আইপিএল বেটিং সংক্রান্ত কাণ্ডে থানে পুলিশ স্টেশনে পৌঁছলেন আরবাজ খান
Last Updated:
থানে পুলিশ স্টেশনে হাজির আরবাজ খান ৷ ২০১৮ –র আইপিএলে ফের শিরোনামে বেটিং স্ক্যান্ডাল উঠে আসে দিন দুয়েক আগে থেকে ৷
#মুম্বই: থানে পুলিশ স্টেশনে হাজির আরবাজ খান ৷ ২০১৮ –র আইপিএলে ফের শিরোনামে বেটিং স্ক্যান্ডাল উঠে আসে দিন দুয়েক আগে থেকে ৷ যখন বেটিংয়ের কিং পিন সোনু জালানকে গ্রেফতার করে মুম্বই পুলিশ তাঁকে জেরায় উঠে আসে বলিউডের অভিনেতা ও ডিরেক্টর আরবাজ খানের নাম ৷ এরপরই আইপিএল বেটিংয়ের তদন্তের জন্য থানে পুলিশ তাঁকে সমন পাঠানো হয়েছিল ৷ সেই সূত্রে শনিবার সকালে থানে পুলিশ স্টেশনে পৌঁছনো সলমান খানের ভাই ৷
হাই প্রোফাইল বুকি সোনু জালানকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে সলমান খানের ভাইয়ের নাম ৷ অ্যান্টি এক্সটরশান সেলের পক্ষ থেকে আরবাজ খানের জবানবন্দিও রেকর্ড করা হবে বলেও জানানো হয়েছে ৷ বলিউড সুপারস্টার সলমন খানের ভাই আরবাজ খান বুকিদের মাধ্যমে আইপিএলের একাদশ মরশুম চলাকালীন বেটিংয়ে টাকা লাগাতেন ৷
অ্যান্টি এক্সটরশান সেলের পক্ষ থেকে পুলিশ আধিকারিক প্রদীপ শর্মা জানিয়েছেন , ‘‘ বেটিংয়ে তাঁর ভূমিকা খতিয়ে দেখা হবে এবং তাঁর বয়ান রেকর্ড করা হবে ৷ ’’ এদিন আরবাজ খানকে জিজ্ঞাসাবাদ করবে পাঁচ সদস্যের দল ৷ নিজের কালো বিএমডাব্লু গাড়িতে এদিন ১১ টার সময় পুলিশ স্টেশনে পৌঁছোন আরবাজ ৷ তবে মিডিয়ায় প্রশ্নের সামনে মুখ খোলেননি ‘ভাইজান’-র ভাইজান ৷
advertisement
advertisement
আইপিএলের বেটিংয়ে আরবাজ ২.৮ কোটি টাকা র ক্ষতি করেছিলেন যার পর জালানের থেকে হুমকি পাচ্ছিলেন ৷ ১৬ মে প্রথম থানে ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি এক্সটরশান সেল দোম্বিভিলির একটি বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে একটি বড় বেটিং সিন্ডিকেটের খোঁজ পায় ৷ পুলিশের দাবি প্রায় ১০০ কোটি টাকার টার্নওভার হয়েছে এই সিন্ডিকেটের হাত ধরে ৷ বেটিং দুনিয়ায় সোনু জালানের একটা ডায়ারি উদ্ধার হয়েছে যেখানে আরও বড় চমকদার নামের সূত্র পাওয়ার সম্ভবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷ এই বেটিং চক্রেরই কিং পিন ছিলেন জুনিয়র কলকাতা নাম নিয়ে কাজ করতেন তিনি ৷
advertisement
পাশাপাশি এই সোনু জালানের দাউদ যোগাযোগেরও সূত্র পাওয়া গেছে ৷ বছর কয়েক আগে আইপিএল কে কাঁপিয়ে দিয়েছিল স্পট ফিক্সিং বিতর্ক ৷ তবে ফের একবার স্ক্যানারের নিচে চলে এল মিলিয়ন ডলার এই টুর্নামেন্ট ৷
#WATCH: Actor-producer Arbaz Khan appears before Thane Anti-Extortion Cell, he was summoned in connection with probe of an IPL betting case. #Maharashtra pic.twitter.com/Yw5tmloxud
— ANI (@ANI) June 2, 2018
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 02, 2018 11:38 AM IST