ব্যাট হাতে মাঠে রানের ফুলঝুরি তো দেখছেন, চিনে নিন ক্রমতালিকার টপারদের
Last Updated:
শুধু দলগত পারফরম্যান্সই নয়, বেশ কিছু ব্যক্তিগত পারফরম্যান্সও নজর কাড়ল ৷
#মুম্বই :মিলিয়ন ডলার ক্রিকেটে এখন মজে সকলেই ৷ টিভি স্ক্রিন হক অনলাইন নির্দিষ্ট সময়ের পর সকলের চোখেই ৷ প্রাথমিক পর্বে বেশ কিছু নজরকাড়া পারফরম্যান্স দেখা গেল ৷ শুধু দলগত পারফরম্যান্সই নয়, বেশ কিছু ব্যক্তিগত পারফরম্যান্সও নজর কাড়ল ৷
ঋষভ পন্থ
দিল্লি ডেয়ারডেভিলসের এ মরশুমটা বেশ খারাপ গেছে ৷ শেষদিকে একটু পারফরম্যান্স গ্রাফ উঠলেও টেবলের শেষ জায়গাটাই তাদের জন্য বরাদ্দ হয়েছে ৷ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নিজের সেরা ব্যাটটা করেছেন তিনি ৷ ১২৮ রানে অপরাজিত ছিলেন তিনি ৷ তাঁর ইনিংস সাজানো ছিল ১৫ টি চার ও ৭ টি ছয় দিয়ে ৷
advertisement
advertisement
ক্রিস গেইল
কিংস ইলেভেন পঞ্জাবের ক্রিস গেইল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দারুণ একটা পারফরম্যান্স দিয়েছিলেন ৷ এ মরশুমের আইপিএল নিলামে প্রথম রাউন্ডে কেউ তাঁকে কিনতে চায়নি কিন্তু কিংসে সুযোগ পেয়ে ফের একবার নিজের সিংহ বিক্রম প্রমাণ করেছিলেন তিনি ৷ ১০৪ রানে অপরাজিত থাকেন তিনি ৷ ৬৩ বলে এই রান করেছেন তিনি ৷ ১১ টি ছয় ও ১টি চার মেরেছিলেন গেইল ৷
advertisement
অম্বাতি রায়ডু
আগের দুটি দলের ক্রিকেটার ব্যক্তিগত পারফরম্যান্সের নৈপুণ্য দেখলেও কেউই প্লে অফের টিকিট পাননি ৷ তবে এই তালিকার তিন নম্বরে পারফরম্যান্স থাকলেও চেন্নাই সুপার কিংসের অম্বাতি রায়ডু ১০০ রানে অপরাজিত ছিলেন ৷ এবারও প্রতিপক্ষ সেই সানরাইজার্স হায়দরাবাদ ৷ ৬২ বলে শতরান করেন তিনি ৷ তাঁর ইনিংসে ছিল ৭ টি বাউন্ডারি ও ৭ টি ওভার বাউন্ডারি ৷
advertisement
কেএল রাহুল
কিংস ইলেভেনের এই ক্রিকেটারও ব্যাট হাতে ভালোই দাপট দেখিয়েছেন এই মরশুমে ৷ মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে ৯৪ রান করেছিলেন তিনি ৷ ১৪ ম্যাচে ৬৫৯ রান করেছেন তিনি ৷ গড় ৫৪.৯১ ৷ কিন্তু মুম্বইয়ের বিরুদ্ধে তাঁর ইনিংসটা নিঃসন্দেহে নজর কাড়া ৷
জস বাটলার
মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে ৯৪ রান করেছিলেন তিনি ৷ রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে বাটলারের মরশুমটা বেশ ভালোই গেছে ৷ জস বাটলারের ইনিংস সাজানো ৯ টি চার ও ৫ টি ছয় দিয়ে ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 21, 2018 4:08 PM IST