Shah Rukh Khan Dance: ‘ঝুমে জো পাঠান’-র তালে শাহরুখ নাচালেন বিরাটকে, রিঙ্কু কেন প্রিয় বুঝিয়ে দিলেন বাদশা, দেখুন ভাইরাল রিল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Rinku and Virat Dance: শাহরুখ যেন ডান্স মাস্টার, ক্রিকেটের আগে ক্রিকেটারদের ডান্স ক্লাস ধামাল পারফরম্যান্স রিঙ্কু, বিরাটের৷
‘: আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রেয়া ঘোষালের গান, দিশা পাটানির নাচের পাশাপাশি যা ফ্যানদের মন জিতে নেয় শাহরুখ খানের সঞ্চালনা৷ আইপিএলের খেতাব রক্ষার লড়াইতে নামা কেকেআর নিজেদের প্রথম ম্যাচ খেলছে ইডেন গার্ডেন্সে৷ আর দলের মালিক এদিন নিজেই ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চলনার দায়িত্বে৷ আর কলকাতার মন ফের একবার জিতে নিন কিং খান৷ শাহরুখের ‘ডাঙ্কি’ সিনেমার একটি গানে রিঙ্কু স্টেপ মেলান শাহরুখের সঙ্গে। অন্যদিকে বিরাট কোহলি হয়ে ওঠেন পাঠানের টাইটেল ট্র্যাকের পাঠান৷ আর এই দুই তারকাকে শাহরুখের সঙ্গে তাল মেলাতে দেখে ৬৬ হাজার দর্শক ভর্তি স্টেডিয়ামের মন একেবারে ‘ঝুম উঠে’৷
IPL উদ্বোধনী অনুষ্ঠানে পাঠান হুক স্টেপে যোগ দেন। কলকাতার ইডেন গার্ডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ শুরুর আগে কিংবদন্তি বিরাট কোহলি এবং তারকা রিঙ্কু সিংকে মঞ্চে নাচিয়ে আইপিএল ২০২৫ -র উদ্বোধনী অনুষ্ঠানকে নতুন উচ্চতায় পৌঁছে দিলেন বলিউড সুপারস্টার এবং কলকাতা নাইট রাইডার্স (KKR) এর অন্যতম কর্ণধার শাহরুখ খান।
advertisement
দেখে চোখ সার্থক করে নিন
advertisement
A Special @KKRiders reunion 🤗
Shah Rukh Khan 💜 Rinku Singh
A special performance to delight the #TATAIPL 2025 opening ceremony 😍#KKRvRCB | @rinkusingh235 | @iamsrk pic.twitter.com/IK0H8BdybK
— IndianPremierLeague (@IPL) March 22, 2025
advertisement
অনুষ্ঠানে আরও চমক আসে যখন শাহরুখ কোহলিকে মঞ্চে আমন্ত্রণ জানান৷ বলিউডের বাদশা ‘কোহলি, কোহলি’ বলে স্লোগান দিয়েছিলেন, আরসিবি তারকা এতে লজ্জায় রাঙা হয়ে যান৷ কোহলির সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর, শাহরুখ কেকেআর ব্যাটসম্যান রিঙ্কু সিংকে মঞ্চে তাঁদের সাথে যোগ দিতে বলেন।
advertisement
শাহরুখ বলেন, “বঞ্চিত বোধ করো না। আর যদি তুমি চাও, আমাদের সঙ্গে যোগ দিতে পারো,” রিঙ্কুর সঙ্গে ডাঙ্কি গানে নাচার পর শাহরুখ কোহলিকে বলেন পাঠানের সঙ্গে তাল মেলাতে৷
King Khan 🤝 King Kohli
When two kings meet, the stage is bound to be set on fire 😍#TATAIPL 2025 opening ceremony graced with Bollywood and Cricket Royalty 🔥#KKRvRCB | @iamsrk | @imVkohli pic.twitter.com/9rQqWhlrmM
— IndianPremierLeague (@IPL) March 22, 2025
advertisement
শাহরুখ খানের আয়োজনে, আইপিএল ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল ক্রিকেট, সঙ্গীত এবং বিনোদনের এক অসাধারণ মিশ্রণ, যা কেকেআর এবং আরসিবির মধ্যে মরশুমের উদ্বোধনী ম্যাচের মঞ্চ তৈরি করেছিল। ভারতীয় সময় সন্ধ্যা ৬:০০ টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে বিখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষাল এবং বলিউড অভিনেত্রী দিশা পাটানি সহ একদল শিল্পী উপস্থিত ছিলেন, যারা ভিড় করা স্টেডিয়াম এবং বিশ্বব্যাপী লক্ষ লক্ষ দর্শকদের মনমুগ্ধ করেছিলেন।
advertisement
কোহলি যখন ডান্স ফ্লোরে প্রবেশ করলেন, তখন ইডেন গার্ডেনের জনতা তখন সবচেয়ে বেশি উত্তেজিত হয়ে উঠেছিল। শাহরুখ কোহলিকে ব্লকবাস্টার সিনেমা পাঠানের টাইটেল ট্র্যাক ‘ঝুম জো পাঠান’-এ পা নাড়াতে অনুরোধ করলেন। কোহলি কেবল হাসিমুখেই রাজি হননি, ধাপে ধাপে শাহরুখের সাথেও মিল রেখেছিলেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 22, 2025 8:28 PM IST