CSK vs KKR, Andre Russell : ফাইনালে রাসেলকে ফিরিয়ে চমক দিতে পারে কেকেআর

Last Updated:

IPL 2021 KKR might include fit Andre Russell in the final against CSK. আন্দ্রে রাসেল কী শুক্রবার চেন্নাই সুপার কিংসদের বিপরীতে আইপিএল ফাইনালে কেকেআর জার্সিতে মাঠে নামবেন? আবার এমনটাও শোনা যাচ্ছে অধিনায়ক ইয়ন মর্গ্যান নিজেকে বসিয়ে জায়গা ছেড়ে দিতে পারেন রাসেলকে।

ধোনিদের বিরুদ্ধে রাসেলকে নামাতে পারে কেকেআর
ধোনিদের বিরুদ্ধে রাসেলকে নামাতে পারে কেকেআর
‘‘আমার মনে হয় রাসেল ফিট হয়ে যাবে। ও প্র্যাক্টিসে সব কিছুই করতে পারছে। ফিজ়িয়োদের সঙ্গে কথা বলে দেখতে হবে, কিন্তু আমার মনে হয় রাসেলকে পাওয়া যাবে।’’ রাসেল খেললে বসবেন কে? ক্যারিবিয়ান তারকার জায়গায় খেলা সাকিব-আল-হাসান বড় অবদান রেখেছেন গত কয়েকটি ম্যাচে কেকেআরের জয়ে। তাকে বসানো সহজ হবে না। কিন্তু চেন্নাই দলে স্পিন খেলা ব্যাটসম্যানের সংখ্যা বেশি। সেখানে রাসেল থাকলে ডেথ ওভারে বোলিং অপশন বেড়ে যাবে নাইটদের।
advertisement
advertisement
হাসিও স্বীকার করছেন, ‘‘সবাই ফিট। হেড কোচের কাজ কঠিন হতে চলেছে।’’ ফাইনালে শিশিরের প্রভাব বড় হয়ে দেখা দিতে পারে বলে মনে করছেন হাসি। ‘‘আশা করব আগে থেকেই মাঠের কর্মীরা স্প্রে করবেন ভাল করে। যাতে দু’দলই সমান সুবিধা পায়। না হলে টস খুব বড় হয়ে দেখা দিতে পারে।’’ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জিতে তৃতীয়বার আইপিএল ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন নাইটরা।
advertisement
হাসির কথায় তারই প্রতিধ্বনি, ‘‘আশা করি, আমরা পারব। দারুণ খেলে ফাইনালে পৌঁছেছে দল। চেন্নাইয়ের বিরুদ্ধে দুর্দান্ত একটা ফাইনাল হতে যাচ্ছে।’’ অন্যদিকে চেন্নাই চেষ্টা করবে নিজের চতুর্থ আইপিএল চ্যাম্পিয়নশিপ জেতার। কেকেআর চেষ্টা করবে তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার। খেলা দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়ামে। বড় মাঠ। রাসেলের মত পাওয়ার হিটার প্রয়োজন রয়েছে কলকাতার ফ্র্যাঞ্চাইজির।
advertisement
নয় বছর আগে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। আজ চিপকের সেই রাত কী দুবাইতে ফিরবে? অপেক্ষা কয়েক ঘন্টার। তবে কেকেআর যদি চেন্নাইকে হারাতে চায় তাহলে মিডল অর্ডারের ব্যর্থতা সবার আগে ঘোচাতে হবে। পাশাপাশি ঋতুরাজ এবং দু প্লেসির ওপেনিং পার্টনারশিপকে তাড়াতাড়ি তুলে নিতে হবে।আবার এমনটাও শোনা যাচ্ছে অধিনায়ক ইয়ন মর্গ্যান নিজেকে বসিয়ে জায়গা ছেড়ে দিতে পারেন রাসেলকে।
বাংলা খবর/ খবর/খেলা/
CSK vs KKR, Andre Russell : ফাইনালে রাসেলকে ফিরিয়ে চমক দিতে পারে কেকেআর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement