কলকাতা নয়, কিংসে মজে মহারাজ, গেইলকে নয়া খেতাব সৌরভের

Last Updated:

মহারাজের মন মজেছে কিংসে ৷ আইপিএলে তরতর করে এগোচ্ছে কিংস ইলেভেন পঞ্জাব ৷ পরপর জয় তারওপর গেইল ঝড়ে বিপর্যস্ত হয়ে যাচ্ছেন বিপক্ষ ৷

#কলকাতা: মহারাজের মন মজেছে কিংসে ৷ আইপিএলে তরতর করে এগোচ্ছে কিংস ইলেভেন পঞ্জাব ৷ পরপর জয় তারওপর গেইল ঝড়ে বিপর্যস্ত হয়ে যাচ্ছেন বিপক্ষ ৷
নিলাম ব্রাত্যর দলে পড়ে যাওয়া  ক্রিস গেইলকে তুলে নিতে দ্বিধা করেননি কিংস মালকিন প্রীতি জিন্টা ৷ পাশাপাশি অধিনায়ক হিসেবেও  বেশ হঠকে পছন্দ দেখিয়েছিল কিংস থিঙ্কট্যাঙ্ক ৷ সিএসকে-র এতদিনের সৈনিক রবিচন্দ্রন অশ্বিনকে তুলে নিয়ে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল অধিনায়কত্বের ব্যাটন ৷ দুটি স্ট্র্যাটেজিই এখনও অবধি সুপারহিট প্রীতি-র দলের ৷
File Photo File Photo
advertisement
advertisement
ক্রিস গেইলকে প্রথম সিএসকের বিরুদ্ধে ম্যাচে ব্যবহার করেছিলেন অশ্বিন ৷ অথচ এই দলের বিরুদ্ধে পারফরম্যান্স বেশ খারাপ ছিল গেইলের ৷ কিন্তু এই নতুন অধিনায়কের আস্থা বিফলে যেতে দেননি ক্যারিবিয়ান তারকা ৷ পাশাপাশি আইপিএলের কমন ফান্ডা  টসে জিতে ফিল্ডিংয়ের চিরাচরিত ধারণাও ভেঙেছেন তিনি ৷ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দলের ব্যাটসম্যানদের সুযোগ দিয়েছেন তিনি ৷
advertisement
বয়সকে যেন তুড়ি মেরে ওড়াচ্ছেন গেইল ৷ ব্যাট হাতে ফের ঝড় তুলছেন তিনি ৷ আর তাঁর এই ফর্মে মজেছেন  সৌরভও ৷ সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাকটিভ নন সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু অশ্বিনের অভিনব অধিনায়কত্বের প্রশংসায় নেটে নেমেছেন দাদা ৷ পাশাপাশি গেইলকেও বলেছেন ‘ইউনিভার্স বস ’ অর্থাৎ বিশ্বের বস ৷
Photo Courtesy: Sourav Ganguly  /Twittter Handle Photo Courtesy: Sourav Ganguly /Twittter Handle
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কলকাতা নয়, কিংসে মজে মহারাজ, গেইলকে নয়া খেতাব সৌরভের
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement