রাবাদাকে ছাড়াই আইপিএলে এবার চমকে দিতে প্রস্তুত গম্ভীরের দিল্লি

Last Updated:

দলের অন্যতম তারকা পেসার কাগিসো রাবাদাকে গোটা টুর্নামেন্টেই আর পাচ্ছে না দিল্লি ডেয়ারডেভিলস ৷

#নয়াদিল্লি: আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে দিল্লি ডেয়ারডেভিলস ৷ দলের অন্যতম তারকা পেসার কাগিসো রাবাদাকে গোটা টুর্নামেন্টেই আর পাচ্ছে না দিল্লি ডেয়ারডেভিলস ৷ চোটের জন্য আসন্ন আইপিএল থেকে ছিটকে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার ৷ কোমরের চোটে অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে রাবাদাকে ৷
আইপিএল শুরুর আগে অনেক ক্রিকেটারই চোট-আঘাতের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন ৷ তাই তাঁদের বদলিও তাড়াতাড়ি খুঁজে নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই ফ্র্যাঞ্চাইজিগুলির ৷ রাবাদাকে না পেলেও আসন্ন টুর্নামেন্টে ভাল ফল করার জন্য দিল্লি দল তৈরি বলেই জানিয়েছেন কোচ রিকি পন্টিং ৷ তিনি দায়িত্ব নেওয়ার পরেই দলের ক্রিকেটারদের শরীরী ভাষাও যেন বদলে গিয়েছে বলে মনে করা হচ্ছে ৷
advertisement
অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক পরিষ্কার বলছেন, ‘‘ আমি দলের ছেলেদের বলে দিয়েছি, অতীতে কী হয়েছে, তা ভুলে যেতে হবে। আমাদের টিম এ বার যথেষ্ট ভাল হয়েছে। এই দলের ক্ষমতা আছে আইপিএল জেতার। ছেলেরা যদি ভেবে থাকে, আমার আগ্রাসী মেজাজটা দেখেছে, তা হলে ভুল করবে। এখনও কিছুই তো দেখেনি!’’
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
রাবাদাকে ছাড়াই আইপিএলে এবার চমকে দিতে প্রস্তুত গম্ভীরের দিল্লি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement