এবি-র ‘স্পাইডারম্যান’ ক্যাচ দেখে মুগ্ধ কোহলি, ম্যাচ শেষে কী বললেন আরসিবি অধিনায়ক ?
Last Updated:
তাঁকে ‘৩৬৫ ডেভিলিয়ার্স’ কেন বলা হয় ৷ তার উজ্জ্বল উদাহরণ ফের একবার পাওয়া গেল বৃহস্পতিবার চিন্নাস্বামীতে ৷
#বেঙ্গালুরু: তাঁকে ‘৩৬৫ ডেভিলিয়ার্স’ কেন বলা হয় ৷ তার উজ্জ্বল উদাহরণ ফের একবার পাওয়া গেল বৃহস্পতিবার চিন্নাস্বামীতে ৷ ব্যাটে রান তো তিনি করেই থাকেন ৷ উইকেটকিপারের পাশাপাশি তিনি একজন অসাধারণ ফিল্ডারও বটে ৷ বৃহস্পতিবার তাঁর ‘স্পাইডারম্যান’ সুলভ ক্যাচ দেখে সবাই বাকরুদ্ধ হয়ে পড়েন ৷ হেলসের মারা একটা শট ডিপ মিডউইকেট বাউন্ডারির ধারে শূন্যে লাফিয়ে উঠে ধরে নেন ডেভিলিয়ার্স। ব্যাট হাতেও ৩৯ বলে ৬৯ রান করে যান তিনি ৷
ম্যাচের সেরার পুরস্কারও স্বভাবতই এবি-র দখলেই গিয়েছে ৷ বিরাটদের দুরন্ত জয়ের পর এদিন শুধু ‘এবিডি এবিডি..’ ধ্বনিই শোনা গিয়েছে গোটা স্টেডিয়াম জুড়ে ৷ লিগ টেবলে এক নম্বরে থাকা সানরাইজার্সকে হারিয়ে প্লে অফে ওঠার লড়াই জমিয়ে দিয়েছে আরসিবি ৷ বিরাটদের প্লাস পয়েন্ট তাঁদের নেট রানরেট অত্যন্ত ভাল ৷ বিরাটদের এর পরের ম্যাচ রাজস্থানের বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ ওই ম্যাচ বড় ব্যবধানে জিতলে বাকী টিমদের সঙ্গে তখন পয়েন্ট সমান থাকলেও প্লে অফে ওঠার রাস্তা খুলে যেতে পারে আরসিবি-র ৷
advertisement
advertisement
চিন্নাস্বামীতে এবি-র অসাধারণ ক্যাচ দেখে আরসিবি অধিনায়ক কোহলি বলেন, ‘‘ সাধারণ মানুষ ও সব করতে পারে না। ক্যাচটা নিল যেন একেবারে স্পাইডারম্যান!’’ পাশাপাশি এবি-র ব্যাটিং নিয়ে তিনি বলেন, ‘‘এবির শট আমাকে এখনও মুগ্ধ করে রেখেছে।’’
advertisement
Location :
First Published :
May 18, 2018 11:29 AM IST