বাবার কোলে চেপে ‘আমূল গার্ল’হলেন জিভা, দেখুন মজার বিজ্ঞাপনী প্রচার
Last Updated:
চেন্নাই সুপার কিংস আইপিএল জেতার পরই সামনে এল তাদের নয়া পোস্টার ৷
#মুম্বই: যেকোনও সেনশ্যেসানাল খবরেই আমূল নিজেদের বিজ্ঞাপনী ক্রিয়েটিভিটি-র স্বাক্ষর রাখে ৷ এবার চেন্নাই সুপার কিংস আইপিএল জেতার পরই সামনে এল তাদের নয়া পোস্টার ৷
নিজেদের নয়া কার্টুনের ট্যাগলাইন ‘সেন আই সুপার কিংস ’ ৷ আর এই কার্টুনে দেখা যাচ্ছে ফাইনালের শতরানকারী শ্যেন ওয়াটসন ব্যাট তুলে সেলিব্রেট করছেন ৷ আর রয়েছেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ তিনি আবার কোলে ধরে রেখেছেন আমূল গার্লকে থুড়ি জিভাকে ৷
advertisement
advertisement
আসলে ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান যখন চলছিল তখন গোটা মাঠে যেভাবে জিভা দৌড়োদৌড়ি করছিলেন আর অধিনায়ক ধোনি যেভাবে বাবা ধোনিতে বদলে গিয়ে তাঁর সঙ্গে দৌড়োচ্ছিলেন বা তাঁকে সামলাচ্ছিলেন তাতে সেটাই লাইমলাইট ছিনিয়ে নিয়েছে ৷
advertisement
আর আমূলের নয়া প্রচার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷ সকলেই মজেছেন এই নয়া বিজ্ঞাপনী প্রচারে ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 29, 2018 4:26 PM IST