বাইশ গজে ধোনি ধামাকা, গ্যালারি জিভার আবদার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
Last Updated:
#মোহালি: জাদু কি ঝাপ্পি- বোধহয় একেই বলে৷ মহেন্দ্র সিং ধোনি তখন সংহারক রূপে৷ কিংসের বিরুদ্ধে ম্যাচে যখন তিনি ব্যাট করছিলেন, তখন তাঁর মেয়ে জিভা ধোনি তাঁর বাবার কাছ থেকে একটা উষ্ণ আলিঙ্গন চাইছিলেন৷
কিংস ইলেভেনের বিরুদ্ধে ধোনির ধামাকা ৭৯ রানের ইনিংসের সময় গ্যালারিতে হাজির ছিলেন স্ত্রী সাক্ষী ও কন্যারত্ন জিভা৷ এই সময়ে জিভা তার বাবাকে আলিঙ্গন করতে চাওয়ার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল৷ ধোনি নিজেই সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন৷ ট্যাগলাইনে লিখেছেন,‘‘ম্যাচ চলাকালীন যখন জিভা বাবাকে আলিঙ্গন করতে চাইছিল ’’
advertisement
advertisement
ম্যাচে জয়ের স্বপ্ব দেখালেও তা স্বপ্ন থেকে গেছে চেন্নাই সুপার কিংসের ফ্যানদের৷ তবে ধোনি রাজ প্রমাণ করে দিয়েছে বড় মঞ্চেই জ্বলে ওঠেন তারকারা৷ তাই ক্রিকেটার ধোনি ফের একবার সুপারহিট৷ তবে জিভা-র এই আদুরে ভিডিও কিন্তু ‘বাবা ধোনি’ কেও একেবার ‘পাপা দ্য গ্রেট’ প্রমাণ করে দিল৷ চেন্নাই সুপার কিংস যেমন তাদের ধোনি বন্দনায় ব্যস্ত থাকে, ঠিক তেমনিই জিভা ধোনিও তাদের বড়ই আদরের৷ তাই সিএসকে-র টুইটার হ্যান্ডেলেও জিভার উপস্থিতি মাঝেমধ্যই চোখে পড়ে৷
advertisement
Our skipper @msdhoni along with Ziva on our team bus, as we get ready to go to the airport #whistlepodu pic.twitter.com/v3xvbJnD27 — Chennai Super Kings (@ChennaiIPL) April 16, 2018
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 16, 2018 8:17 PM IST