IPL উদ্বোধনে অনুষ্কার দুর্দান্ত নাচ! হবু বউকে মঞ্চে দেখে হা বিরাট কোহলি, তার পর...
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ipl 2025- ২০১৫ সালে বিরাট এবং অনুষ্কার ডেটিং নিয়ে গুজব উড়ছিল। সেই বছরের উদ্বোধনী অনুষ্ঠান পারফর্ম করেন অনুষ্কা। কালো এবং সাদা পোশাক পরে অনুষ্কা তাঁর ২০১১ সালে রিলিজ হওয়া 'লেডিস ভার্সেস রিকি বেহল' সিনেমার 'ঠগ লে' গানে পারফর্ম করেছিলেন।
কলকাতা: ২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) মরসুম শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী দিশা পাটানি, গায়িকা শ্রেয়া ঘোষাল এবং পঞ্জাবি শিল্পী করণ আউজলা দুরন্ত পারফরম্যান্স করেছেন। অনুষ্ঠানের পর টুর্নামেন্টের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স খেলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) বিপক্ষে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে আইপিএল শুরু করল। কেকেআরের দেওয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়া করে আরসিবি ১৬.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৭ রান তুলে নেয়।
যেহেতু এটি আরসিবি-র ম্যাচ, তাই সবার চোখ ছিল বিরাট কোহলির দিকে। ‘বিরুস্কা’-র ভক্তরাও অনুষ্কাকে তাঁর স্বামীর জন্য স্ট্যান্ডে উল্লাস করতে দেখে খুশি। কোহলি কিন্তু সবসময় তাঁর স্ত্রীর দিকে মনোযোগ দেন। এবার আমরা এক দশক পুরনো একটি ঘটনার দিকে নজর দিই। ২০১৫ সালের আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানের স্মৃতি ফিরিয়ে আনে সেটি। এমন একটি মুহূর্ত যা অনেকে এখনও বিরাট এবং অনুষ্কার কথা বলতে গিয়ে আলোচনা করন। ওই সময় আইপিএল-এর মঞ্চে পারফর্ম করতেন অনুষ্কা।
advertisement
আরও পড়ুন- শাহরুখের গলায় হীরের নেকলেস! দাম কত? কিং খান হার পড়ছেন ‘বিশেষ কারণে’!
২০১৫ সালে বিরাট এবং অনুষ্কার ডেটিং নিয়ে গুজব উড়ছিল। সেই বছরের উদ্বোধনী অনুষ্ঠান পারফর্ম করেন অনুষ্কা। কালো এবং সাদা পোশাক পরে অনুষ্কা তাঁর ২০১১ সালে রিলিজ হওয়া ‘লেডিস ভার্সেস রিকি বেহল’ সিনেমার ‘ঠগ লে’ গানে পারফর্ম করেছিলেন। অনুষ্কা যখন মঞ্চে পারফর্ম করছিলেন, তখন বিরাট ছিলেন দর্শকদের মধ্যে। পারফরম্যান্সের প্রতিটি মুহূর্ত মুখে চওড়া হাসি দিয়ে উপভোগ করেছিলেন।
advertisement
advertisement
বিরাট-অনুষ্কার প্রেমের গল্প শুরু হয় ২০১৩ সালে। একটি জনপ্রিয় শ্যাম্পু ব্র্যান্ডের একটি টেলিভিশন বিজ্ঞাপনের শুটিং চলাকালীন আলাপ তাঁদের। প্রায়শই জনসমক্ষে একসঙ্গে দেখা যেত তাঁদের।তবে তাঁরা সবসময় সম্পর্কের কথা গোপন রাখেন। বছরের পর বছর ধরে জল্পনা-কল্পনার পর ২০১৭ সালের ডিসেম্বরে ইতালির তাসকানিতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে এই দম্পতি বিয়ে করেন। তার বিয়েতে শুধুমাত্র পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।
advertisement
আরও পড়ুন- ‘ঝুমে জো পাঠান’-র তালে শাহরুখ নাচালেন বিরাটকে,রিঙ্কু কেন প্রিয় বুঝিয়ে দিলেন বাদশা, দেখুন
২০২১ সালের জানুয়ারিতে তাঁরা প্রথম সন্তানের বাবা-মা হয়েছিলেন। তাঁদের মেয়ের নাম ভামিকা। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে, তারা তাদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানান তাঁরা। ছেলের নাম রাখেন অকায়।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 23, 2025 4:41 PM IST