পারফেক্ট ফাইনাল হয়তো একেই বলে ৷ লড়াই হল ম্যাচের একেবারে শেষ বল পর্যন্ত ৷ মাত্র ১৫০ রানের পুঁজি নিয়ে ধোনির চেন্নাইকে হারানো সহজ কাজ ছিল না ৷ কিন্তু সেই কঠিন পরীক্ষায় উতরোতে সফল মুম্বইয়ের বোলাররা ৷ মাত্র ১ রানে চেন্নাইকে হারিয়ে চতুর্থবার আইপিএল ট্রফি নিজেদের ঘরে তুলল রোহিত ব্রিগেড ৷ কাজে এল না শ্যেন ওয়াটসনের লড়াই ৷ ৫৯ বলে ৮০ রান করে রান আউট হন তিনি ৷ যদিও দু’দুবার ক্যাচ দিয়েও বেঁচে যান তিনি ৷ চলতি আইপিএলে ফাইনাল নিয়ে মোট চার বারের সাক্ষাৎে চারবারই চেন্নাইকে হারাতে সফল মুম্বই ৷
আউট ব্র্যাভো ! ১৪ বলে ১৫ রান করে বুমরাহের বলে আউট হলেন তিনি ৷
পরপর তিনটে ছক্কা হাঁকিয়ে চেন্নাইকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিলেন শ্যেন ওয়াটসন ৷ ১২ বলে প্রয়োজন ১৮ রান ৷
#হায়দরাবাদ: সিএসকে-মুম্বই ফাইনাল মানেই ম্যাচে একটা টানটান উত্তেজনা থাকবেই ৷ খেলা একপেশে হওয়ার সম্ভাবনা কম ৷ রবিবার হায়দরাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামেও ঠিক সেটাই ঘটল ৷ ম্যাচ গড়াল একেবারে শেষ বল পর্যন্ত ৷ শেষ ওভারে মুম্বইকে জিতিয়ে এদিনের নায়ক লাসিথ মালিঙ্গা ৷ মাত্র ১ রানে জয় ছিনিয়ে নিল রোহিত ব্রিগেড ৷ সেইসঙ্গে চতুর্থ আইপিএল ট্রফি নিজেদের ঘরে তুলতে সফল মুম্বই ইন্ডিয়ান্স ৷
Match LIVE updates by Siddhartha Sarkar