IPL 2021 | MS Dhoni: ‘আমি এখনও ছেড়ে যাইনি...’ আইপিএল ফাইনাল শেষে ধোনি যা বললেন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
MS Dhoni's cheeky response adds further suspense: ধোনি শুধু বলেন, ‘‘সামনের বছর আমি থাকব কি না, সেটা বিসিসিআইয়ের উপর নির্ভর করছে। দুটো নতুন দল বাড়ছে। অনেক নিয়মই বদলে যাবে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে, সিএসকে-র কী করলে ভালো হয়, তা ভেবেই ৷’’
দুবাই: এই নিয়ে চতুর্থবার ! চারটি আইপিএল (IPL) ট্রফি জেতা হয়ে গেল সিএসকে-র ৷ মুম্বইয়ের পরে সবচেয়ে বেশি বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ধরে রাখতে সফল ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (CSK) ৷ তবে তার চেয়েও বড় কথা, আইপিএলের ইতিহাসে পারফরম্যান্সের বিচারে সবচেয়ে ধারাবাহিক দল যদি বাছতে হয়, তাহলে তা অবশ্যই সিএসকে ৷ শুক্রবার ব্যাটে-বলে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সেই কেকেআর-কে ২৭ রানে ফাইনালে হারায় চেন্নাই (Chennai Super Kings defeated Kolkata Knight Riders by 27 runs to win their fourth IPL title) ৷
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অনেকদিন হল ৷ এবার দুবাইয়ে ট্রফি জেতার পর কি আইপিএলকেও বিদায় জানাতে চলেছেন ধোনি ৷ এই প্রশ্ন সবার মাথাতেই ঘুরছে ৷ চেন্নাই এ বছর চ্যাম্পিয়ন না হলেও এই প্রশ্ন একটা থেকেই যেত ৷ যদিও শুক্রবার ফাইনাল ম্যাচ শেষে ধোনি যা বলেছেন, তাতে অবশ্য ধোঁয়াশা থেকেই গেল ৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালক ধোনিকে প্রশ্ন করেন, ‘‘ছেড়ে যাওয়ার আগে চেন্নাই সুপার কিংসের জন্য যা রেখে গেলেন, তার জন্য আপনি নিশ্চই গর্বিত।’’ ধোনির জবাব, ‘‘আমি এখনও ছেড়ে যাইনি...।’’
advertisement
দুবাইয়ের গোটা স্টেডিয়ামে চেন্নাই সমর্থকদের তখন বাড়তি আনন্দ। তা হলে কি তাদের প্রিয় ক্রিকেটার সামনের বছরও হলুদ জার্সি পরে মাঠে নামবেন? এই প্রশ্নের জবাব অবশ্য দেননি ধোনি। তাই আইপিএলে মাহির খেলা চালিয়ে যাওয়া নিয়ে একটা ধোঁয়াশা থেকেই গেল ৷ যার উত্তর একমাত্র ধোনি ছাড়া আর কারোর কাছেই নেই ৷
advertisement

advertisement
৪০ বছর বয়সে আইপিএল ট্রফি জিতে নতুন রেকর্ড করলেন ধোনি। এর আগে এই রেকর্ড ছিল শেন ওয়ার্নের দখলে ৷ ৩৯ বছর বয়সে তাঁর নেতৃত্বেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস ৷ ধোনি শুধু বলেন, ‘‘সামনের বছর আমি থাকব কি না, সেটা বিসিসিআইয়ের উপর নির্ভর করছে। দুটো নতুন দল বাড়ছে। অনেক নিয়মই বদলে যাবে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে, সিএসকে-র কী করলে ভালো হয়, তা ভেবেই ৷’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 16, 2021 3:28 PM IST