পুরো যেন হিন্দি সিনেমার প্লট, আন্তর্জাতিক কাবাডি প্লেয়ার খুনের মামলায় যা জানল পুলিশ

Last Updated:

খুনের আরও ২ ট ঘটনা কবুল করে অভিযুক্তরা...

kabaddi player sandeep singh murder case
kabaddi player sandeep singh murder case
#নয়াদিল্লি: আন্তর্জাতিক কাবাড্ডি প্লেয়ার সন্দীপ সিং বা অম্বিয়ার খুনের ঘটনার তদন্ত জোরকদমে চলছে৷ অত্যন্ত হাই প্রোফাইল এই মার্ডার কেসে পঞ্জাব পুলিশ ৫ জন অভিযুক্তকে গ্রেফতার করে নিয়েছে৷ এতে ২ জন শ্যুটারও রয়েছে৷ এদের কাছ থেকে ৭ টি দেশি -বিদেশি পিস্তল এবং ৩ টি গাড়ি উদ্ধার হয়েছে৷ গ্রেফতার হওয়া অভিযুক্তদের মধ্যে হরবিন্দর সিং বা ফৌজি এবং বিকাশ মাহলে রয়েছে৷
এসএসপি -র মতে সন্দীপের হত্যাতে হরবিন্দারই শার্প শ্যুটারকে নিয়ে আসা দিয়ে আসার বাহন, হাতিয়ার, সেফ হাউসের ব্যবস্থা করেছিলেন৷ বিকাশ মাহলে ফৌজির সঙ্গে মিলে টার্গেট কিলিংকে বাস্তবায়িত করেছিল৷ পুলিশের কথা অনুযায়ি পঞ্জাবের আরও দুটি খুনের বিষয়ে সত্যতা স্বীকার করে নিয়েছে৷ পুলিশ নিজে এই হত্যাগুলির বিষয়েও কিছু জানত না৷
কাবাড্ডি ম্যাচের সময় গুলি করে হত্যা
advertisement
advertisement
এসএসপি স্বপ্ন শর্মা জানিয়েছেন ১৪ মার্চ মল্লিয়া গ্রামে চলা কাবাড্ডি ম্যাচে কবাড্ডি খেলোয়াড় সন্দীপ সিং ওরফে অম্বিয়াকে গুলি মেরে হত্যা করে দেওয়া হয়৷ এই ঘটনায় ৫ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে৷ এরা হল হরবিন্দর সিং ওরফে ফৌজি নিবাসী বুলন্দশহর, বিকাশ মাহলে গুরগাঁও, সচিন ধোলিয়া রাজস্থান আলওয়াড়ের নিবাসী, মনজোত কৌর সংগরুরের বাসিন্দা, এবং পিলভিটের বাসিন্দা যাদবিন্দর সিং ৷ পুলিশ এদের কাছ থেকে .30  বোরের পিস্তল, দুটি .315 বোর দেশে তৈরি পিস্তল উদ্ধার করেছে৷
advertisement
পাশাপাশি ৩ টি গাড়ি মহিন্দ্রা এসইউভি, টয়োটা ইটিওস, হুন্ডাই ভার্না উদ্ধার হয়৷
খুনের আরও ২ ট ঘটনা কবুল করে অভিযুক্তরা
পুলিশের কথা অনুযায়ি হরবিন্দর সিং এই খুনের প্রধান কোঅর্ডিনেটর ছিল৷ সেই শার্পশ্যুটারকে যোগাযোগ করা, অস্ত্র সাপ্লাই করা, গাড়ি যোগাড় করে দেওয়া, সেফ হাউসে রাখা সব কাজই সে করেছিল৷
advertisement
এসএসপি জানিয়েছেন ফরিদাবাদ থেকে গ্রেফতার হওয়া বিকাশ মাহলে ফৌজির সঙ্গে মিলে টার্গেট কিলিংর কাজটি সেরে ফেলে৷ এই জেরাতেই তারা আরও দুটি খুনের কথাও জানায়৷ যে খুনগুলোর বিষয়ে পুলিশ আগে কিছু জানত না৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
পুরো যেন হিন্দি সিনেমার প্লট, আন্তর্জাতিক কাবাডি প্লেয়ার খুনের মামলায় যা জানল পুলিশ
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement