ঝলসে উঠছে মাহির ব্যাট, ঘাম ছুটছে গেইলের, ছক্কা মারায় কেকেআর কি অক্কা পেল,জানুন

Last Updated:

এবারের আইপিএলে ৩৬-র ধোনিই বাজিমাত করছেন ৷ সিএসকে-র জার্সি গায়ে তাঁর পারফরম্যান্স এ কথায় লা জবাব ৷

#চেন্নাই: এবারের আইপিএলে ৩৬-র ধোনিই বাজিমাত করছেন ৷ সিএসকে-র জার্সি গায়ে তাঁর পারফরম্যান্স এ কথায় লা জবাব ৷
বয়স যে তাঁর স্কিলে থাবা বসায়নি এবারের আইপিএলের মঞ্চকে যেন সেটা প্রমাণ করার জন্যেই ব্যবহার করলেন সিএসকে-র ‘থালা’৷ এই মরশুমে ২০ টি ওভারবাউন্ডারি মারা হয়ে গেছে তাঁর ৷ আগে যে গতিতে বল বাউন্ডারি ও ওভারবাউন্ডারি মারতেন তার চেয়ে এবার যেন আরও দক্ষ ৷ শুধু কথা নয় পরিসংখ্যানও সেই কথারই প্রমাণ দিচ্ছে ৷ ৬ মারতে মাত্র আটের চেয়ে একটু বেশি বল নিচ্ছেন তিনি ৷ সেটার প্রকৃত হিসাব হচ্ছে ৮.৪৫ বল ৷ এর আগে এই পরিসংখ্যান ছিল ১০ বল প্রতি ৬ মারা ৷ যখন কেরিয়ারের তুঙ্গে ছিলেন মাহি, সেই সময়ের থেকেও কী আরও তুখোড় হয়ে গেলেন মাহি ৷
advertisement
বাউন্ডারি মারার ক্ষেত্রেও কেরিয়ারের সেরা পরিসংখ্যান দিচ্ছেন তিনি ৷ এখন প্রতি ৪ বলে একটি বাউন্ডারি মারছেন ধোনি ৷ এর আগে রাইজিং পুণে সুপারজায়ন্টসের হয়ে ৮ বলে মারতেন তার আগে ১০ বলে চার মারতেন ধোনি ৷
advertisement
Photo: News18 Creative Photo: News18 Creative
আসলে সিএসকে-র ফিরে আসার মঞ্চকেই নিজের ধামাকা ক্রিকেটার হিসেবে ফিরে আসার জন্য বেছে নিয়েছেন তিনি ৷ যা বোলারদের জন্য পরিস্থিতি আরও ভয়ঙ্কর বানিয়ে দিচ্ছে ৷ এবারের আইপিএলে প্রত্যাশিত ভাবেই ক্রিস গেইলের ছক্কা হাঁকানোর সংখ্যা সবচেয়ে বেশি ৷ তাঁর ঝোলায় রয়েছে ২৩ টি ছয় ৷
advertisement
Photo: News18 Creative Photo: News18 Creative
অন্যদিকে দল হিসেবে চেন্নাই সুপার কিংস সবেচেয়ে বেশি ৮৬ টি ছয় মেরেছে আর কেকেআর মেরেছে ৭১ টি ছয় ৷ ছয় মারার তালিকাতে কলকাতার অবস্থান ৭১ নম্বরে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ঝলসে উঠছে মাহির ব্যাট, ঘাম ছুটছে গেইলের, ছক্কা মারায় কেকেআর কি অক্কা পেল,জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement