ম্যাচ লাইভ দেখতে দুরন্ত অফার জিও-র, এসে গেল ‘ক্রিকেট সিজন প্যাক’
Last Updated:
#কলকাতা: আইপিএল শুরু হতে আর মাত্র কয়েকটা দিনই বাকি ৷ শনিবার থেকেই শুরু হয়ে যাচ্ছে দেশের ‘সবচেয়ে বড় তিওহার’ ৷ শত ব্যস্ততার মধ্যেও নিজের প্রিয় দলের খেলা দেখতে ভোলেন না কেউই ৷ আট থেকে আশি আগামী দু’মাস মাতবেন শুধুমাত্র ক্রিকেটে ৷
ব্যাটে বলে ধুন্ধুমার লড়াই শুরু হওয়ার আগে গ্রাহকদের জন্য বিশেষ অফার নিয়ে এল জিও ৷ যার নাম ‘জিও ক্রিকেট সিজন প্যাক’ ৷ মাত্র ২৫১ টাকায় ৫১ দিনের জন্য এই অফারে পাওয়া যাবে ১০২ জিবি ডেটা ৷ আইপিএল লাইভ দেখতে তাই আরও বেশি ডেটা পাওয়া যাচ্ছে অনেক কম দামেই ৷ জিও-র গ্রাহকরা এর ফলে ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন সহজেই ৷
advertisement
advertisement
সংস্থার তরফে একটি বিবৃতিতে এদিন জানানো হয়, ‘‘ ক্রিকেটপ্রেমীদের জন্য এবার জিও ক্রিকেট সিজন প্যাক নিয়ে এসেছে সংস্থা ৷ যেখানে প্রায় প্রতিটি ম্যাচেরই লাইভ স্ট্রিমিং দেখা যাবে ৷ ২৫১ টাকায় ৫১ দিনের জন্য ১০২ জিবি ডেটা পাচ্ছেন জিও গ্রাহকরা ৷ ক্রিকেট প্যাক এই প্রথম লঞ্চ করল জিও ৷ এই প্যাক বিশেষভাবে ভিডিও দেখার জন্যই দেওয়া হয়েছে ৷ এর ফলে আরও সহজে নিজেদের পছন্দের ম্যাচ লাইভ এবং ক্লিপিংস দেখতে পারবেন গ্রাহকরা ৷ ’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 04, 2018 9:00 PM IST