ম্যাচ লাইভ দেখতে দুরন্ত অফার জিও-র, এসে গেল ‘ক্রিকেট সিজন প্যাক’

Last Updated:
#কলকাতা: আইপিএল শুরু হতে আর মাত্র কয়েকটা দিনই বাকি ৷ শনিবার থেকেই শুরু হয়ে যাচ্ছে দেশের ‘সবচেয়ে বড় তিওহার’ ৷ শত ব্যস্ততার মধ্যেও নিজের প্রিয় দলের খেলা দেখতে ভোলেন না কেউই ৷ আট থেকে আশি আগামী দু’মাস মাতবেন শুধুমাত্র ক্রিকেটে ৷
ব্যাটে বলে ধুন্ধুমার লড়াই শুরু হওয়ার আগে গ্রাহকদের জন্য বিশেষ অফার নিয়ে এল জিও ৷ যার নাম ‘জিও ক্রিকেট সিজন প্যাক’ ৷ মাত্র ২৫১ টাকায় ৫১ দিনের জন্য এই অফারে পাওয়া যাবে ১০২ জিবি ডেটা ৷ আইপিএল লাইভ দেখতে তাই আরও বেশি ডেটা পাওয়া যাচ্ছে অনেক কম দামেই ৷ জিও-র গ্রাহকরা এর ফলে ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন সহজেই ৷
advertisement
advertisement
সংস্থার তরফে একটি বিবৃতিতে এদিন জানানো হয়, ‘‘ ক্রিকেটপ্রেমীদের জন্য এবার জিও ক্রিকেট সিজন প্যাক নিয়ে এসেছে সংস্থা ৷ যেখানে প্রায় প্রতিটি ম্যাচেরই লাইভ স্ট্রিমিং দেখা যাবে ৷ ২৫১ টাকায় ৫১ দিনের জন্য ১০২ জিবি ডেটা পাচ্ছেন জিও গ্রাহকরা ৷ ক্রিকেট প্যাক এই প্রথম লঞ্চ করল জিও ৷ এই প্যাক বিশেষভাবে ভিডিও দেখার জন্যই দেওয়া হয়েছে ৷ এর ফলে আরও সহজে নিজেদের পছন্দের ম্যাচ লাইভ এবং ক্লিপিংস দেখতে পারবেন গ্রাহকরা ৷ ’’
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ম্যাচ লাইভ দেখতে দুরন্ত অফার জিও-র, এসে গেল ‘ক্রিকেট সিজন প্যাক’
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement