বাইশ গজে ধোনি ধামাকা, গ্যালারি জিভার আবদার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Last Updated:
#মোহালি: জাদু কি ঝাপ্পি- বোধহয় একেই বলে৷ মহেন্দ্র সিং ধোনি তখন সংহারক রূপে৷ কিংসের বিরুদ্ধে ম্যাচে যখন তিনি ব্যাট করছিলেন, তখন তাঁর মেয়ে জিভা ধোনি তাঁর বাবার কাছ থেকে একটা উষ্ণ আলিঙ্গন চাইছিলেন৷
কিংস ইলেভেনের বিরুদ্ধে ধোনির ধামাকা ৭৯ রানের ইনিংসের সময় গ্যালারিতে হাজির ছিলেন স্ত্রী সাক্ষী ও কন্যারত্ন জিভা৷ এই সময়ে জিভা তার বাবাকে আলিঙ্গন করতে চাওয়ার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল৷ ধোনি নিজেই সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন৷ ট্যাগলাইনে লিখেছেন,‘‘ম্যাচ চলাকালীন যখন জিভা বাবাকে আলিঙ্গন করতে চাইছিল ’’

When Ziva wanted to give a hug to papa during the match

A post shared by M S Dhoni (@mahi7781) on

advertisement
advertisement
ম্যাচে জয়ের স্বপ্ব দেখালেও তা স্বপ্ন থেকে গেছে চেন্নাই সুপার কিংসের ফ্যানদের৷ তবে ধোনি রাজ প্রমাণ করে দিয়েছে বড় মঞ্চেই জ্বলে ওঠেন তারকারা৷ তাই ক্রিকেটার ধোনি ফের একবার সুপারহিট৷ তবে জিভা-র এই আদুরে ভিডিও কিন্তু ‘বাবা ধোনি’ কেও একেবার ‘পাপা দ্য গ্রেট’ প্রমাণ করে দিল৷ চেন্নাই সুপার কিংস যেমন তাদের ধোনি বন্দনায় ব্যস্ত থাকে, ঠিক তেমনিই জিভা ধোনিও তাদের বড়ই আদরের৷ তাই সিএসকে-র টুইটার হ্যান্ডেলেও জিভার উপস্থিতি মাঝেমধ্যই চোখে পড়ে৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বাইশ গজে ধোনি ধামাকা, গ্যালারি জিভার আবদার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement