কলকাতা নয়, কিংসে মজে মহারাজ, গেইলকে নয়া খেতাব সৌরভের
Last Updated:
মহারাজের মন মজেছে কিংসে ৷ আইপিএলে তরতর করে এগোচ্ছে কিংস ইলেভেন পঞ্জাব ৷ পরপর জয় তারওপর গেইল ঝড়ে বিপর্যস্ত হয়ে যাচ্ছেন বিপক্ষ ৷
#কলকাতা: মহারাজের মন মজেছে কিংসে ৷ আইপিএলে তরতর করে এগোচ্ছে কিংস ইলেভেন পঞ্জাব ৷ পরপর জয় তারওপর গেইল ঝড়ে বিপর্যস্ত হয়ে যাচ্ছেন বিপক্ষ ৷
নিলাম ব্রাত্যর দলে পড়ে যাওয়া ক্রিস গেইলকে তুলে নিতে দ্বিধা করেননি কিংস মালকিন প্রীতি জিন্টা ৷ পাশাপাশি অধিনায়ক হিসেবেও বেশ হঠকে পছন্দ দেখিয়েছিল কিংস থিঙ্কট্যাঙ্ক ৷ সিএসকে-র এতদিনের সৈনিক রবিচন্দ্রন অশ্বিনকে তুলে নিয়ে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল অধিনায়কত্বের ব্যাটন ৷ দুটি স্ট্র্যাটেজিই এখনও অবধি সুপারহিট প্রীতি-র দলের ৷
advertisement
advertisement
ক্রিস গেইলকে প্রথম সিএসকের বিরুদ্ধে ম্যাচে ব্যবহার করেছিলেন অশ্বিন ৷ অথচ এই দলের বিরুদ্ধে পারফরম্যান্স বেশ খারাপ ছিল গেইলের ৷ কিন্তু এই নতুন অধিনায়কের আস্থা বিফলে যেতে দেননি ক্যারিবিয়ান তারকা ৷ পাশাপাশি আইপিএলের কমন ফান্ডা টসে জিতে ফিল্ডিংয়ের চিরাচরিত ধারণাও ভেঙেছেন তিনি ৷ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দলের ব্যাটসম্যানদের সুযোগ দিয়েছেন তিনি ৷
advertisement
বয়সকে যেন তুড়ি মেরে ওড়াচ্ছেন গেইল ৷ ব্যাট হাতে ফের ঝড় তুলছেন তিনি ৷ আর তাঁর এই ফর্মে মজেছেন সৌরভও ৷ সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাকটিভ নন সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু অশ্বিনের অভিনব অধিনায়কত্বের প্রশংসায় নেটে নেমেছেন দাদা ৷ পাশাপাশি গেইলকেও বলেছেন ‘ইউনিভার্স বস ’ অর্থাৎ বিশ্বের বস ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 23, 2018 3:21 PM IST