শুধু নয় আরবাজ খান,মুম্বইয়ের আইপিএল বেটিং র‍্যাকেটে যুক্ত হয়ে গেল কলকাতা কানেকশন

Last Updated:

মুম্বইয়ের বেটিং কাণ্ডে বড়সড় পদক্ষেপ মুম্বই পুলিশের ৷ থানে পুলিশ মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট (MCOCA) –র প্রয়োগ করতে চলেছে ৷

#মুম্বই : মুম্বইয়ের বেটিং কাণ্ডে বড়সড় পদক্ষেপ মুম্বই পুলিশের ৷ থানে পুলিশ মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট (MCOCA) –র প্রয়োগ করতে চলেছে ৷ রিতেশ হাসমুখ শাহের দায়ের করা এফআইআর –র ভিত্তিতে এই আইন প্রণয়ন হতে চলেছে সোনু জালান ও তাঁর সাগরেদ সোনু মালাদে-র ওপর ৷
এদিকে এফআইআরে যে নামগুলি উঠেছে তাতে কলকাতা কানেকশনও জড়িয়ে গেল ৷ বেটিং দুনিয়ায় জুনিয়র কলকাতা নামে খ্যাত সুরিন্দর বাগরি কলকাতার লোক ৷ এছাড়াও এফআইআরে রয়েছে মুনির খান, কিরণ মালা, কেতন তান্না, রবি সুলায়া পূজারিরও নাম রয়েছে ৷ অভিযোগকারী রিতেশ হাসমুখ শাহ জানিয়েছেন তাঁকে হত্যা করার হুমকি দেওয়া হত ৷ পাশাপাশি ৩ কোটি টাকা চাওয়া হচ্ছিল ৷ তাঁকে ভয় দেখাতে বন্দুকও দেখানো হয়েছিল ৷ জানুয়ারি মাসের ২২ তারিখে তাঁকে থানে থেকে তুলে নিয়ে গিয়ে গোরেগাঁও নিয়ে যাওয়া হয়েছিল ৷ তাঁর ফ্ল্যাট মর্ডগেজ লিখিয়ে নেওয়া হয় জোরকরে ৷ এই এফআইআরের ভিত্তিতেই MCOCA –আইন প্রয়োগ করতে চলেছে থানে পুলিশ স্টেশন ৷
advertisement
advertisement
এদিকে এই তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্যও উঠে এসেছে ৷ সূত্রের খবর নাম জড়িয়েছে প্রাক্তন পুলিশ সোহেল বুদ্ধা ও তাঁর ভাই সমীরের ৷ খবর সমীরের গাড়িতে করে সোনুর অ্যাকাউন্টে ২ কোটি টাকা ট্রান্সফার করেছিলেন সোহেল ৷ এঁদেরকেও খুব দ্রুত সমন পাঠানো হবে ৷
advertisement
এই সমীরের সূত্র ধরেই বিভিন্ন পুলিশের সঙ্গে যোগসূত্র ছিল সোনুর ৷ যাঁদের সঙ্গে ফোনের কথোপকথন রেকর্ড করত সে, পরে সেই দিয়ে তাঁদের ব্ল্যাকমেলও করা হত ৷
এদিকে এই ঘটনা প্রথম লাইমলাইটে আসে যখন আরবাজ খানের নাম জড়িয়ে যায় ৷ পুলিশি জেরায় আরবাজ জানিয়েছেন তিনি ৬ বছর ধরে নিয়মিত আইপিএলে বেটিং করছিলেন ৷ এদিকে এই তদন্তের সূত্রে আলুম্ব্রা এন্টারটেনমেন্ট ও লোটাস ফিল্ম কোম্পানির সিইও পরাগ সাংভি-কেও ডাকতে চলেছে থানে পুলিশ ৷
বাংলা খবর/ খবর/খেলা/
শুধু নয় আরবাজ খান,মুম্বইয়ের আইপিএল বেটিং র‍্যাকেটে যুক্ত হয়ে গেল কলকাতা কানেকশন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement