নীতিশ রানার চোট চিন্তায় রাখছে কেকেআর শিবিরকে
Last Updated:
নাইট রাইডার্স দলের এখন অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি ৷
#কলকাতা: নাইট রাইডার্স দলের এখন অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি ৷ চলতি আইপিএলে বেশ কয়েকটা দুর্দান্ত ব্যাটিংয়ের উপহার দিয়েছেন ৷ দলের মিডল অর্ডারকে সামলানোর দায়িত্ব এখন অনেকটাই তাঁর উপর ৷ কিন্তু এর মধ্যেই চোট পেয়ে যাওয়াতে এখন সমস্যায় ব্যাটসম্যান নীতিশ রানা ৷ আরসিবি-র বিরুদ্ধে গত ম্যাচেই কোমরে চোট পেয়েছিলেন ৷ সেই চোটই এখন ভোগাচ্ছে রানাকে ৷ অনুশীলনেও তাঁকে ফিজিও অ্যান্ড্রু লিপাসের সঙ্গেই বেশি সময় কাটাতে দেখা গিয়েছে ৷ নীতিশের চোট কতটা গুরুতর , তা নিয়ে অবশ্য কিছু জানায়নি কেকেআর টিম ম্যানেজমেন্ট ৷
কেকেআরের রিজার্ভ বেঞ্চও এবছর তেমন শক্তিশালী দেখাচ্ছে না ৷ নীতিশ রানার বদলি হিসেবে ইশাঙ্ক জাগ্গি বা রিঙ্কু সিং-কে খেলানোই যায় ৷ কিন্তু তাঁরা বদলি হিসেবে কতটা যোগ্য তা নিয়ে সন্দেহ রয়েছে ৷ বেঙ্গালুরুতে ম্যাচ শেষে লিন শুধু জানিয়েছিলেন, ‘‘ রানার কোমরে হালকা চোট রয়েছে ৷ পরপর বেশ কয়েকটা ম্যাচ খেলাতে এই সমস্যা হতেই পারে ৷ আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবে ও ৷ ’’
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 02, 2018 2:59 PM IST