আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে ১৫ মিনিটের পারফরম্যান্সের জন্য নাকী ৫ কোটি নিচ্ছেন রণবীর সিং!

Last Updated:

শোনা যাচ্ছে, ১১ তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন রণবীর। ১৫ মিনিটের সেই পারফর্ম‍্যান্স! ধারনা আছে তার জন্য কত টাকা নিচ্ছেন নায়ক?

#মুম্বই: এই মুহূর্তে বলিটাউনে চাহিদার তুঙ্গে একমাত্র একজনই-- রণবীর সিং! 'আলাউদ্দিন খিলজি'র মুকুটে আরও একটা পালক জুড়তে চলেছে! শোনা যাচ্ছে, ১১ তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন রণবীর। ১৫ মিনিটের সেই পারফরম্যান্স! ধারনা আছে তার জন্য  কত টাকা নিচ্ছেন নায়ক?
বিস্বস্ত সূত্রের খবর, ১৫ মিনিটের একটা ডান্স সিকোয়েন্সের জন্য 'বেফিকরে' স্টার-এর পারশ্রমিক ৫ কোটি টাকা!
advertisement
নায়কের ঘনিষ্ঠ একজনের থেকে জানা যায়, '' রণবীর প্রথমে বলেছিল ক্যাসুয়াল একটা পারফরম্যান্স করবেন। কিন্তু আইপিএল-এর আয়োজকরা চান ওইদিন পুরোদমে পারফর্ম করুন তিনি। আর সেজন্যই অত টাকা দিচ্ছেন।"
advertisement
কাজ নিয়ে বরাবরই প্রফেশনাল রণবীর। এই মুহূর্তে তিনি জোয়া আখতার-এর 'গাল্লি বয়'-এর শুটিং-এ ব্যস্ত। চলছে রোহিত শেট্টি-র 'সিমবা' প্রস্তুতিপর্বও। কিন্তু তার মধ্যেও সময় বের করে, নিয়মিত চলছে আইপিএল-এর অনুষ্ঠানের জন্য তাঁর নাচের রিহার্সাল!
বাংলা খবর/ খবর/IPL 2018/
আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে ১৫ মিনিটের পারফরম্যান্সের জন্য নাকী ৫ কোটি নিচ্ছেন রণবীর সিং!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement