এবি-র ‘স্পাইডারম্যান’ ক্যাচ দেখে মুগ্ধ কোহলি, ম্যাচ শেষে কী বললেন আরসিবি অধিনায়ক ?
Last Updated:
তাঁকে ‘৩৬৫ ডেভিলিয়ার্স’ কেন বলা হয় ৷ তার উজ্জ্বল উদাহরণ ফের একবার পাওয়া গেল বৃহস্পতিবার চিন্নাস্বামীতে ৷
#বেঙ্গালুরু: তাঁকে ‘৩৬৫ ডেভিলিয়ার্স’ কেন বলা হয় ৷ তার উজ্জ্বল উদাহরণ ফের একবার পাওয়া গেল বৃহস্পতিবার চিন্নাস্বামীতে ৷ ব্যাটে রান তো তিনি করেই থাকেন ৷ উইকেটকিপারের পাশাপাশি তিনি একজন অসাধারণ ফিল্ডারও বটে ৷ বৃহস্পতিবার তাঁর ‘স্পাইডারম্যান’ সুলভ ক্যাচ দেখে সবাই বাকরুদ্ধ হয়ে পড়েন ৷ হেলসের মারা একটা শট ডিপ মিডউইকেট বাউন্ডারির ধারে শূন্যে লাফিয়ে উঠে ধরে নেন ডেভিলিয়ার্স। ব্যাট হাতেও ৩৯ বলে ৬৯ রান করে যান তিনি ৷
ম্যাচের সেরার পুরস্কারও স্বভাবতই এবি-র দখলেই গিয়েছে ৷ বিরাটদের দুরন্ত জয়ের পর এদিন শুধু ‘এবিডি এবিডি..’ ধ্বনিই শোনা গিয়েছে গোটা স্টেডিয়াম জুড়ে ৷ লিগ টেবলে এক নম্বরে থাকা সানরাইজার্সকে হারিয়ে প্লে অফে ওঠার লড়াই জমিয়ে দিয়েছে আরসিবি ৷ বিরাটদের প্লাস পয়েন্ট তাঁদের নেট রানরেট অত্যন্ত ভাল ৷ বিরাটদের এর পরের ম্যাচ রাজস্থানের বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ ওই ম্যাচ বড় ব্যবধানে জিতলে বাকী টিমদের সঙ্গে তখন পয়েন্ট সমান থাকলেও প্লে অফে ওঠার রাস্তা খুলে যেতে পারে আরসিবি-র ৷
advertisement
advertisement
চিন্নাস্বামীতে এবি-র অসাধারণ ক্যাচ দেখে আরসিবি অধিনায়ক কোহলি বলেন, ‘‘ সাধারণ মানুষ ও সব করতে পারে না। ক্যাচটা নিল যেন একেবারে স্পাইডারম্যান!’’ পাশাপাশি এবি-র ব্যাটিং নিয়ে তিনি বলেন, ‘‘এবির শট আমাকে এখনও মুগ্ধ করে রেখেছে।’’
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 18, 2018 11:29 AM IST