বিরাট –অনুষ্কার কি কথা বন্ধ, চমকে যাবেন না, টুইট বার্তায় যা হল স্পষ্ট
Last Updated:
বিরুষ্কার জীবনে এখন পুরোটাই ‘ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত’টাইপ ৷
#নয়াদিল্লি: বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা-র কি মুখোমুখি কিম্বা দূরাভাষে কথা হয় না ৷ চমকে উঠবেন না ৷ একে অপরকে যে পরিমাণ সোশ্যাল মিডিয়ার পোস্টে কথা চালাচালি করেন তাতে তাই মনে হতেই পারে ৷
কিন্তু কেসটা আদপেই তা নয় ৷ বিরুষ্কার জীবনে এখন পুরোটাই ‘ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত’টাইপ ৷ একজন সোশ্যাল মিডিয়ায় কোনও মেসেজ করলেই অন্যজন তাঁর উত্তর দিচ্ছেন সামাজিক মাধ্যমেই ৷
জাতীয় দলের জার্সি গায়ে যেরকম কাঁপানো পারফরম্যান্স দিয়েছেন কোহলি, ঠিক তেমনিই আইপিএলের জার্সিতেও ঝাঁঝ দেখাচ্ছেন ৷ ১২ ম্যাচে ৫০০ রানের গন্ডিও পেরিয়ে গেলেন তিনি ৷ ৫১৪ রান করে ফেলেছেন কোহলি ৷ আসলে অনুষ্কা সোশ্যাল মিডিয়ায় বিরাটদের চাঙ্গা করার অনুষ্কার বার্তা এখন সুপারহিট ৷
advertisement
advertisement
স্ত্রী অনুষ্কার এই পোস্টের উত্তর বিরাট কোহলিও দিয়েছেন পোস্টেই ৷ তিনি কিংস ইলেভেন পঞ্জাবকে হারানোর পর লিখেছেন, ‘‘ইয়েস মাই লাভ, ইনডিড উই অ্যারাইভড টুডে ৷’’ বার্তা পরিষ্কার যে লক্ষ্যের জন্য ঝাঁপিয়েছিলেন কিংস বধের পর নিশ্চিতভহাবেই সেই লক্ষ্যে পৌঁছলেন ৷
advertisement
এদিকে অনুষ্কা আবার এই মুহূর্তে দেশেই নেই , শাহরুখের সঙ্গে জিরো ছবির শ্যুটিং করছেন মার্কিন মুলুকে ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 15, 2018 7:04 PM IST