Inzamam Ul Haq: পাক তারকার হঠাৎ করেই হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি,তারপর...

Last Updated:

ইনজামাম উল হক (Inzamam Ul Haq) লাহোরে বুকে ব্যাথা অনুভব (Inzamam Ul Haq cardiac arrest) করেন৷ এরপর তাঁকে হাসপাতালে (Inzamam Hospitalized) ভর্তি করা হয়৷

Ex pakistan captain Inzimam UL Haq hospitalized due to cardiac arrest- Photo-File
Ex pakistan captain Inzimam UL Haq hospitalized due to cardiac arrest- Photo-File
#লাহোর: পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও অন্যতম সর্বকালীন সেরা ক্রিকেটার (Pakistan Cricket) ইনজামাম উল হক (Inzamam Ul Haq) লাহোরে বুকে ব্যাথা অনুভব  (Inzamam Ul Haq cardiac arrest) করেন৷ এরপর তাঁকে হাসপাতালে (Inzamam Hospitalized) ভর্তি করা হয়৷ ইনজিকে সোমবার সন্ধ্যাবেলায় অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে৷ তাঁর এজেন্টের খবর অনুযায়ি এখন ইনজামামের অবস্থা স্থিতিশীল৷ তবে তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও কোনওরকমের বিবৃতি আসেনি৷ ইনজামাম উল হকের এজেন্ট জানিয়েছেন তাঁর এই মুহূর্তে কোনওরকম অস্বস্তি নেই তবে তিনি পুরোপুরি চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন৷
গত তিন দিন ধরেই ইনজি (Inzamam Ul Haq)  বুকে ব্যাথার অভিযোগ করছিলেন৷ প্রাথমিক পরীক্ষায় তাঁর রিপোর্ট ঠিক আসে৷ কিন্তু সোমবার তাঁকে ফের পরীক্ষা করা হয়৷ তখন জানতে পারা যায় তাঁর হার্ট অ্যাটাক (Inzamam Ul Haq cardiac arrest) হয়েছে৷ এরপর তাঁর অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা৷ লাহোরের হাসপাতালে তাঁর সফল অস্ত্রোপচার করা হয়৷
advertisement
ইনজি-র লাহোরের হাসপাতালে অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে৷
advertisement
জিও নিউজের সাংবাদিক অরফা ফিরোজ জৈক একটি ট্যুইট করে জানিয়েছেন , পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হকের সাধারণ হার্ট অ্যাটাক হয়েছে, এরপর লাহোরের এক হাসপাতালে (Inzamam Hospitalized)  তাঁকে ভর্তি করা হয়৷ সেখানে ওঁর সফল অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে৷ উনি এখন বিপদ থেকে বেরিয়ে এসেছেন৷ আমরা ওঁর দ্রুত আরোগ্যের প্রার্থণা করছি৷
advertisement
Ex pakistan captain Inzimam UL Haq hospitalized due to cardiac arrest Ex pakistan captain Inzimam UL Haq hospitalized due to cardiac arrest
ইনজামাম (Inzamam Ul Haq) ওয়ানডে তে ১১ হাজারের বেশি রান করেছে৷
advertisement
৫১ বছরের ইনজামাম ওয়ানডে তে পাকিস্তানের (Pakistan Cricket) সবচেয়ে অধিক রান বানানো ক্রিকেটার৷ তিনি ৩৭৫ ম্যাচে ১১৭০১ রান করেন৷ তিনি টেস্টে পাকিস্তানের জার্সিতে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের মধ্যে তিন নম্বর স্থানে রয়েছেন৷ তিনি ১১৯ ম্যাচে ৮৮২৯ রান করেন৷ তিনি পাকিস্তানের সবচেয়ে সফল ক্রিকেটারও ছিলেন৷
ইনজামাম পাকিস্তানের প্রধান নির্বাচকও ছিলেন৷
advertisement
তিনি ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে রিটায়রমেন্ট নেন৷ এরপরে তিনি পাকিস্তান ক্রিকেটের সঙ্গে লম্বা সময় অবধি যুক্ত ছিলেন৷ তিনি প্রথমে পাকিস্তান ক্রিকেটের ব্যাটিং পরামর্শদাতা হন৷ এরপরে তিনি ২০১৬ থেকে ২০১৯ অবধি প্রধান নির্বাচক ছিলেন৷ তিনি আফগানিস্তানের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন৷ পাকিস্তানের প্রাক্তন অভিজ্ঞ ক্রিকেটার এবং আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫ টি শতরান করেন৷ এরমধ্যে তিনি টেস্টে ২৫ টি টেস্ট ও ১০ টি ওয়ানডে খেলেছেন৷ তিনি  পাকিস্তানের জার্সিতে একটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন৷
বাংলা খবর/ খবর/খেলা/
Inzamam Ul Haq: পাক তারকার হঠাৎ করেই হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি,তারপর...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement