) করেন৷ এরপর তাঁকে হাসপাতালে (Inzamam Hospitalized) ভর্তি করা হয়৷ ইনজিকে সোমবার সন্ধ্যাবেলায় অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে৷ তাঁর এজেন্টের খবর অনুযায়ি এখন ইনজামামের অবস্থা স্থিতিশীল৷ তবে তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও কোনওরকমের বিবৃতি আসেনি৷ ইনজামাম উল হকের এজেন্ট জানিয়েছেন তাঁর এই মুহূর্তে কোনওরকম অস্বস্তি নেই তবে তিনি পুরোপুরি চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন৷
গত তিন দিন ধরেই ইনজি (Inzamam Ul Haq) বুকে ব্যাথার অভিযোগ করছিলেন৷ প্রাথমিক পরীক্ষায় তাঁর রিপোর্ট ঠিক আসে৷ কিন্তু সোমবার তাঁকে ফের পরীক্ষা করা হয়৷ তখন জানতে পারা যায় তাঁর হার্ট অ্যাটাক (Inzamam Ul Haq cardiac arrest) হয়েছে৷ এরপর তাঁর অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা৷ লাহোরের হাসপাতালে তাঁর সফল অস্ত্রোপচার করা হয়৷
advertisement
ইনজি-র লাহোরের হাসপাতালে অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে৷
advertisement
জিও নিউজের সাংবাদিক অরফা ফিরোজ জৈক একটি ট্যুইট করে জানিয়েছেন , পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হকের সাধারণ হার্ট অ্যাটাক হয়েছে, এরপর লাহোরের এক হাসপাতালে (Inzamam Hospitalized) তাঁকে ভর্তি করা হয়৷ সেখানে ওঁর সফল অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে৷ উনি এখন বিপদ থেকে বেরিয়ে এসেছেন৷ আমরা ওঁর দ্রুত আরোগ্যের প্রার্থণা করছি৷
advertisement

ইনজামাম (Inzamam Ul Haq) ওয়ানডে তে ১১ হাজারের বেশি রান করেছে৷
advertisement
৫১ বছরের ইনজামাম ওয়ানডে তে পাকিস্তানের (Pakistan Cricket) সবচেয়ে অধিক রান বানানো ক্রিকেটার৷ তিনি ৩৭৫ ম্যাচে ১১৭০১ রান করেন৷ তিনি টেস্টে পাকিস্তানের জার্সিতে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের মধ্যে তিন নম্বর স্থানে রয়েছেন৷ তিনি ১১৯ ম্যাচে ৮৮২৯ রান করেন৷ তিনি পাকিস্তানের সবচেয়ে সফল ক্রিকেটারও ছিলেন৷
ইনজামাম পাকিস্তানের প্রধান নির্বাচকও ছিলেন৷
advertisement
তিনি ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে রিটায়রমেন্ট নেন৷ এরপরে তিনি পাকিস্তান ক্রিকেটের সঙ্গে লম্বা সময় অবধি যুক্ত ছিলেন৷ তিনি প্রথমে পাকিস্তান ক্রিকেটের ব্যাটিং পরামর্শদাতা হন৷ এরপরে তিনি ২০১৬ থেকে ২০১৯ অবধি প্রধান নির্বাচক ছিলেন৷ তিনি আফগানিস্তানের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন৷ পাকিস্তানের প্রাক্তন অভিজ্ঞ ক্রিকেটার এবং আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫ টি শতরান করেন৷ এরমধ্যে তিনি টেস্টে ২৫ টি টেস্ট ও ১০ টি ওয়ানডে খেলেছেন৷ তিনি পাকিস্তানের জার্সিতে একটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 28, 2021 8:26 AM IST