মায়ান্তিতে মজে সঙ্গাকারা, সোশ্যাল মিডিয়ায় খুল্লমখুল্লা কী বললেন ? দেখে নিন

Last Updated:

কুমার সঙ্গাকরার মুখে হঠাৎ মায়ান্তি ল্যাঙ্গারের প্রশংসা !

#কলকাতা: কুমার সঙ্গাকরার মুখে হঠাৎ মায়ান্তি ল্যাঙ্গারের প্রশংসা ! হ্যাঁ, প্রশংসা তিনি করতেই পারেন ৷  কিন্তু সোশ্যাল মিডিয়ায় একেবারে খুল্লম খুল্লা !
জনপ্রিয় স্পোর্টস শো অ্যাঙ্কর এবং স্টুয়ার্ট বিনি-র স্ত্রী মায়ান্তি ল্যাঙ্গারের সঞ্চালনায় মুগ্ধ আট থেকে আশি প্রত্যেকেই ৷ শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক সঙ্গাকারাও সেই তালিকা থেকে এবার বাদ গেলেন না ৷ মায়ান্তিতে মুগ্ধ তিনিও ৷  তাঁর প্রশংসায় ট্যুইট করতেও ভোলেননি সঙ্গা ৷ তিনি লেখেন, ‘‘ মায়ান্তি তুমি অসাধারণ। পেশাদারিত্ব এবং বুদ্ধিমত্তার সঙ্গেই সমস্ত কাজ কর। তোমার সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি। আশা করি, ভবিষ্যতে ফের তোমার সঙ্গে কাজ করার সুযোগ পাব। ধন্যবাদ।’’
advertisement
1
advertisement
advertisement
সঙ্গাকারার ট্যুইটের জবাবও দিয়েছেন মায়ান্তিও ৷ তিনি বলেন, ‘‘এমন প্রশংসার জন্য সঙ্গা তোমাকে ধন্যবাদ। চরম বিশৃঙ্খলার মধ্যেও তুমি ভীষণ শান্ত থাকতে। তোমার সঙ্গে কাজ করতে পারাটা সম্মানের।’’
2
বাংলা খবর/ খবর/খেলা/
মায়ান্তিতে মজে সঙ্গাকারা, সোশ্যাল মিডিয়ায় খুল্লমখুল্লা কী বললেন ? দেখে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement